ফিমেল নাটক রিভিউ(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য) 🦊🦊

in আমার বাংলা ব্লগ2 months ago

হেলো বন্ধুরা


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। বন্ধুরা আজ আমার ছুটি ছিল তাই বাড়িতেই ছিলাম বাড়িতে থেকে পুরাতন নাটক গুলোই দেখছিলাম ইউটিউব ঘাটতে ঘাটতে ফিমেল নাটক টা চলে আসলো। এর আগে দেখেছিল তবে রিভিউ করা হয়নি আজকে আবারো দেখলাম এবং রিভিউ করলাম আশা করি আপনাদের ভাল লাগবে।


গুরুত্বপূর্ণ তথ্য

নাটকরিভিউ
নামফিমেল
পরিচালককাজল আরেফিন অমি
অভিনয়েমারজুম রাসেল,চাষি আলম,জিয়াউল হক পলাশ,মিসু সাব্বির রিয়া, শিমুল, জীবন, পাভেল, আরো অনেকে
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ডুরেশন১ ঘন্টা ২ মিনিট

নাটক লিংক


কাহিনী সংক্ষেপ

Screenshot_2024-04-29-08-17-40-33_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2024-04-29-08-17-28-80_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2024-04-29-08-17-10-01_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2024-04-29-08-16-26-24_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

নাটকের শুরুতে দেখা যাবে একটা লোক মিজান নামের একজন কে খুজতেছে কিন্তু কেউ তাকে চিনে না।শেষ মেস আকবর (এতিম আকবর) এর কাছে গেলে তিনি বলে এলাকায় তো মিজান নামের কেও নাই কুত্তা মিজান আছে।লোকটা তার বোনকে বিবাহ দেওয়ার জন্য ছেলের খোজ নিতে আসছিলো কিন্তু যা শুনে গেলো আর দেখা করা লাগবে না।


এরপরে রাস্তা দিয়ে যাচ্ছিলো বডি সোহেল অনেক জিম করে তাই তাকে বডি সোহেল বলে এক খাচি ডিম নিয়ে যাচ্ছিলো কিন্তু মটরসাইকেলে লেগে সব গুলো পরে ভেঙে যায় আর হাতেও জরায়ে যায়।দেওয়ালে থাকা ড্যান্সার শাহ আলমের পোস্টারে সে মুছে দেয়।এরপরে শাহলাম এটা দেখে খুবই রেগে যায় রাগারি কথা অত্র এলাকাই একটা মাত্র ড্যান্সার আর তার পোস্টারে ডিম মেরেছে।


ব্যাটারি গলিতে হাতি টুটুল এর বাসাতে একটা ভাড়াটিয়া আসে আর এখান থেকে শুরু হয় আসল কাহিনী বডি এবং ডান্সার দুজনেই দেখতে পাই আর তাই সারাদিন বারির সামনেই বসে থাকে এটা দেখে হাতি টুটুল কমিশনারের কাছে বিচার দেয় কমিশনার একদিন রাতে এসে সেই ভারাটিয়াকে দেখে সেও ফিদা হয়ে যায়।এভাবে কিছুদিন চলতে থাকে।

Screenshot_2024-04-29-08-29-06-49_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2024-04-29-08-29-04-16_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2024-04-29-08-20-16-96_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2024-04-29-08-18-11-27_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg


বডি আর ডান্সার এর মধ্যে একটা সময় গেঞ্জাম লেগে যায় এবং এটা মিট মাট করে এতিম আকবর আর কুত্তা মিজান।এতিম আকবরের সব থাকার পরেও সে এতিম কারন তার বউ নাই।আর কুত্তা মিজানের সব ভাল হলেও সে কুত্তা পালে তাই কেও বিবাহ করে না। এই ভাড়াটিয়া দেখে তখন মিজান আর আকবর ফিদা এবং সবাই সারাক্ষন বারির সামনেই থাকে।


এটা নিয়ে মিজান আর আকবর এর মধ্যে তুমুল আকারে মারামারি শুরু হয়ে যায় ককটেল মারতে থাকে এই ককটেল এর মাঝে এলাকার লাবু কমিশনার পইরা যায় আর সে ল্যাংরা হয়ে যায়।এরপরে সব শেষে সবাইকে পুলিশে নিয়ে যায় আর বের হয়ে এসে দেখে ভারাটিয়া নাই। কিন্তু কিছুদিন পরে আবারো একটা ভাড়াটিয়া চলে আসে।


নিজের মতামত

কমেডি একটা নাটক,একটা মেয়ে নিয়ে কিভাবে নিজেদের মধ্যে দন্দ লাগতে পারে এবং কতোটা ভয়ানক হতে পারে সেটা দেখানো হয়েছে।পরে কিন্তু সবাই আবার মিল করে ফেলে। এটা ছিল ফিমেল এর প্রথম পার্ট বাকি গুলাও রিভিউ দিব আশা করি আপনাদের ভাল লাগবে। ভাল থাকবেন সবাই।


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

দারুন একটি নাটক রিভিউ করেছেন ভাইয়া। আপনার সুন্দর এই নাটক রিভিউ করা দেখে অনেক ভালো লেগেছে। আমাদের সকলের উচিত এভাবে সুন্দর সুন্দর নাটকগুলো রিভিউ করে অন্যের দেখার সুযোগ করে দেওয়া। আর এতে কিন্তু মন বেশ ভালো থাকে।

 2 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

 2 months ago 

ফিমেল মানেই ঝামেলা। বন্ধুদের মাঝে যদি কখনো এই ফিমেল ঢুকে পড়ে তাহলে সেখানে একটা দ্বন্দ হতে বাধ‍্য। এই নাটকের মূল বিষয় ছিল এটা। এই নাটকে চরিএগুলোর মানুষ বেশ মজার ছিল বডি সোহেল, ড‍্যান্সার শাহ আলম, কুওা মিজান, এতিম আকবর হা হা। দারুণ করেছেন নাটকের রিভিউ টা এই নাটক টা দেখেছিলাম অনেক আগে।

 2 months ago 

ঠিক বলেছেন যতো ঝামেলা ফিমেল নিয়ে তাই ফিমেল থেকে দূরে থাকতে হবে।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 months ago 

আসলে ব্যস্ততা ও সময় স্বল্পতার কারণে নাটক দেখার সময় খুব একটা পাওয়া যায় না। তবুও মাঝে মাঝে দু একটা দেখতে হয় রিভিউ করার জন্য। আবার মাঝে মাঝে সবার রিভিউ পড়ে অনেকটাই ধারণা পাওয়া যায়। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনাকেউ অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

আমি মনে করি এই বর্তমান জেনারেশনের এমন কেউ নেই যে এই ফিমেল নাটকটি দেখেনি। ফিমেল নাটকটা যেমন শিক্ষনীয় ঠিক তেমনি অনেক বেশি কমেডি। বিশেষ করে পলাশ এবং জীবনের অভিনয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। নাটকটা আমি কয়েকবার দেখেছি যতবারই দেখেছি ততবারই অনেক বেশি ভালো লেগেছে। আপনি খুবই চমৎকারভাবে আমাদের মাঝে রিভিউ তুলে ধরেছেন, ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

এই ধরনের নাটকগুলো আমি তেমন একটা দেখি না। বলতে গেলে দেখিনা। কেন জানি এসব নাটক গুলো আমার রুচিতে আসেনা। আমার কাছে মোশারফ করিম আখম হাসান এদের নাটক বেশি ভালো লাগে। আপনার রিভিউয়ের মাধ্যমে আমি এই নাটকের বিষয়বস্তু সম্পর্কে জানতে পারলাম বুঝলাম নাটকটি মোটামুটি ভালোই।

 2 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

সু স্বাগতম ভাই ।

 2 months ago 

খুবই সুন্দর একটি নাটক এর রিভিউ শেয়ার করেছেন আপনি। এই নাটকটি আমি অনেক আগেই দেখে নিয়েছিলাম। আজকে অনেকদিন পর আপনার কাছ থেকে এই নাটকটির রিভিউ দেখে খুবই ভালো লাগলো। খুব সুন্দর ভাবে আপনি এই নাটকের মধ্যে ঘটে যাওয়া সব কিছু আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন এবং ইচ্ছে করছে যেন আবার এই নাটকটি দেখে নিই৷

 2 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত এর জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 61394.39
ETH 3386.99
USDT 1.00
SBD 2.50