রবীন্দ্রনাথের ১৬৩ তম জন্মজয়ন্তী (শেষ পর্ব)

in আমার বাংলা ব্লগ25 days ago

হেলো বন্ধুরা


1000013767.jpg

সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী নিয়ে শেষ পর্ব। আসলে বাসায় বোন কে নিয়ে ব্যাস্ত থাকায় এটা শেষ করা হয়নি।


1000013820.jpg

1000013721.jpg

1000013722.jpg

1000013658.jpg

বন্ধুরা আগের পোস্ট গুলোতে আমি আপনাদের কে কুঠি বাড়ি সম্পর্কে সকল তথ্য দিয়েছি এবার সেখানে হওয়া মেলা নিয়ে করবো পোস্ট। সেখানে বেশ বড় আয়োজনে মেলা হয়ে থাকে।পুরো পিকনিক স্পট টা কানায় কানায় পূর্ণ থাকে। সেখানে সব কিছুই পাওয়া যায়।আমি মেলার গেট থেকে একে একে সব কিছু দেখতে থাললাম।প্রথকমে একটা ঝিনুকের দোকানে গিয়েছিলাম।


1000013771.jpg

1000013664.jpg

1000013770.jpg

1000013769.jpg

1000013783.jpg

1000013786.jpg

1000013833.jpg

সেখানে প্রচুর ঝিনুক এবং বিভিন্ন রকমের মালা বানিয়ে রেখে দিয়েছে দেখতে এতো সুন্দর লাগছিলো।এরপরে ছোটদের বিভিন্ন ধরনের খেলনা রাখা আছে সেখানে যেগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিলো।আমি খুব সকালে গিয়েছিলাম তাই ক্ষিদে টা বেড়েছে একটা ফুচকার দোকান থেকে এক প্লেট ফুচকা খেলাম খিদের রেস কিছুটা কুমলো।


এরপরে একা একা চারিদিকে ঘুরে বেরাচ্ছিলাম।হঠাৎ একজোনের কথা মনে পরে একটা নুপুর কিনলাম।নুপুর টা আমার কাছে খুব সুন্দর লাগছিলো তাই সেটা কিনলাম।নুপুর টা কিনে আমি আমার ওয়ালেটে রেখে দিয়েছিলাম সময় হলে কাউকে দিব।এরপরে চারিদিকে ঘুরতে ঘুরতে আরো কিছু খাইয়া দাওয়া করলাম এরপরে আমি বাড়ির দিকে এগোতে থাকলাম।



আমার পরিচয়

1000011935.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 24 days ago 

হঠাৎ একজোনের কথা মনে পরে একটা নুপুর কিনলাম।

ব‍্যাপার টা শুনে খুশি হব না দুঃখ পাব সত্যি বুঝছি না। এতোকিছুর পরেও তারা যে কেন মন থেকে যায় না। কুঠিবাড়ি জায়গাটাই সবচাইতে বেশি লোকসমাগম হয় এই মেলার সময়ে এবং পিকনিকের সময়ে।বেশ ভালো লাগল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 24 days ago 

দুখেরি কথা ভাই।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65248.25
ETH 3471.40
USDT 1.00
SBD 2.51