ছুটির দিনে ঘুরাঘুরি (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য) 🦊🦊

in আমার বাংলা ব্লগ3 months ago

হেলো বন্ধুরা

1000010170.jpg


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @ashik333 বাংলাদেশ থেকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভাল লাগবে চলুন শুরু করি আজকের ব্লগটা।


1000010165.jpg

1000010166.jpg

মাঠে কাজ করার সময় তুলেছিলাম তিলের ফুল

চারিদিকে এতো বৃষ্টি তবে আমাদের এখানে এখনো বৃষ্টির দেখা পেলাম না ।চারিদিকের বৃষ্টিময় আবহাওয়ার জন্য তাপমাত্রা কুমেছে এটা ভাল লক্ষন।তবে সবার অনুরোধ বৃষ্টি হবার পরে বনায়ন এর দিকে নজর দিবেন। সবাই সবার জায়গা হতে কিছু কিছু করে গাছ লাগাবেন এতে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে তেমনি আবহাওয়া ঠিক থাকবে নিজেরাও লাভবান হতে পারবেন।


1000010174.jpg

1000010183.jpg

1000010176.jpg

নদী থেকে

আজকে ছুটির দিন হিসাবে বারিতেই কাজ করলাম সারাদিন।আমার এলাকার সব ভাই ভাতিজা একসাথে যারা ঘুরাঘুরি করতাম সবাই চাকুরি পেয়ে চলে গেছে গত সপ্তাহে নিজেকে এখন একা লাগছে কারন আমার বয়সি বা আমরা একসাথে যারা বেরাতাম কেউ নেই তারা।তো আজকে তাই ছুটির দিন হলেও মনে তেমন আমেজ নেই তাই বিকেল অবধি মাঠে কাজ করছিলাম কাজ শেষ করে আম্মু বললো একটু হাটাহাটি করে আসো ভাল লাগবে।


1000010187.jpg

আমিও চলে গেলাম নদীর দিকে কারন ওটাই আমার একমাত্র পছন্দের জায়গা এবং শান্তির জায়গা।ওখানে গিয়ে বসে বসে চা খাচ্ছিলাম বেশ ভাল লাগছিল ঠান্ডা বাতাস গড়ম চা দারুন একটি সময় ছিল।আমি নদীর পানির দিকে এগিয়ে গেলাম গিয়ে কিছুটা অবাক হয়ে গেলাম কারন নদীতে নতুন পানি এসেছে পরশোদিন দেখলাম শুকিয়ে গেছে একদম আর আজ দেখছি অনেকটা পানি বেরে গেছে।বিষয়টি ভাল লাগলো।


এটা দেখে মনে হলো হয়তো কিছুদিন পরে পানির সংকট কেটে যাবে।আসলে এখান থেকে বোঝা যায় কোনো কিছুই চিরস্থায়ী না।সব কিছু সাময়িক। তাই নিজেকে শান্ত রাখতে হবে।তীব্র গরমে পানির কতো সংকট ছিল মাঠ ঘাট একদম খা খা করছিলো আর আজ নদীতে নতুন পানি দেখে মন ভরে গেলো।


পোস্টেরবিবরণ
পোস্টের ধরনছুটির দিনে ঘুরাঘুরি ।
ক্যামেরাঅপু এ৭৮
লোকেশনবাংলাদেশ
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

বাহ ছুটির দিনে বেশ দারুণ ঘুরাঘুরি করছেন। তবে সহপাঠী নেই মন খারাপ। আসলে জীনের তাগিদে সবাই যেতে হয়।আপনার সব গুলো ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে।তিল ফুলের ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

আমাদের এখানেও বৃষ্টি হয়নি ভাই। শুনেছি আশেপাশের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। তবে হয়তো আমাদের এখানে বৃষ্টি হবে আজ কিবা পরে। তবে ছুটির দিনে আপনি যে ঘোরাঘুরি করেছেন লালন শাহ ব্রিজ। ওই জায়গায় কিন্তু আমিও গেছিলাম। হার্ডিং ব্রিজের নিচে বেশ সুন্দর একটি জায়গা। দেখার কিছু না থাকলেও মানুষ বেশ পছন্দ করে এ জায়গাটা।

 3 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত এর জন্য।

 3 months ago 

আসলে সময়ের সাথে সাথে প্রিয় মানুষগুলো যারা একসঙ্গে অনেক সময় আড্ডা দিয়েছি এবং বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি সবাই হারিয়ে গিয়েছে। যত ভালো জায়গায় যাই না কেন তারা পাশে না থাকলে ভালো লাগে না একদম সত্য কথা। ছুটির দিনে বাড়ির কাজের পাশাপাশি এরকম কিছু সুন্দর মুহূর্ত জীবনে খুবই প্রয়োজন ভালো লাগলো দেখে।

 3 months ago 

ঠিকি বলেছেন ভাই।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

আমাদের এদিকেও বৃষ্টির কোন লক্ষণ নেই। তবে তাপমাত্রা অনেকটাই কমেছে। ছুটির দিনে বাড়িতে কাজ করার পর নদীর পাড়ে ঘুরতে গিয়েছেন। নদীর পাড় কিংবা সমুদ্র এসব জায়গাগুলো আমারও ভীষণ প্রিয়। তবে আশেপাশে কিছুই না থাকায় যাওয়া হয় না। তিলের ফুল আগে কখনো দেখিনি। আজকেই প্রথম দেখলাম।

 3 months ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত এর জন্য। 🥰❤️

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 69672.37
ETH 3356.16
USDT 1.00
SBD 2.74