রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তী (৫ম পর্ব)

in আমার বাংলা ব্লগ8 days ago

হেলো বন্ধুরা


1000013535.jpg

সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি।চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে একটি ভ্রমন পোস্ট আশা করি ভালো লাগবে তাহলে চলুন শুরু করি সবাই।


1000013538.jpg

1000013639.jpg

1000013640.jpg

বন্ধুরা আজ আমি শেয়ার করবো রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তন জন্মজয়ন্তী এর ৫ম পর্ব আশা করি ভালো লাগবে আপনাদের।বন্ধুরা গত পর্বে আমি আপনাদের কে কুঠি বাড়ির নিচ তলা নিয়ে আলোচনা করেছিলাম।আজ উপরতলা এবং সেখান থেকে করা কিছু ফটোগ্রাফি শেয়ার করবো।


বন্ধুরা নিচ তলা ঘুরাঘুরি শেষ করে সোজা উপরে চলে আসুন।উপর তলায় রয়েছে মজার মজার জিনিস দেওয়ালে টানানো রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বয়সের ছবি।আরো আছে তার ব্যবহৃত ছোট পদ্মাবোট যেটা এখনো সৃতি হিসাবে রাখা আছে দোতলায়।এখান থেকে আপনি কুঠি বাড়ির দারুন ভিউ দেখতে পারবেন বিশেষ করে দোতলার বারান্দায় দারিয়ে সামনে থাকা বড় নারকেল গাছ গুলোকে।

1000013534.jpg

1000013638.jpg

1000013634.jpg


আরো দারুন লাগবে উত্তর এবং দক্ষিন সাঈডের ভিউ গুলো সেই সাধে দুই পাশেই বেলকনি রয়েছে সেটাও অনেক দারুন লাগবে দেখতে।এতো দারুন কারুকাজ করা বেলকনিতে যা মন কেরে নেয়।এই বাডিটার সৌন্দর্য্য বলে শেষ করা যাবে না এতোটাই মুগ্ধ করবে আপনাকে।আপনারা এখানে ঘুরতে আসবেন অনেক কিছু দেখতে পাবেন।আরেকটা জিনিস ভুলে গিয়েছি। দোতলায় তার ব্যবহৃত সোফা সেট ও ছিলো।ধন্যবাদ সবাইকে আবারো দেখা হবে।



আমার পরিচয়

1000011935.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 days ago 

উপরের এই অংশ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির পুরোপুরি সৌন্দর্যটা উপভোগ করা যায়। আরেকটা বিষয় লক্ষ্য করেছিলাম পর্যটকেরা যারা এখানে ঘুরতে আসে তারা কিন্তু এই বারান্দা থেকেই বেশি ছবি ওঠে।

 8 days ago 

একদম ঠিক বলেছেন আপনি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64928.52
ETH 3525.30
USDT 1.00
SBD 2.36