দূর্নীতির আতর ঘর বাংলাদেশ।🥹

in আমার বাংলা ব্লগ4 months ago

হেলো বন্ধুরা

1000026590.webp

এখান থেকে


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে একটি জেনারেল রাইটিং পোস্ট। আশা করি আপনাদের ভালো লাগবে।চলুন শুরু করি আজকের ব্লগ।


করাপশন বা দূর্নিতির এক চরম শেকরে পোছে গেছে আমাদের এই সোনার বাংলাদেশ।বিশ্বে একমাত্র দেশ বাংলাদেশ যারা ইতিহাসে শুধু ভাষার জন্য যুদ্ধ করেছিলো এবং নিজেদের প্রাপ্য পাবার জন্য যুদ্ধ করেছিলো।তখন আমরা হায়নাদের বিরুদ্ধে ছিলাম আর এখন আমরা দুর্নিতির বিরুদ্ধে থাকতে হচ্ছে।রক্তে রঞ্জিত এই সোনার বাংলায় এখন যেনো করাপশনের কারখানা হয়ে গিয়েছে।


সম্প্রতি কোটা বিরুধি আন্দোলন কে ঘিরে অনেক কথা শোনা যাচ্ছিলো কিন্তু এর মাঝেই উপস্থাপন করা হয় এক চাঞ্চল্যকর তথ্য।আমাদের দেশের সব চেয়ে বড় যে চাকুরি বিসিএস সেই চাকুরির পরিক্ষার প্রশ্ন বিক্রি করেন সয়ং পিএসসি চেয়ারম্যান। মানে দেশটা কোথায় চলে গিয়েছে।দেশে সব কিছুই ফেয়ার হয় শুধু এই চাকুরি টার উপরেই মানুষের আগ্রহ ছিলো কিন্তু এটারো ফেয়ার হয়।


মিঠুন চক্রবতির একটা সিনেমা দেখেছিলাম ছোট বেলায় টিভিতে।প্রতিটি ঘুসখোর দূর্নিতিবাজদের কে গোপনে তাদের গ্যাং দিয়ে ধরে এনে রাত ১২ টার পরে তাদের জন্য আদালত বসানো হতো আর সেখানের রায় মৃত্যু দন্ড যার কোনো মাফ নেয় এমন কি নিজের পরিবারের কেউ হলেও তাকে ছাড় দেওয়া হতো না।

1000026591.webp

এখান থেকে


আমরা যাদের কে ভেবে এগিয়ে যেতে চায় তারাই তাদের আসল রুপ দেখিয়ে দেন।সব শেষ তাদের গোমর ফাস হয়ে যায়।বাংলাদেশ ডেইরি এসোসিয়েশন এর সভাপতি ইমরান তার গমর ও ফাস হলো তিনি গোপনে বিদেশ থেকে নিষিদ্ধ ব্রাহ্মা গরু আমদানি করতো। এমন কতো মানুষ আমাদের সামনে যাদের আমরা আইডল ভামতাম তারাই হয়ে যায় দূর্নিতিবাজ এটাই হয়তো বাংলাদেশ এর নিয়ম।

আমাদের দেশেও মিঠুনের সেই সিনেমার মতো রাত ১২ টার পরে এমন আদালত বসানো দরকার যেখানে দারি নয় কমা নয় ডাইরেক্ট ফুলস্টপ বসানো হয়।



আমার পরিচয়

1000011935.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

পিএসসি চেয়ারম্যানের এই কান্ড দেখে সত্যি হতবাক হয়েছি। আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এরকম দুর্নীতিগ্রস্ত হয় তাহলে দেশের ভবিষ্যৎ কি হবে সেটাই ভাবছি। সত্যি ভাইয়া এই বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি আঘাত করে।

 4 months ago 

ঠিক বলেছেন মানুষ কাকে বিশ্বাস করবে।

 4 months ago 

আসলে আমাদের এই দেশের প্রত্যেকটা জায়গাতেই দুর্নীতি চলে। বিসিএস পরীক্ষার প্রশ্ন যেখানে এভাবে ফাঁস হয় সেখানে আর দুর্নীতির কি বাকি থাকে। বাস্তব কথাগুলো লিখেছেন আজকের পোস্টে।

 4 months ago 

মানুষের একমাত্র ভরসা ছিলো এটা।

 4 months ago (edited)

আপনার পোস্টটির টাইটেল দেখতে পেয়ে পোস্টটি পড়া আসলে ।ভালো লাগলো।সময় উপযোগী একটি পোস্ট আপনি শেয়ার করেছেন।নিউজটি দেখে আমিও হতবাক হয়েছিলাম যেটা একমাত্র ভরসা ছিল সাধারণের সেখানেও দুর্নীতি।আসলেই দুর্নীতির আতর ঘর এখন বাংলাদেশ।শিক্ষা ,চিকিৎসা সবক্ষেত্রেই এই অবস্থা।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনাকেউ অনেক ধন্যবাদ।

 4 months ago 

বাংলাদেশর পিএসসি চেয়ারম্যানের কাজ দেখে আমি রীতিমতো অবাক হয়েছি। আমাদের দেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সব জায়গায় দূর্নীতি চলছে। যেখানে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়, সেখানে লেখা পড়া করে কি হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সময় উপযোগী একটি পোস্ট উপহার দেওয়া জন্য।

 4 months ago 

আপনাকেও ধন্যবাদ।

 4 months ago 

ভাইয়া আপনি এগুলোকে দূর্নীতি বলতেছেন কেন..? এগুলো তো আমাদের দেশের বৈশিষ্ট্য। এগুলো আমাদের দেশের রাজনৈতিক ব্যাক্তি থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারিদের অধিকার। এগুলোকে আপনি দূর্নীতি বলতে পারেন না। মাঝে মাঝে চিন্তা করে দেখি দেশটা এখনো টিকে আছে কিভাবে। এখনো যে দেশ দেউলিয়া হয়নি,শুকরিয়া আদায় করা দরকার। ধন্যবাদ।

 4 months ago 

ভাই গোপনে অলরেডি দেওলিয়া হয়ে গেছে আপনার ঘারে আমার ঘারে সবার ঘারেই ২-৩ হাজার ডলার রিন হয়ে গেছে অলরেডি।

 4 months ago 

আসলেই আমাদের দেশ ই এমন দেশ যারা নিজেদের দাবী, নিজেদের অধিকার আদায়ে বারবার লড়াই করে এসেছে। আগে তো অন্যদের সাথে লড়াই করতে হয়েছে, কিন্তু এখন তো দেশের মানুষেরাই দেশের ক্ষতি করছে নানা ভাবেই!

 4 months ago 

ঠিক বলেছেন দিদি।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 98914.40
ETH 3374.27
USDT 1.00
SBD 3.08