অতীতের সৃতি(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য) 🦊🦊🦊

in আমার বাংলা ব্লগ11 months ago

হেলো বন্ধুরা

IMG_20230918_123627.jpg


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে।আমার আজকের ব্লগে থাকছে অতীতের সৃতিচারন থেকে একটি পোস্ট আশা করি আপনাদের ভাল লাগবে চলুন শুরু করি তাহলে আজকের পোস্ট।


বন্ধুরা গ্যালারি ঘুরতে ঘুরতে পুরাতন ছবি গুলো দেখছিলাম আর ভাবছিলাম আসলে মানুষ এর জীবনে কতো সৃতি থাকে।আমাদের এই ফোনের যুগ বলেই আমরা সময় কে ক্যামেরায় ছবির মাধ্যমে আটকে ফেলি কিন্তু এর আগে যারা ছিল তাদের সময় তো আর ফোন ছিল না তারা কিভাবে সৃতি জমিয়ে রাখতো ভাবুন তো একবার।মাস কয়েক আগে গিয়েছিলাম কুঠি বাড়িতে একাই গিয়ছিলাম জায়গাটা আবার আমার অনেক পছন্দের নিরিবিলি পরিবেশ তাই একা একাই ভাল লাগে।


IMG_20230918_123859.jpg

IMG_20230918_123838.jpg

IMG_20230918_124011.jpg

তো রবীন্দ্রনাথ ঠাকুর এর হেসেল ঘর মানে যেখানে রান্না বান্না হতো এটা হলো সেই ঘর পাশেই আছে একটা কুপ এবং সাথে গোসল করার জন্য চোবাচ্চ।কবি সাহেব এর মাথাই সে সময় কতো আধুনিক চিন্তা ছিল ভাবতে পারেন এতো দারুন রান্না ঘড় টা দেখলে বোঝা যায়।আমি ওখানে গেলেই কুপটার কাছে বসে থাকি।আর সব থেকে দারুন যে ভিউ টা পাওয়া যায় সময় টা হলো এই কুঠিবারির দো তালায় উঠে পূর্ব পাশে তাকালে সু বিশাল সামনে চারটা তাল গাছ দাঁড়িয়ে আশে পাশে ফুলের বাগান।অসম্ভব সুন্দর লাগে দেখতে।


IMG_20230918_124154.jpg

IMG_20230918_124241.jpg

নতুন ভবনের দৃশ্য গুলোও অনেক সুন্দর কতো দারুন পুরান ঘরের আদলে বানানো ওটা।আরো কিছু আমার পছন্দের জায়গা আছে সেখানে যেমন পুকুর পারের সিরি টা খুব পছন্দের।বন্ধুরা আশা করি ভাল লাগবে আজলের ব্লগ টা আপনাদের।পুরাতন এলবাম দেখছিলাম আর ভাবছিলাম তাই আপনাদের সাথে সেই সময়ের কথা গুলো শেয়ার করলাম সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।


পোস্টের বিবরণ

শিরোনামট্রাভেল পোস্ট
ক্যামেরাঅপু
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

ধন্যবাদ

 11 months ago 

আসলেই কথাটা সত্য। এই মোবাইল এর যুগে ফোনে কতশত স্মৃতি ধরে রাখা যায়। অনেক টা সময় পরে ফোনের গ‍্যালারিতে সেই ছবিগুলোর সঙ্গে স্মৃতিগুলো ভেসে উঠে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির আগের পরিবেশ এবং এখনকার পরিবেশের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। যেটা আপনার পোস্টের মাধ্যমে বুঝতে পারলাম। সবমিলিয়ে চমৎকার ছিল।।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ধন্যবাদ আপনাকে।।

 11 months ago 

এই ফোনের যুগে আমরা ফটোগ্রাফি করতে যেমন ভালোবাসি, পুনরায় সেই ফটোগ্রাফি গুলো দেখতেও অনেক ভালোবাসি। এরকমটা আমার সাথেও অনেক বার হয়। ফোন ঘাটতে ঘাটতে অনেক পুরনো ফটোগ্রাফি সামনে চলে আসে, পরে সেইগুলো শেয়ার করি। ভাই আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়িতে একাই চলে গেছিলেন বেশ ভালো ব্যাপার তো! কুঠি বাড়ির পরিবেশটা নিরিবিলি এবং সুন্দর তা দেখেই বোঝা যাচ্ছে । সেখান থেকে বেশ দারুন দারুন ফটোগ্রাফি করেছেন আপনি।

 11 months ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত এর জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59493.68
ETH 2649.33
USDT 1.00
SBD 2.45