আবদার(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য) 🦊🦊🦊

in আমার বাংলা ব্লগ10 months ago

হেলো বন্ধুরা


people-3120717_1280.jpg

এখান থেকে

সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে।আমার আজকের ব্লগে থাকছে জেনারেল রাইটিং একটি পোস্ট আশা করছি আপনাদের সবার ভাল লাগবে।তাহলে চলুন শুরু করি আমার আজকের ব্লগ।


আবদার বন্ধুরা বলুনতো পৃথিবীতে আমরা সব থেকে বেশি আবদার গুলো কাদের কাছে করে থাকি??? হ্যা বন্ধুরা আপন ঠিক ধরেছেন।আমরা বেশি আবদার গুলো করে থাকি আমাদের বাবা মায়ের কাছে।সেই ছোট্ট বেলা থেকে বৃদ্ধ বয়স অবদি অর্থাৎ বাবা মা জীবত থাকা অবদি আমাদের সকল আবদার তাদের নিকট করে থাকি।কিন্তু যখন পিতা মাতা বিদায় নেম পৃথিবীর মায়া ত্যাগ করে তখন আমাদের আবদার গুলো আর মুখ থেকে বের হয়না কখুনো হয়না।


আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনার সাবীবা স্ত্রী যেই হোক বা অনেক বড় কোনো আত্বিয় কারো কাছেই আমাদের আবদার গুলো আর প্রকাশ পায়না।এর নির্দিষ্ট কোনো ব্যাখা আমার জানা নেই।নিজের কতবা বলি। অনেকেই আমাকে বলেন যে যদি কোনো কিছু দরকার হয় যেনো নিরদ্বিধায় তাদের বলে দেয়।কিন্তু কোন কিছু দরকার পরলেও আবদার টা মুখ থেকে বের হতে চায় না কোখুনোই না।যাদের বাবা মা বিদায় নিয়েছেন তাদের আবদার গুল এভাবেই চাপা পরে থাকে কথার মাঝে।


আর একটা কমন বিষয় বাবা মা হারা ছেলে মেয়েদের সেটা হল ভালবাসা। আমার সাথে ককয়েকবার এই ঘটনা টা ঘটে গেছে।আসলে চোখের সামনে মাঝে মধ্যে দেখি ছেলে মেয়েদের পিতারা তাদের সন্তানদের কতো আদর করছে ভালবাসছে এটা ওটা আবদার করলে পুরন করে দিচ্ছে এগুলো দেখলে কেন জানি আমার ভেতর থেকে কষ্ট গুলো উঠে আসে জানিনা আপনারা জারা পিতা মাতা হারা তাদের এমন হয় কিনা।আল্লাহ সবাইলে ধৈর্য্য ধারন করার তৌফিক দান করুন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।


পোস্টের বিবরণ

শিরোনামরাইটিং পোস্ট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
Sort:  
 10 months ago 

ঠিক বলেছেন আবদার করার একমাত্র জায়গা হল বাবা-মা যার মা অথবা বাবা নেই সে বোঝে কি কষ্ট কেমন শূন্যতা অনুভব হয়। আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক

Posted using SteemPro Mobile

 10 months ago 

আসলে আপনার গুলো একান্তই এমন মানুষদের কাছে থাকে যারা কখনো ফিরিয়ে দেয় না, সেটা তো শুধু বাবা-মা এমনটা নয়, যে মানুষগুলো আমাদেরকে ফিরিয়ে দিতে পারবে না বা নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালবাসবে তাদের কাছে আমরা আবদার করতে পারি।

 10 months ago 

অনেক চিন্তা ধারা করে দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি ভাই বাবা-মা যতদিন বেঁচে থাকে তাদের কাছে আবদারের শেষ থাকে না কিন্তু যখন যার বাবা-মা থাকে না তখন তার কি অবস্থা হয়তো সেই ফিলিংসটা আপনার মধ্যে আছেন বলেই আমাদের মাঝে তুলে ধরেছেন এই পোস্টে। আর ভাবিয়ে তুলেছেন আমাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

আসলে এই পৃথিবীতে বাবা মায়ের থেকে আপনার কেউ হয় না। তাই হয়তো সবাই বাবা মায়ের কাছে তাদের সমস্ত আবদার গুলো বলতে স্বাচ্ছন্দ্যবোধ করে। আসলে পৃথিবীর মানুষের কাছে যদি কিছু চাওয়ার হয় তাহলে শুধু চাওয়ার মত বাবা মায়েরা আসে যারা শত চেষ্টা করে হলেও আমাদের আবদারটা রাখার চেষ্টা করে। তবে হ্যাঁ বাবা-মা শুধু দুনিয়ার মানুষ দের কাছেই সেরা কিন্তু সবকিছু দেয়ার মালিক একমাত্র আল্লাহই। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59999.40
ETH 2646.89
USDT 1.00
SBD 2.44