সেলুন বিরম্বনা (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য) 🐒🐒

in আমার বাংলা ব্লগ2 months ago

হেলো বন্ধুরা

barbershop-1612726_1280.jpg

এখান থেকে


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে একটি জেনারেল রাইটিং পোস্ট আশা করি আপনাদের ভাল লাগবে তাহলে চলুন শুরু করি আমার আজকের ব্লগ।


ইদের আগে যে জিনিসটা নিয়ে আমরা বেশি তারাহুরা করি সেটা হলো সেলুনে যাওয়া বা চুল কাটা।এই সেলুনে যাওয়া ইদের দুই একদিন আগে যেনো তারাহুরোর সিরিয়াল বেধে যায়।অথচ দিন ফাকা থাকতেও আমরা খেয়াল করি না যে আমাদের সেলুনে যাওয়া লাগবে।আমরা বেশির ভাগ মানুষ চাঁদ রাতেই সেলুনে বেশি যায়।সেখানে গিয়েও যে দ্রুত কাজ হবে তার কোনো হদিস নেই কারন লম্বা সিরিয়াল এর শেষ নেই।আর সিরিয়াল হবেই না কেনো সবাই যে একসাথেই পাল্লা দিয়ে সেখানে যায়।


গত ইদের একটা গল্প শেয়ার করি।আমরা কয়েকজন বন্ধু মিলে সেলুনে গিয়েছিলাম একদম চাঁদ রাতে। আসলে আলসেমি করে সবাই একসাথে যাওয়ার জন্যই শেষ রাতে গিয়েছিলাম।গিয়ে দেখি ইয়া বড় লম্বা লাইন। আমরাও সিরিয়াল দিলাম একে একে কাটতে কাটতে এদিকে রাত ৪ টা বেজে যায়।তবুও আমাদের সিরিয়াল আসে না মানে ক্ষোভে দুঃখে সেই ইদে চুল ই কেটেছিলাম না।সেখানে আরেকটা বড় সমস্যা হয়ে দারায় যারা চুল কাটার কাজ করে তাদের মনে হয় সেই রাতে মুখে গল্প জমা হয়ে থাকে অল্প একটু কাজ করে আর বেশি সময় গল্প করে(গ্রামের সেলুনে)।


এবার আর ভুল করি নাই এবার কয়েকদিন আগেই কেটে বসে আছি।হাহাহা চুল কাটার বিরম্বনা ছিল আছে থাকবে এবং এভাবেই আমাদের দিন পার করতে হবে।এই সেলুন বিরম্বনায় না পরতে চাইলে আগে ভাগেই চুল দারি কেটে ফেলুন বিরম্বনা মুক্ত ইদ পালন করুন সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন অগ্রিম ইদ মোবারক। সবার জন্য শুভ কামনা রইলো।


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

ঈদের আগে আপনার মত অনেকে আলসেমি করে চুল ছাটাতে বিলম্ব করে। শেষ পর্যন্ত অনেকেই চুল না ছেটেই ঈদ উদযাপন করতে শুরু করে। যাহোক আমাদের সকলের উচিত যে কোন কাজ আলসেমি না করে সময় মতো সম্পন্ন করায় বুদ্ধিমানের পরিচয় দেওয়া হবে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 67118.32
ETH 3521.09
USDT 1.00
SBD 3.20