রাগ(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য) 🦊🦊🦊

in আমার বাংলা ব্লগ8 months ago

হেলো বন্ধুরা

face-4402583_1280.jpg

এখান থেকে


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে একটি জেনারেল রাইটিং পোস্ট । আশা করি আপনাদের ভাল লাগবে। তাহলে চলুন শুরু করি আমার আজকের ব্লগ।


বন্ধুরা রাগ সম্পর্কে আপনাদের সবারই ধারনা আছে অবশ্যই। রাগ মানুষের সব থেকে বড় শত্রু রাগ মানুষকে নষ্ট করে ফেলে শেষ করে ফেলে।রাগের মাথায় মানুষ যেকোনো সিদ্ধান্ত নিতে পারে তবে সেগুলোর ৯৯% ই প্রায় ভূল সিদ্ধান্ত হয়ে থাকে যেগুলো তারা রাগ বা ক্রোধ কমে গেলে বুঝতে পারে।তার আগে তারা বুঝতে পারে না।এবং যখন বুঝতে পারে তখন হারানো জিনিসের প্রতি তাদের আফসোস এর মাত্রা দেখলে নিজেদেরই কষ্ট লাগে যেনো গলা কাটা মুরগির মতো কষ্ট অনুভব করে তারা।


কিন্তু কখুনো হারানো জিনিস পাওয়া যায় না।একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করি।কিছুদিন আগে বাড়ির পাশের ঘটনা সামি স্ত্রি দুজনে দুজনের রাগ কে নিয়ন্ত্রণ করতে পারে না তো একদিন সাংসরিক কাজ নিয়ে দুজনের মধ্যে তুমুল আকার ধারন করে এক সময় গায়ে হাত তোলাও বাধ রাখে নাই এবং একজন তো রাগের মাথাই বলেই দিলো ডিভোর্স দিয়ে দিবে।এইযে রাগ এই রাগ হলো শয়তানের পক্ষ থেকে আশা এক আগুনের ফুলকি যা মানুষের সুন্দর জীবন কে নষ্ট করে দেয়।


রাগ কিভাবে নিয়ন্ত্রণ করা যায় আসলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই শুধু চেষ্টা থাকতে হবে। যখন আপনার রাগ ভাব আসবে অবশ্যই তখন চুপচাপ থাকার চেষ্টা করতে হবে কারন চুপ থাকলে সেই রাগ আর আগাতে পারে না।সেখানেই সীমাবদ্ধ থেকে যায়।আর যখন আপনি নিজের মধ্যে নিজের রাগ কে জাগ্রত করবেন।তখনি তা খারাপ রুপ ধারন করবে তাই এই রাগ নিয়ন্ত্রণ আমাদেরকেই করতে হবে সবাই ভাল থাকবেন আবারো দেখা হবে নতুন কোনো ব্লগে বন্ধুরা।ধন্যবাদ সবাইকে।।



পোস্টের বিবরণ

শিরোনামজেনারেল পোস্ট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
Sort:  
 8 months ago 

প্রতিটা মানুষের ক্ষেত্রে একই রকম রেগে গেলে ব্যালেন্স হারা হয়ে যায়। যেটা সেই অবস্থায় বুঝতে পারা যায় না । তখন রাগের পরিস্থিতিতে অনেক কিছু ঘটে যায় । সেজন্য নিজেদেরকে সবসময় চেষ্টা করতে হবে রাগকে নিয়ন্ত্রণ করা ধৈর্যশীল হওয়া। নিজে যে ঘটনাটি দেখেছেন সত্যি এটা দুঃখজনক এরকম পরিস্থিতিতে খারাপ দিন ডেকে আনে। যেটা জীবনের জন্য খারাপ মুহূর্ত।

Posted using SteemPro Mobile

 8 months ago 

বাংলায় একটা কথা আছে রেগে গেলেন তো হেরে গেলেন।
আসলে ঠিক তাই রাগ মানুষকে নিম্নগামী করে দেয়।
সব সময় রাগের মুহূর্তে ধৈর্য ধারণ করাই প্রকৃত জ্ঞানী ব্যক্তির কাজ।
আসলে আপনি ঠিকই বলেছেন মানুষ পারেনা এমন কোন কাজ নাই ইচ্ছা করলেই নিজের রাগকে দমিয়ে রাখা সম্ভব।
অনেক সুন্দর আলোচনা করেছেন আপনি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 months ago 

আসলে রাগের সময় নিজেদেরকে কন্ট্রোল করতে হবে এটা শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে নয় যে কোন ক্ষেত্রেই বড় ধরনের সমস্যা ক্রিয়েট করতে পারে। যাইহোক সুন্দর টপিকটা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 8 months ago 

রাগ হলো শয়তানের পক্ষ থেকে আশা এক আগুনের ফুলকি যা মানুষের সুন্দর জীবন কে নষ্ট করে দেয় এটা খুব ভালো বলেছেন। আসলে রাগকে নিয়ন্ত্রণ করতে না পারলে জিবন তছনছ হতে সময় লাগে না।যেমন উদাহরন দিয়েছেন স্বামী, স্ত্রীর রাগের মাথায় ডিভোর্স দেবে বলেছে।এভাবে রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে বড়ো ধরনের ক্ষতি হয়ে যায়।ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.027
BTC 61119.19
ETH 2615.15
USDT 1.00
SBD 2.65