নাটক রিভিউ (পথে হলো দেখা)১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)) 🦊🦊

in আমার বাংলা ব্লগ4 months ago

হেলো বন্ধুরা


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে একটি নাটক রিভিউ। আশা করছি আপনাদের ভাল লাগবে তাহলে চলুন শুরু করি আমার আজকের ব্লগ।



গুরুত্বপূর্ণ তথ্য:

নাটকরিভিউ
নামপথে হলো দেখা
পরিচালকফজলুল হক
অভিনয়েফারহান আহমেদ জোভান,কেয়া পায়েল,দিকন নুর,প্রিতি আলভি
রিলিজড২১ মার্চ ২০২৪
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
ডুরেশন৩৮ মিনিট

নাটক লিংক


কাহিনী সংক্ষেপ

Screenshot_2024-03-21-22-53-25-62.jpg

Screenshot_2024-03-21-22-53-21-40.jpg

Screenshot_2024-03-21-22-53-06-70.jpg

বন্ধুরা নাটকের শুরুতে দেখা যাবে ইশরাক নামের একটি ছেলে বাসে উঠে বাসায় যাবার জন্য আর বাসের মধ্যে তার প্রাক্তন এর সাথে দেখা হয়ে যায়।তখন সে তার অতিতে চলে যায়।প্রাক্তন সামিয়া প্রথম যেদিন ভারসিটিতে পা দিয়েছিল সেদিন ইসরাকের সাথে ধাক্কা খেয়েছিল আর ইসরাক সেদিনি তার প্রেমে পরে যায়।ইসরাক সিনিয়র আর সামিয়া নতুন ভর্তি হয়েছিল।


ইসরাক সামিয়ার নাম জানতো না বিভিন্ন ভাবে সামিয়ার সাথে কথা বলার জন্য চেষ্টা করতো।একদিন সামিয়ার বাবার সাথে দেখা হয় সামিয়া তাদের পরিচয় করিয়ে দেন।কথায় কথায় সামিয়ার বাবা বলে উঠে বিসিএস এর জন্য চেস্টা করো।ইসরাক ভাবে বিসএস হলে হয়তো সামিয়াকে বলা যাবে ভালবাসার কথা তাই সে সব কিছু ছেড়ে পরা শুরু করে।

Screenshot_2024-03-21-22-54-09-79.jpg

Screenshot_2024-03-21-22-53-55-90.jpg

Screenshot_2024-03-21-22-53-46-92.jpg


একদিন সামিয়াকে বলে দেয় সেয় এভাবে কিছুদিন রিলেশন চলে ইসরাকের পরিক্ষা হয় ইসরাক সেবার চান্স পাইনা। তাই সামিয়াকে আর কিছু বলে না এভাবে বহুদিন কেটে যায়।পরে একদিন সামিয়ার বন্ধুর থেকে শুনতে পায় সামিয়ার বিয়ে হয়ে গিয়েছে।ইসরাক খুবই কষ্ট পাই।শেষ মেস ইসরাক সরকারি চাকুরি পায়।এবং সেই গাড়িতেই বারিতে যাবে। ইসরাকের আফসোস থেকেই যায়।চাকুরিটা ঠিকি পেল কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল।

Screenshot_2024-03-21-22-54-32-86.jpg


আসলে আমাদের জীবন হয়তো এমনি সঠিক সময়ে সঠিক জিনিস কে আমরা হারয়ে ফেলি।হয়তো ভাল কিছুর জন্য হারিয়ে ফেলি।


নিজের মতামত

খুবই সুন্দর একটা নাটক আজকে সন্ধ্যায় ই রিলিজ হয়েছে।দেখে বেশ ভাল লাগলো আমার ব্যার্থ প্রেমের গল্প দিয়ে সাজানো নাটকটা সব কিছু ভাল লেগেছে আমার কাছে।আশা করি আপনারাও পছন্দ করবেন।আর দেখবেন।সবাই ভাল থাকবেন।সুস্থ থাকবেন।আবারো দেখা হবে নতুন কোনো ব্লগে।


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

এই নাটকটি আজকের রিলিজ হয়েছে আর আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে। নাটকের শুরুতে বাসে উঠার সময় নায়িকার সাথে ধাক্কা,আর এখান থেকে প্রেমের শুরু। এগুলো যেন একটা কমন ব্যাপার। যদিও নাটকটি ব্যর্থ প্রেমের গল্প দিয়ে সাজানো হয়েছে। তবে নাটকটি রিভে পড়ে মোটামুটি বুঝতে পারলাম ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ঠিকি বলেছেন ব্যাতিক্রম কোনো গল্প নেই কি আর করার।

 4 months ago 

ফারহানের নাটক আমার কাছে অনেক ভালো লাগে। তার নাটক প্রায় প্রায় আমার দেখা হয়। আপনি অনেক সুন্দর নাটক আমাদের মাঝে রিভিউ করেছেন। আপনার রিভিটি পড়ে আমি নাটকের মূল বিষয়টি বুঝতে পেরেছি। নাটকের রিভিউ পড়ার পর নাটকটি দেখার প্রতি আগ্রহ অনেকটা বেড়ে গেল। সময় করে একদিন নাটকটি অবশ্যই দেখবো। ধন্যবাদ ভাই অনেক সুন্দর নাটক আমাদের শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনাকেউ অনেক ধন্যবাদ ভাই।

 4 months ago 

সু স্বাগতম ভাই।

 4 months ago 

এরকম ব্যর্থ প্রেমের গল্পগুলো দেখলে মনে অনেক কষ্ট হয়। আর অধিকাংশ প্রেমিক-প্রেমিকাদের মধ্যে এমনটাই হয়। তারা তাদের মনে প্রেমের জোয়ার থেকে বইয়ে দেয় কিন্তু মুখে প্রকাশ করে না যার ধরণ একটা সময় তাদের জীবনে কষ্ট ছাড়া আর কিছুই থাকে না। যেমনটা হয়েছে নাটকের নায়ক ইসরাকের মধ্যে। চাকরি পেল ঠিকই কিন্তু প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলবো। তার সাথে বাসের মধ্যেই দেখা হয়ে গেল। যাই হোক নাটকটি সময় করে আমিও একবার দেখে নেব।

 4 months ago 

জী ভাই দেখিয়েন ভাল লাগবে ধন্যবাদ

 4 months ago 

প্রতি হলো দেখা নাটকটি খুবই রোমান্টিক আর ভালোবাসার এই নাটকটি আমি দেখেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে রিভিউ করেছেন। আপনার রিভিউ পড়ে আরো ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 4 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর মতামত দিয়েছেন।

 4 months ago 

পথে হল দেরি নামের একটি নাটক ছিল যা আমি দেখেছি এবং সেটি খুব সুন্দর একটি নাটক ছিল৷ তবে আজকে যেভাবে আপনি এই নাটক এর রিভিউ শেয়ার করছেন তা আমি কখনো দেখিনি৷ তবে যেভাবে আপনার এই নাটকের রিভিউ দেখলাম অবশ্যই চেষ্টা করব এই নাটক দেখে নেওয়ার৷

 4 months ago 

আজকেই রিলিজ হয়েছে ইউটিউব থেকে দেখতে পারেন ধন্যবাদ।

 4 months ago 

আপনি অনেক সুন্দর করে পথে হলো দেখা নাটকটার রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। ব্যর্থ প্রেমের বিষয়টা এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখছি। নায়ক কিন্তু ঠিকই তার সরকারি চাকরিটা পেয়েছিল। কিন্তু নিজের ভালোবাসার মানুষটাকে হারিয়েছে। অনেক দেরি হয়ে গিয়েছিল চাকরিটা পেতে। আসলে এরকম বাস্তবিক ভাবেও হয়ে থাকে। চাকরির জন্য ভালোবাসার মানুষটাকে হারাতে হয়। ভালোবাসার মানুষটার অন্য কারো সাথে বিয়ে হয়ে গেলে তা সত্যি অনেক কষ্টকর হয়ে থাকে।

 4 months ago 

একদম আপু।প্রিয় কোনো জিনিস হারানোর পরেই আমরা সফল হয় হয়তো।

 4 months ago 

কয়েকদিন আগে একটা নাটক দেখেছিলাম পথে হল দেরি। আর আজকে আপনি দেখছি পথে হল দেখা নাটকের রিভিউ শেয়ার করেছেন। প্রথমে নামটা একটু গুলিয়ে ফেলেছিলাম। পরে দেখি এটা আরেকটা নাটক। তবে যাই হোক এই নাটকটার কাহিনী কিন্তু ভালো লেগেছে। তবে অসম্পূর্ণ ভালোবাসা দেখে অনেক খারাপ লাগলো। এরকম অনেক ছেলে রয়েছে যারা শুধুমাত্র একটা চাকরির জন্য ভালোবাসার মানুষ কে হারিয়ে ফেলতেছে, এমনকি হারিয়ে ফেলেছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় ভালোবাসার মানুষটাকে হারানোর পরেই, সেই মানুষটা বড় একটা চাকরি পায়। এই নাটকটা সময় পেলে দেখব আমি।

 4 months ago 

ঠিক বলেছেন ভাই অসম্পূর্ণ ভালবাসার গল্প গুলো খুব বেথা দেয়।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57810.45
ETH 3116.57
USDT 1.00
SBD 2.43