১০ স্টিম পাওয়ার আপ(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য) 🦊🦊

in আমার বাংলা ব্লগlast month

হেলো বন্ধুরা

1000011051.jpg


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে একটি পাওয়ার আপ পোস্ট আশা করি আপনাদের ভাল লাগবে চলুন তাহলে শুরু করি।


আমরা সবাই অবগত আমাদের পাওয়ার আপ মাস্টার হলেন সুমন ভাই তার উদ্যোগে আমরা সবাই কম বেশি পাওয়ার আপ করে চলেছি।তো পাওয়ার আপ হলো নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে গচ্ছিত রাখা। কারন ভবিষ্যৎ ভালো হতে পারে। সবাই কম বেশি পাওয়ার আপ করছেন।আমি আগে পাওয়ার আপ করতাম মাঝে কিছু সমস্যার কারণে সেটা কন্টিনিউ করতে পারি নাই।


তাই আবারো শুরু করলাম আজ ১০ স্টিম পাওয়ার আপ দিয়ে।তো আমার পাওয়ার আপের পূর্বে এসপি ছিল মাত্র ১৪৬ এরপরে আমি ১০ স্টিম পাওয়ার আপ করি।এরপরে আমার পাওয়ার হয় ১৫৬ এসপি।আমার টার্গেট ৩ হাজার আশা করি এই সিজন ৪ এ সেটা করতে পারবো কারণ আমি খুব দ্রুত পাওয়ার আপ করি।সবাই ভালো থাকবেন।নিচে এগুলোর স্কিনশর্ট দেওয়া হলো।


1000011048.jpg

পাওয়ার আপের আগের এসপি


1000011049.jpg

পাওয়ার আপের সময়।


1000011050.jpg

পাওয়ার আপের পরে মোট এসপি।


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

পাওয়ার বৃদ্ধি মানে নিজের সক্ষমতাকে বৃদ্ধি করা। আপনি আজ আপনার সক্ষমতা বৃদ্ধির লক্ষে ১০ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন। আপনার জন্য শুভকামনা রইল। আর খুব শীঘ্রই এই সেতুর উপর দেখা হচ্ছে ইনশাআল্লাহ

 last month 

ইনশাআল্লাহ ভাই😃

 last month 

কমিউনিটিতে পাওয়ার বৃদ্ধি করা মানে নিজের অবস্থান শক্ত করা আর নিজের অবস্থান শক্ত করার ব্যাপারে এখন সকলেই অনেক বেশি সচেতন। যাই হোক ১০ স্টিম পাওয়ার বৃদ্ধির মাধ্যমে নিজের অবস্থানটা কিছুটা হলেও শক্ত করেছেন। আশা করি এই ধারাবাহিকতা প্রতি সপ্তাহেই অব্যাহত রাখবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 last month 

ধন্যবাদ আপনাকে।

 last month 

পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। নিয়মিত পাওয়ার আপ করার চেষ্টা করছেন জেনে খুশি হলাম। আশাকরি টার্গেট ডিসেম্বর সিজন-৪ লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। শুভ কামনা আপনার জন্য।

 last month 

ইনশাআল্লাহ ভাই।ধন্যবাদ আপনাকে।

 last month 

নিজের একাউন্টের সক্ষমতাকে বৃদ্ধি করার জন্য পাওয়ার আপ গুরুত্বপূর্ণ। আপনি আজকে দশ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে বেশ ভালো লেগেছে। চলমান বছরে আপনি টার্গেট নিয়েছেন তিন হাজার। আশা করি এই ধারাবাহিকতা বজায় রাখলে খুব সহজে পূর্ণ করতে পারবেন।

 last month 

জি ভাই দোয়া করবেন।

 last month 

আমাদের সবার জন্য পাওয়ার আপ খুব গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদি কাজ করতে হলে আমাদের সবার পাওয়ার আপ করা দরকার। তবে আপনার টার্গেট হচ্ছে ৩০০০ এসপি পাওয়ার আপ করা। ধারাবাহিকভাবে যদি পাওয়ার আপ করেন আশা করি কাঙ্খিত লক্ষ্য পূরণ করতে পারবেন। পাওয়ার আপ নিজে করা এবং অন্যকে উৎসাহিত করা।

 last month 

ধন্যবাদ আপনাকে।

 last month 

পাওয়ার আপের গুরুত্ব সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। নিজের সক্ষমতা অর্জন ও দীর্ঘমেয়াদি স্টিমার প্ল্যাটফর্মে কাজ করার জন্য পাওয়ার আপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারে ধারাবাহিকতায় আপনি আপনার একাউন্টে দশ স্টিম পাওয়ার আপ করেছেন। এতে করে আপনি আপনার একাউন্টের সক্ষমতা একটু হলেও বৃদ্ধি করতে পেরেছ।

 last month 

অনেক ধন্যবাদ আপনাকে।

 last month 

সু স্বাগতম ভাই।

 last month 

সু স্বাগতম ভাই।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65128.13
ETH 3549.36
USDT 1.00
SBD 2.48