নাটক রিভিউ (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগlast year

হেলো বন্ধুরা


সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে একটি নাটক রিভিউ।বন্ধুরা আশা করছি নাটক টা আপনাদের ভাল লাগবে তাহলে চলুনে শুরু করা যাক।


গুরুত্বপূর্ণ তথ্য

নাটকেরতথ্য
নামকিডনি
পরিচালককাজল আরেফিন অমি
অভিনয়েপলাশ,ইভানা,চাষি আলম,শরাফ আহমেদ জীবন, প্যাভেল,সুমন পাটয়ারি,আরো অনেকে
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
সময়৫৪মিনিট ৫০ সেকেন্ড
রিলিজজুলাই ২০২৩

নাটক লিংক


কাহিনী সংক্ষেপ:

কিডনি নাটক টা অনেক টা হাসির একটা নাটক তবে সমসাময়িক ভাবে আবার একটু শিক্ষনীয় বটে।কাহিনীতে চলে যায়।নাটকে একটি গ্রামে নতুন একটি ঘর দেখে গ্রাম বাসি সবাই ভীর করে এবং জিজ্ঞাসা করে এটা কিসের ঘর ভেতরে থাকা কয়েকজন বাইরে এসে বলে এটা একটা সাস্থ সেবা প্রকল্প বেসরকারি ভাবে স্থাপিত হয়েছে এবং একজন ডাক্তার দেওয়ান অন্যজম নাজমা সাথে আরেকজন ইন্ডিয়া থেকে এসেছে।

Screenshot_20230731-230015.png

Screenshot_20230731-230000.png

এই গ্রামের মানুষ খুব বোকা টাইপের গ্রামে একজন মাত্র শিক্ষিত তাও তিনি মাত্র ৮ ক্লাস পরেছে এ নিয়ে তার খুব ভাব কথায় কথায় শুধু বলে আমি ১৯৯৮ সালে এইট পাশ করছি যা এ যুগে এম এ পাশের সমান অথচ তিনি সব থেকে বেশি বোকা ডাক্তার দুজন গ্রামের সবার কাছে যায় এবং বিভিন্ন লোভ দেখিয়ে কিডনি বিক্রি করতে বলে অনেকেই প্রথমে রাজি হয়না।

Screenshot_20230731-230147.png

Screenshot_20230731-230106.png

Screenshot_20230731-230039.png

এরপরে একে একে সবাই বিক্রি করে প্রথমে যে কয়জন বিক্রি করেছিল তারা সবাই টাকা পেয়েছিল এ জন্য বাকিরা বিক্রি করে।এভাবে সবাই কিডনি বিক্রি করে একদিন সবাই সকালে ঘরের সামনে এসে দেখে ঘরে তালা মারা কেউ নাই কিডনি নিয়ে তারা চলে গিয়েছে টাকা না দিয়ে।সবাই হতাশায় পরে যায়্যে শিক্ষিত ছিল সে ১০ লক্ষ টাকা কিডনি বিক্রি করে কিতু তাকে শুধু একটি চেক দেয় সোনার ব্যাংক নামক জায়গার আসলে ব্যাংকটা কোথায় কেউ জানেনা।এরপরে সবাই হতাশা নিয়ে ফিরে যায়।


নিজের মতামত

বন্ধুরা নাটক টা খুবই হাসির একটা নাটক তবে এখানে একটা টুইস্ট রয়েছে সেটা হলো না জেনে শুনে কোনো কাজে না যাওয়াউ উচিত আর কিডনি এটা তো বিক্রি অপরাধ। চিকিৎসা কিংবা কোনো সেবার ক্ষেত্রে অবশ্যই আমাদের পুরোপুরি জেনে শুনে এগোতে হবে নাটক টা আপনারা দেখেন আশা করি ভাল লাগবে।

Sort:  
 last year 

এটা কিন্তু চমৎকার একটা নাটক যেমন গল্প তেমন অভিনয়, রিয়েলিটি ছিল ড্রামা ছিল ফানি ছিল টোটাল একটা কম্বো। আমি খুবই ইনজয় করেছিলাম নাটকটি আপনিও খুব চমৎকার ভাবে রিভিউ করেছেন।

 last year 

আপনি খুব সুন্দর নাটক রিভিউ দিয়েছেন। আপনার নাটক রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। এখন আর সময় হয়না বলে নাটক দেখা হয়না। আপনার রিভিউ পড়ে বুঝতে পারছি এর কাহিনী খুব সুন্দর। সময় পেলে অবশ্যই দেখবো। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

এই নাটকটির রিভিউ বেশ কয়েকবার দেখেছিলাম। যার কারনে এই নাটকটা আমার দেখা হয়েছিল। আসলে এরকম নাটকগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আসলে কোন কিছু না জেনে সেই কাজটা করে ফেলা একেবারেই উচিত না আমাদের কারো জন্য। যেমন গ্রামের এই সহজ সরল লোকগুলোকে ঠকিয়ে তাদের কাছ থেকে কিডনি নেওয়া হয়েছে। আপনি নাটকটার রিভিউ এত সুন্দর করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

 last year 

এই নাটকটি আমি কিছুদিন আগে দেখেছিলাম। গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে, তাদের কিডনি নিয়ে নিয়েছিল। কিডনি দেওয়ার বিনিময়ে অনেকে বেশ ভালো এমাউন্ট এর টাকা পেয়েছিল এবং অনেকে কোনো টাকা পায়নি। সবচেয়ে বেশি ভালো লেগেছে ৮ পাশ করা লোকের কিডনি নিয়ে, ব্যাংক চেক এর পরিবর্তে একটি কাগজ ধরিয়ে দিয়েছিল 🤣🤣। যাইহোক নাটকের রিভিউ শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

যদিও কিডনি নাটকটা আমার এমনিতে দেখা হয়েছে, তবে ফেসবুকের মধ্যেও নাটকটার শর্ট ভিডিও বেশিরভাগ সময় দেখে থাকি। আসলে গ্রামের সহজ সরল মানুষগুলো তো এরকম কিছুই বোঝে না। তাইতো তারা ডাক্তারদের সাথে একমত হয়ে তাদের কিডনি বিক্রি করেছে। গ্রামের মানুষদেরকে ঠকিয়ে অথবা অন্য যেকোন মানুষকে ঠকিয়ে এরকম কাজ করা একেবারে অন্যায়। বাস্তবতাকে তুলে ধরা হয়েছে আমি মনে করি এই নাটকটিতে। কারণ বাস্তবেও দেখা যায় ডাক্তাররা মানুষের শরীর থেকে বিভিন্ন অঙ্গ নিয়ে বিক্রি করে ফেলে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 57971.70
ETH 2448.51
USDT 1.00
SBD 2.34