শীতকালিন অবকাশ শেষ পর্ব(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য) 🦊🦊🦊

in আমার বাংলা ব্লগ10 months ago (edited)

*হেলো বন্ধুরা


1699611507387.jpg

সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @ashik333 বাংলাদেশ থেকে আসছি।চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবারিতে ঘুরাঘুরি করার শেষ পর্ব আশা করি আপনাদের ভাল লাগবে চলুন শুরু করি আজকের ব্লগ।


বন্ধুরা আমরা বাড়িটার পেছনের দিকে ঘুরাঘুরি শেষ করে এবার চলে গেলাম বাড়িটার মধ্যে একানে ঢুকতে আপনাকে টিকেট দেখানো লাগে তাই ভুল করেও কখুন টিকেট ফেলে দিবেন না।তো আমরা ভেতরে প্রবেশ করলাম এরপরে ভীর এর কারনে আমরা সোজা চলে গেলাম দো তলায় সেখানের ভিউ টা অনেক বেশি সুন্দর কারণ এখান থেকে সব দিকের দৃশ্য সুন্দর ভাবে দেখা যায় যা মন ভরে যায়।


1699611507695.jpg

1699611507714.jpg

1699611507073.jpg

সামনের দিকের দৃশ্যটা বেশি সুন্দর লাগে দেখুন আমার সামনে পূর্ব দিকের পুরো ভিউওটা আপনারা পেয়ে যাবেন।পর্যটক রা এখানে আসলে দোতলায় বেশি ওঠে এবং এই দৃশ্য গুলো ক্যামেরা বন্দি করে।তো এখানে কিছু সময় ঘুরাঘুরি করে আমি চলে গেলাম সোজ উত্তরের একদম শেষ মাথায় সেখানে একটা পুকুর আছে যেটা এখানে ২য়। পুকুরের একদম মাথায় গিয়ে আমরা ছবি উঠতে থাকলাম।

1699611506570.jpg

1699611506386.jpg


সেখান থেকে খুবই দারুন দারুন ভিউ পাওয়া যাই যা আর কোথাও নেই।তো সেখানে কিছু সময় কাটিয়ে আমরা এবার চলে যাব বাসায় তাই হাটতে থাকলাম।বন্ধুরা এই ছিল আমার আজকের ব্লগ আশা করি আপনাদের ভাল লাগবে।সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আবারো দেখা হবে।


পোস্টের বিবরণ

শিরোনামশীতকালীন অবকাশ শেষ পর্ব
ক্যামেরারেডমি নোট ১১
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

ধন্যবাদ।

 10 months ago 

এই জায়গাটা আমারও অনেক প্রিয়।
সেই ছোটবেলা থেকে বন্ধুদের সাথে সময় পেলেই ঘুরতে যাই এখানে।
বিশেষ করে শীতকাল এলে চারিদিকে ফুল এবং বিভিন্ন ধরনের পাতাবাহারের গাছে ভরে ওঠে।
যার সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হওয়ার মতো।
আপনি অনেক সুন্দর সময় পার করেছেন ফটোগ্রাফি গুলা দেখে অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 10 months ago 

একদম ঠিক বলেছেন ভাই।

 10 months ago 

আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে ভাইয়া দুই বার গিয়েছিলাম। ভীষণ ভালো লাগছিল জায়গাটি আবারও যাব ইচ্ছা আছে খুব শীঘ্রই। জায়গাটি অসম্ভব সুন্দর ও মনোরম পরিবেশ। আপনি খুব সুন্দর একটি মেসেজ দিয়েছেন যে আমরা যখন টিকিট কাটি টিকিটটি না ফেলতে।কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িততে ঢুকতে আবার টিকিটটি দেখাতে হয় ঠিক।জায়গাটি দেখলে ভাইয়া সত্যিই মন ভরে যায়। ঘরের উপর থেকে যে সুন্দর ভিউ সামনের ওটা দেখে মনটা সত্যিই অনেকটাই ভরে যায়। ঠিক বলেছেন পর্যটকরা আসলে দোতলায় বেশি ওঠে ওখান থেকে সর্ব চারদিকে ভিউটা নিতে পারে তারা। আপনি দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন ও সুন্দর ভিউ আমার ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভেচ্ছা রইল এত সুন্দর একটি মুহূর্ত তুলে ধরার জন্য।

 10 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মতামত দিয়েছেন।

 10 months ago 

ছবিগুলো সবচেয়ে বেশি ভালো লাগতেছে কারণ সামনের চারটা গাছ সবচেয়ে বেশি আকর্ষণীয়ভাবে ফুটে ওঠে‌। এইতো গত সপ্তাহে গিয়েছিলাম সাঁথি আপু আসছিল তার সাথে দেখা করার জন্য। যাইহোক আপনি সুন্দর সময় পার করেছেন সেটা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 10 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

শীতকালীন অবকাশে কুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে গিয়ে দেখছি বেশ ভালোই সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন ভাই। আমিও ঢাকাতে আসার কয়েকদিন আগে রবীন্দ্র কুঠিবাড়িতে বেড়াতে গিয়েছিলাম বেশ ভালই লেগেছিলো। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54787.37
ETH 2302.94
USDT 1.00
SBD 2.35