একদিন ঘুরাঘুরি (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য) 🦊🦊

in আমার বাংলা ব্লগ5 months ago

হেলো বন্ধুরা

IMG_20240305_015542.jpg


সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আআলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে একটি ঘুরাঘুরি পোস্ট আশা করি আপনাদের ভালো লাগবে।তাহলে চলুন শুরু করি আজকের ব্লগ।


IMG_20240305_015514.jpg

ঘুরাঘুরি আমরা কমবেশি সবাই পছন্দ করি।কারণ ঘুরাঘুরি মন সতেজ হয় আত্ববিশ্বাস বৃদ্ধিপায় এবং হীনমন্যতা দূর হয়।নতুন নতুব জায়গায় ঘুরলে নিজের মেধা বিকাশ ও হয়ে যায়।এইতো কিছুদিন আগে আমি আমার ফুফাতো ভাই তার বন্ধু এবং আমার এক ভাগ্নে ৪ জন মিলে গিয়েছিলাম একটা জায়গায় ঘুরতে। হঠাৎ করেই ঘুরার প্লান করে ফেলা এবং ঘুরতে যাওয়া।প্রথমে আমরা গিয়েছিলাম আমাদের কলেজ এর ফিল্ডে সেখানে সেদিন একটা মেলার আয়োজন করা হয়েছিলো।

IMG_20240305_014749.jpg

IMG_20240305_014725.jpg


আমরা মেলা থেকে দূরে একটি পুকুর পারে গিয়ে বসে রইলাম কারণ আমার ভাই ভিরের মধ্যে যেতে চায় না।কি আর করার অনেক দিন পরে কলেজ ক্যাম্পাস টা দেখলাম আর সুন্দর সময় কাটাচ্ছিলাম।সেই ২০২০ সালে কলেজ থেকে বের হয়েছি এতোদিন আর হয়েছে কখুনো এভাবে যাওয়া হয়নি।তো আমাদের কলেজের প্রতিষ্ঠাতা জনাব ড.আলাউদ্দিন আহমেদ তিনি এই মেলার আয়োজন করেন এখানে পিঠা এবং বৃক্ষ নিয়ে মেলা হয়।আ।আদের স্যার রা ম্যামরা পিঠার দোকান দিয়েছেন সব কিছু দেখা শেষে আমরা আমাদের জায়গা পরিবর্তন করে অন্য জায়গা চলে গেলাম।

IMG20240303125308.jpg


একটা ভাসমান পার্কে ঘুরতে গেলাম পার্ক টা একদম রেইল লাইন এর পাশে পুকুরের উপরে করা।আমরা রেল লাইনে উঠে পিক তুললাম আর পরে পুকুর পারে আসলাম এবং সবাই মিলে চিকেন নুডুলস খাবার জন্য অর্ডার করলাম।এরপরে গল্পে গল্পে খাবার চলে আসলো খেয়ে যেটা বুঝলাম নিজের হাতের রান্নার মতো হয়নি।খাওয়া দাওয়া শেষ করে আমরা সেখান থেকে বের হলাম মোটামুটি ভালোই ছিল দিনটা তবে আমার বিকেলে ফোন কল আসে একটা সংবাদ নিয়ে সেটা নিয়ে পরে আলোচনা করবো সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।ধন্যবাদ সবাইকে।



পোস্টের বিবরণ

শিরোনামঘুরাঘুরি
ক্যামেরাঅপু
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

আসলেই ঘোরাঘুরি আমাদের অনেক দরকার কারণ ঘোরাঘুরি করলে মন সতেজ থাকে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 5 months ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মতামত দিয়েছেন।

Posted using SteemPro Mobile

 5 months ago 

রেল লাইনের পাশে পুকুরের উপরে রেস্টুরেন্ট এমন জায়গার সৌন্দর্য কিন্তু সবার কাছেই ভালো লাগার কথা। তবে একটা প্রশ্ন আছে, শুধু কি ফুফাতো ভাই বন্ধু আর ভাগ্নের সাথে যাওয়া হয় নাকি কোন সুন্দরী রমণীর সাথেও মাঝে মাঝে যাওয়া হয়?? হা হা হা 😆

Posted using SteemPro Mobile

 5 months ago 

আস্তাক ফিরুল্লাহ সুন্দরী রমনি নিয়ে এখনো যায়নি সেখানে। আপনাকে এর আগে ওখানে দেখেছিলাম🙆‍♂️

Posted using SteemPro Mobile

 5 months ago 

ঘুরাঘুরি করতে আমরা সকলেই অনেক বেশি ভালোবাসি আর ঘুরাঘুরির মুহূর্তে যদি আশেপাশে ভাই ব্রাদার বন্ধ থাকে তাহলে তো আর কোন কথাই নেই। আপনি তো দেখছি ভাই বন্ধু এবং ভাগ্নে সহ ঘুরতে গিয়েছিলেন আপনাদের কলেজে। কলেজ লাইফটা আসলেই অনেক সুন্দর যখন কলেজ লাইফ শেষ হয়ে যায় তখন মনে হয় এর থেকে সুন্দর মুহূর্ত হয়তোবা আর কিছুই ছিল না। যাইহোক সেখানে গিয়ে দারুন একটা মুহূর্ত অতিবাহিত করার পাশাপাশি আমাদের মাঝে সুন্দর মুহূর্তটা তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি মতামত দিয়েছেন আপনি।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ঘোরাঘুরি করতে ভীষণ ভালো লাগে। তবে অনেক লোকজন থাকলে ভালো হয়। স্যার এবং ম্যাম দের কে নিয়ে আপনারা সবাই অনেক সুন্দর মহূর্ত উপভোগ করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি মতামত দিয়ে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনি ঠিক কথা বলেছেন, ঘোরাঘুরি করলে মন সতেজ থাকে। আমিও যখন সুযোগ পায় মাঝে মাঝে ঘোরাঘুরি করি এবং আপনাকে অনেকদিন পর দেখে ভীষণ ভালো লাগতেছে এবং বিভিন্ন জায়গায় ঘুরলে নতুন কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় ও নিজের মেধা বিকাশ লাভ করে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনার ঘুরাঘুরি আমি দেখেছি।তবে ভাই আপনি বেস্ট একতা মোমেন্ট ক্রিয়েট করেন অবশ্য কারন ভাবি❤️টেক লাভ ভাই শুভ কামনা।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ঘোরাঘুরি কার না পছন্দ। আমরা সকলে ঘোরাঘুরি করতে অনেক বেশি পরিমাণে পছন্দ করি। আর এই ঘোরাঘুরির মাধ্যমে একটি জায়গার প্রতি আলাদা ভালোবাসা কাজ করতে থাকে৷ আপনি আপনার ভাই, বন্ধু এবং ভাগ্নেকে নিয়ে ঘুরাঘুরি করার জন্য গিয়েছেন দেখে খুব ভালো লাগলো৷ আসলে আত্মীয়-স্বজনদেরকে সাথে নিয়ে গেলে একটা আলাদা ভালোলাগা কাজ করতে থাকে৷ অসংখ্য ধন্যবাদ এরকম একটি পোস্ট শেয়ার করার জন্য৷

 5 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি মতামত দিয়েছেন।

Posted using SteemPro Mobile

 5 months ago 

এভাবে কিন্তু অজানা একটি স্থান সম্পর্কে ধারণা লাভ করতে পারি আমরা। যেখানে আপনি আজকে ২০২০ সালে কলেজে প্রবেশ করেছেন এরপর প্রবেশ করেন নাই সে কথা তুলে ধরেছেন। আর পুকুরের ঝুলন্ত এই ছোট ছোট রিসোর্ট বা ঘর গুলোও কিন্তু ভালো লাগে। আর ঘুরাঘুরি তো সবারই পছন্দ ভাই আর পাশাপাশি বন্ধুরা থাকলে বেশি আনন্দ হয়।

 5 months ago 

জী ভাই অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যর জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60950.68
ETH 2607.83
USDT 1.00
SBD 2.65