নতুন মনিটর কেনা🌔🖥️

in আমার বাংলা ব্লগ2 months ago

হেলো বন্ধুরা

1000041519.jpg


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লিগে থাকছে একটি মনিটর কেনার মুহুর্ত আশা করি আপনাদের ভালো লাগবে।

1000041511.jpg

1000041513.jpg


বন্ধুরা আজ আমি এবং আমার দুইজন বন্ধুকে নিয়ে কুষ্টিয়া শহরে গিয়েছিলাম একটা মনিটর কিনতে।কাজ শেখার শুরুতে সব সময় অল দামি জিনিসটা ব্যবহার করাই আমার কাছে মনে হয় ভালো এতে ঝালাই দিয়ে নিজের অভিজ্ঞতা টা অর্জন করা যায়।তাই আমি বেশি দাম দিয়ে মনিটর কিনবো না।অবশ্য সেকেন্ড হ্যান্ড হলে ভালো হতো তবে তা আর পাওয়া গেলো না।কয়েক জায়গা ফোন দিয়ে জানলাম।কারো আন্ডারে সেকেন্ড হ্যান্ড মনিটর নেই।

1000041515.jpg

1000041516.jpg


তাই আমরা বাধ্য হয়ে কুষ্টিয়ার উদেশ্য রওনা হলাম বাইকে।যেতে যেতে আমরা কুষ্টিয়া তে আশি এরপরে আমার বন্ধুর কলেজে আমাদের বাইকটা রেখে একটা ওটোতে উঠি এবং থানার মোর নামক জায়গাতে নামি।সেখান থেকে আমরা আমাদের বাজেটের মধ্যে মনিটর খুজতে থাকি।তবে আমরা আমাদের বাজেটের মধ্যে মনিটর পাচ্ছিলাম না।শেষ অবদি ট্রাস্ট কম্পিউটার নামক একটা জায়গাতে গেলাম এবং সেখানে অনেক গুলো মনিটর পেলাম।

1000041518.jpg

1000041521.jpg


দোকানি আমাদের পূর্ব পরিচিত ছিল তিনি আমাদের কে হিকভিশন নামক মনিটর টা সাজেস্ট করলেন। আমরা সেটা দেখে চেক করার জন্য দোতলায় নিয়ে লাইন দিতে বলি এরপরে কালার কম্বিনেশন টা চেক দেয় এটা দিয়ে ছবির কাজ করা হবে এডিটিং এ তাই কালার টা এখানে মেইন।তো দেখে আমাদের বাজেটের মধ্যে মোটামুটি ভালোই মনে হলো।এরপরে আমরা এটা কিনলাম।এটার দাম ছিল ৮৩০০ টাকা।

1000041523.jpg

1000041524.jpg


এরপরে আমরা কুষ্টিয়া স্টেশনে কিছু সময় বসি এবং হালকা নাস্তা সেরে নি।এরপরে আমরা বাড়ির উদ্দেশ্য রওনা হয় এই ছিল আজকের ব্লগ।



আমার পরিচয়

1000011935.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

ভাই আপনি নতুন মনিটর কিনেছেন জানতে পেরে সত্যি আমার কাছে বেশ ভালো লাগলো। আসলে প্রত্যেকটা মানুষ এখন আধুনিকতার ছোঁয়া পেয়েছে তাই এগুলো বেশ প্রয়োজন। আপনি আজকে ৮৩০০ টাকা দিয়ে মনিটর কিনেছেন জানতে পেরে সবথেকে বেশি ভালো লাগলো। আপনি হিকভিশন মনিটর কিনেছেন বেশ দারুন ছিল। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনাকেউ অনেক ধন্যবাদ ভাই।

 2 months ago 

আসলে ভাই কিছু টাকা বেশি নিলেও ভালো জিনিষ ক্রয় করাই ভালো। মনিটর তেমন কিছু না, এটা পুরাতন হলেও ভালো। যায়হোক আপনাদের বাজেটের মধ্যে খুবই সুন্দর একটি মনিটর পেয়ে গেলেন। ৮৩০০ টাকা হলে ভালোই হয়েছে। ধন্যবাদ।

 2 months ago 

ধন্যবাদ আপনাকে

 2 months ago 

বেশ ভালো একটি দরকারি জিনিস কিনেছেন।আসলে আধুনিক যুগে এই জিনিসগুলি খুবই দরকারি।মনিটর টি নিজের বাজেটের মধ্যেই কিনতে পেরেছেন যেটা ভালো লাগলো।বেশ ভালো সার্ভিস দিবে আশা করি। হিকভিশন মনিটর ৮,৩০০ টাকা নিয়েছে,ধন্যবাদ।

 2 months ago 

ধন্যবাদ আপনাকে

 2 months ago 

দাম তুলনামূলক নাগালের মধ্যেই আছে এখন মোটামুটি ভালো সার্ভিস দিলেই আলহামদুলিল্লাহ। যাই হোক মনিটর কেনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

ধন্যবাদ।

 2 months ago 

দুই বন্ধুকে নিয়ে মনিটর কিনতে গিয়েছিলেন জেনে ভালো লাগলো ভাইয়া। অনেক সময় প্রয়োজনীয় সেকেন্ড হ্যান্ড জিনিস খুব সহজে পাওয়া যায় না ভাইয়া। তাই বাধ্য হয়ে নতুন জিনিসটাই কিনতে হয়। যাই হোক ভাইয়া আপনার এই পোস্ট দেখে ভালো লাগলো।

 2 months ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 74993.05
ETH 2818.21
USDT 1.00
SBD 2.50