শেয়াল ভেজা🤣🌦️😶‍🌫️

in আমার বাংলা ব্লগlast month

হেলো বন্ধুরা


1000039274.jpg

সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে একটি বৃষ্টিময় দিনের ভোগান্তি নিয়ে পোস্ট আশা করি ভালো লাগবে।চলুন শুরু করি তাহলে আজকের ব্লগ।

1000039264.jpg

1000039263.jpg

1000039266.jpg


লঘু চাপ বা নিন্ম চাপের ফলে গত ১ তারিখ থেকেই শুরু হয়েছে ঝুম বৃষ্টি।এর মাঝে আবার আমাদের দেশে আন্দোলন চলছে ইন্টারে আখতারুজ্জামান ইলিয়াস এর রেইনকোট নামক একটা গল্ল পরেছিলাম পরিস্থিতি একদম সেরকমি দারিয়েছে।এদিকে ঝুম বৃষ্টি ওদিকে আন্দোলন প্রয়োজন ছাড়া কেউ বাইরে নেই।আসলে মানুষের প্রয়োজনের তো শেষ নাই কখুন কি দরকার হয়ে যায়।


কালকে যেহেতু শুক্রবার ছিলো আম্মু আমাকে বাজারের ব্যাগ টা হাতে ধরিয়ে বাজারে যেতে বললেন বিকেলে একটু বৃষ্টি থামায় আমি ছাতা বাদেই বের হলাম আর এখানেই ছিলো আমার মস্ত বড় ভুল।নদীর পারে বসে কিছু সময় কাটানোর পরে আমি বাজারের দিকে যেতে থাকি।দোকান পার্ট সবই বন্ধ রয়েছে একদম কি অবস্থা।

1000039267.jpg

1000039268.jpg


এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু আমার বাজার শেষ হয়নি।এদিকে ছাতাও নেই।ভিজতে ভিজতে বাজার সারলাম এরপরে কোনো মতে মাথা টাকে বৃষ্টির পানি থেকে রক্ষা করার জন্য একটা পলিথিন নিয়ে মাথায় দিলাম।এরপরে বাজার শেষ করে আমি বারির দিকে এগোতে থাকলাম।বৃষ্টির কারনে ভ্যানে উঠার কোনো পরিস্থিতি নেই কারণ সব ভেজা ওভাবেই হাটতে হাটতেই চলে এলাম বাড়িতে।


কেউ ছাতা ছাড়া বের হয়েন না।সবাইকে অনেক ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে।



আমার পরিচয়

1000011935.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আমাদের গ্ৰাম্য ভাষায় এই ধরনের বৃষ্টি গুলো কে শিয়ালের বিয়ের সাথে তুলনা করে থাকে। কেননা, গ্ৰামের মানুষেরা মনে করে থাকেন, ঝুম ঝুম বৃষ্টির মধ্যে শেয়ালের বিয়ে হয়। বেশ দুই দিন ধরে আমাদের এলাকার মধ্যে ও এমন ঝুম ঝুম করে বৃষ্টি পড়ছে।আর এমন বৃষ্টির দিনে আমার কাছে সারাদিন শুয়ে শুয়ে সময় পার করতে বেশ ভালোই লাগে।

 last month 

অসহ্য লাগছে ভাই সারাদিন বাসায় থাকতে।

 last month 

কলকাতাতেও খুব বৃষ্টি চলছে৷ আজও পুরো রেইনি ডে। সকালেই এক প্রস্থ ভিজলাম বাইকে৷ কালও ভিজে গেছি৷ যদিও এই ভেজা বিপদজনক, তবু কিন্তু বেশ অন্যরকম একটা ভালো লাগা আছে। বিশাল গরমের পরে এমন বৃষ্টি যেন এক সুন্দর পরিবেশ নিয়ে আসে৷ কিন্তু রাস্তায় বেরোলে তা খুব অস্বস্তিজনক হয়৷ ছবিগুলিও খুব ভালো লাগলো৷ তবে বেশি ভেজা থেকে বিরত থাকুন। নাহলে শরীর নিতে পারবে না।

 last month 

জী দাদা আসলে সেইফ থাকতে চাইলেও সেইফ থাকা সম্ভব হয়ে ওঠে না।প্রয়োজনে বের হতেই হবে।ধন্যবাদ আপনাকে।

 last month 

বর্ষাকালে ছাতা ও রেইন কোট একমাত্র সঙ্গি ভাইয়া।আপনি বাজার করতে গিয়ে নদীর পাড়ে আড্ডা দিতে গিয়ে বাজার বন্ধ হয়ে গেছে ও বৃষ্টি চলে এসেছে আর সেজন্য এমন কাক ভেজা হয়ে গেছিলেন।মাথায় পলিথিন বেঁধে বাড়ির উদেশ্যে রওনা হয়েছে এটা বেশ মজার ছিলো। ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

 last month 

ধন্যবাদ আপনাকেউ সুন্দর মত দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57912.63
ETH 2348.79
USDT 1.00
SBD 2.37