যাত্রা কুষ্টিয়া টু বেনিপুর(১০% এ আউট লাজুক খ্যাকের জন্য) 🦊🦊

in আমার বাংলা ব্লগ5 months ago

হেলো বন্ধুরা


IMG20231218121337.jpg

সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গায় যাওয়ার মুহুর্ত আশা করি আপনাদের ভাল লাগবে। তাহলে চলুন শুরু করি আমার আজকের ব্লগ।


কয়েকদিন আগে আমি এবং সাথে আরো কয়েকজন মিলে গিয়েছিলাম সিমান্ত এলাকা চুয়াডাঙ্গার জীবন নগরের বেনিপুর গ্রামে।আসলে আপুকে আনত্ব সেখানে আমাদের যাওয়া।এতো দূরে পরিবারের লোকদের সাথে এটাই আমার প্রথম যাত্র ছিল।এই যাত্রায় খুবই সমস্যা হয়েছিল সাথে থাকা লোকদের।যাত্রার আগে সবাই ইচ্ছা মতো পেট পুরে খেয়েছিলো কেউ বা ডিম কেউ মিষ্টি যে যেমন পেয়েছে খেয়েছে কিন্তু আমি খেয়েছিলাম না কারন আমার পূর্ব অভিজ্ঞতা বলে যাত্রার আগে বেশি খেলে সমস্যা হয়।

IMG20231218112730.jpg

IMG20231218124710.jpg

IMG20231218121333.jpg

IMG20231218122219.jpg


তাই আমি অল্প একটু খাবার খেয়ে রেস্ট করছিলাম সবার আগে।এদিকে সবাই খাওয়া করেই গাড়িতে উঠে পরলো আমাদের যাত্রা প্রায় ৩ ঘন্টার বেশি সময় লাগবে।গাড়ি ছারলো যেতে থাকলাম আমি বসেছিলাম গাড়ীর ঠিক সামনে অর্থাৎ ড্রাইভার এর পাশের সিটে।ঘন্টা খানেক গাড়ি চলার পরে পেছন থেকে বমির শব্দ পেয়ে ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়।আর আমি কানে আঙুল দিয়ে মাথা নিচু করে ছিলান যাতে করে কিছু না দেখতে পারি।আসলে বমির দৃশ্য দেখলে যে কারো সমস্যা হয়ে যায়।


IMG20231218112940.jpg

IMG20231218122257.jpg

এরপরে আবার গাড়ি চলতে থাকে আরে পেছনে থাকা সকলেই একে একে বমি করতে থাকে।একমাত্র আমি বাদ ছিলাম।এরপরে গাড়ি চলছে আমরা আলমডাঙা পার হলাম।আলম ডাঙা একটি লাল সেতু আছে সেটা দেখলাম তবে ছবি তুলতে পারিনি।পথের ধারে দুই পাশে খুবই সুন্দর লাগছিলো বড় বড় গাছ থাকার কারণে। আর আমি সেগুলোর ছবি আর ভিডিও করছিলাম।বন্ধুরা আজ এ পর্যন্ত আবারো দেখা হবে নতুন একটি ব্লগে।



পোস্টের বিবরণ

শিরোনামকুষ্টিয়া টু বেনিপুর
ক্যামেরারিয়েলমি
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 69107.15
ETH 3882.60
USDT 1.00
SBD 3.65