ভ্রমণ পোস্ট -(শুক্রবারের ঘুরাঘুরি) (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊

in আমার বাংলা ব্লগlast year

হেলো বন্ধুরা

IMG_20230818_183936.jpg


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে আজকে শুক্রবারের বিকেলে একটু ঘোরাঘুরি আশা করি আপনাদের ভাল লাগবে তাহলে চলুন শুরু করি আমার আজকের ব্লগ।


বন্ধুরা শুক্রবার ছুটির দিন আর এই দিনটি কে নিয়ে ছোট বেলায় স্কুলে থাকতে অনেক প্রত্যাশা করতাম।এই দিন আসলে ঘুরবো খাবো কোনো কাজ থাকবে না ঘুমাবো শুধু।কিন্তু এখন কালের বিবর্তনে শুক্রবার আসলেও ছোট বেলার সেই ফিল টা আর আসে না।এখন ব্যাস্ততার এই যুগে শুক্রবার টা যে কিভাবে চলে যায় খেয়াল থাকে না।আজকে যেহেতু শুক্রবার আর আমি বাসাতেই ছিলাম আর আমার প্রিয় বন্ধু রাসেল সেও বাসায় এসেছে তাই ভেবেছিলাম বিকেলে একটু নদীর পারে গিয়ে সময় টা উপভোগ করবো।

IMG_20230818_182756.jpg

IMG_20230818_183922.jpg

IMG_20230818_183824.jpg

IMG_20230818_182744.jpg


৫ টার পরে বের হলাম আমরা প্রথমে গেলাম বাজারের মধ্যে একটা ফার্মেসিতে সেখানে আমার বন্ধুর জন্য ওষুধ কিনতে।ওষুধ কেনা শেষ হলে আবার আমরা ফিরে আসি এসে নদীর পারে দারায় এরপরে ব্রিজের উপর উঠি আবার।ব্রিজে উঠে গল্প করতে থাকি সেখানে আজ অনেক মানুষ হয়েছে শুক্রবার ছুটির দিন তাই আজ সবাই ঘুরতে এসেছে এছাড়াও প্রতিদিন এখানে অনেক লোকের আনাগোনা হয়। আজকে একটু বেশি হয়েছে।

IMG_20230818_182734.jpg

IMG_20230818_182946.jpg

IMG_20230818_182930.jpg


ব্রিজের উপর অনেক সময় দারিয়ে ছিলাম পাশেই আমাদের এক ছোট ভাই আমরা এবং কামরাঙ্গা বিক্রি করছিল আমার বন্ধুর দাতের সমস্যা তাই সে খেতে পারবে না আমার জন্য কামরাঙ্গা কিনলো। সেটা মাখিয়ে খেতে থাকলাম।আর ফলটা নিয়ে ফটোগ্রাফি করবো কিন্তু ফোকাশ নিচ্ছিলো না ঝাপসা হচ্ছিলো আবহাওয়ার জন্য তাই আর তুললাম না। খাওয়া শেষ করে আমরা বারির দিকে যেতে থাকলাম।সবাইকে অনেক ধন্যবাদ বন্ধুরা আশা করি পোস্ট টা ভাল লাগবে।


শ্রেনীশুক্রবারের ঘুরাঘুরি
ক্যামেরারিয়েলমি
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ধন্যবাদ

 last year 

শুক্রবার মানে স্বস্তি এবং ভালোলাগার একটা দিন।
আপনার বন্ধু রাসেলের সাথে ভালো একটি সময় পার করেছেন।
আপনাদের এখানে ব্রিজ হওয়াতে দুপারে যাতায়াতের খুব ভালো সুবিধা হয়েছে দেখছি এখন। তাছাড়া বিকেল হলে যেন এখানে পার্কের মত হয়ে যায়। নদীর মাঝে ব্রিজের উপর দাঁড়িয়ে থেকে নিঃশ্বাস সত্যি খুব ভালো লাগে। আমিও বাড়ি গেলে মাঝে মাঝে সময় পেলেই চলে যাই বন্ধুদের সাথে।

 last year 

ধন্যবাদ ভাই একদিন বেড়াতে আসেন এখানে।

 last year 

ছোটবেলায় শুক্রবারের মজা ছিল অন্যরকম এখনোও শুক্রবার আসলে ভালো লাগে যে বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে না সেইজন্য। তাছাড়া শুক্রবারে সবাই একটু ঘোরাঘুরি করতে পছন্দ করে এজন্যই তো বিভিন্ন জায়গায় গেলে প্রচন্ড ভিড় পাওয়া যায়। যাই হোক ভাইয়া শুক্রবার নদীর পাড়ে খুব সুন্দর সময় কাটিয়েছেন বোঝা যাচ্ছে। ভালো লাগলো দেখে।

 last year 

জী আপু ঠিক বলেছেন।

 last year 

সব সময় একই কাজে ব্যস্ত থাকলে বা এত স্থানে থাকলে নিজের কাছে একটু অস্বস্তি লাগে। তাই মাঝেমধ্যে আশেপাশে কোথাও একটু বেড়াতে গেলে বেশ মনটা ফ্রেশ হয়। মানুষের জীবনে বিনোদন খুব বড় প্রয়োজন। আপনার বন্ধু রাসেল বাসায় এসেছে তাই তাদেরকে নিয়ে বিকেলে একটু নদীর পাড়ে আপনারা উপভোগ করতে গিয়েছিলেন। ফটোগ্রাফিতে দেখতে পারলাম আপনারা কামরাঙ্গা খেয়েছেন। সব মিলিয়ে বেশ ভালো আনন্দ উপভোগ করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আপনাকেও ধন্যবাদ

 last year 

শহীদ গোলাম কিবরিয়া সেতুর উপর বন্ধুর সাথে কাটানো মুহূর্তটি দারুন ছিল । জায়গাটিতে অনেকবার গিয়েছি বিকেল মুহূর্তে অনেক মানুষ এখানে এসে আড্ডা দেয়। তাদের সুন্দর মুহূর্ত উপভোগ করে দারুন একটি জায়গা নদীর পানে উপভোগ্য ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 last year 

আবার আসবেন ভাই এমন জায়গা আসলেই সুন্দর লাগে।

 last year 

ঠিকই বলেছেন ভাইয়া কালের বিবর্তনে শুক্রবারের সেই ফিল টা আর নেই।সারা সপ্তাহ অপেক্ষা করতাম শুক্রবারের জন্য।বন্ধুর দাঁতের সমস্যা থাকায় কামরাঙ্গা খেতে পারলোনা আপনি খেলেন একাই।ফোকাস ঠিকঠাক না আসলে ছবি করা যায়না আসলেই।পোস্টের মধ্যে কিছু বানানে ভুল ছিল ঠিক করে নিবেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ। আপনাকে সুন্দর মত দেওয়ার জন্য

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ভ্রমণ পোস্ট। আসলে আপনার পোস্টটি পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে ভাই। ঠিক বলেছেন ভাই আপনি সপ্তাহের সেরা দিন তাই শুক্রবারের এটার জন্য আমরা অনেকে অপেক্ষা করে থাকি। বেড়াতে গিয়েও বন্ধুর তাতে সমস্যা থাকার কারণে ভালোভাবে খেতে পারলেন না জেনে বেশ দুঃখ পেলাম ভাই। আসলে বন্ধুদের সাথে এভাবে নদীর পাড়ে উপভোগ করতে বেশ ভালো লাগে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও ধন্যবাদ পোস্টা পরার জন্য।

 last year 

শুক্রবার ছুটির সময় খুব সুন্দর আনন্দঘন মুহূর্ত অতিবাহিত করেছেন বিকেল টাইমে বন্ধুর সাথে ব্রিজের উপরে। খুব ভালো লাগলো এত সুন্দর একটি আনন্দ মুহূর্ত আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে। আসলে আমাদের মন ভালো রাখতে এবং মন প্রফুল্ল রাখতে বন্ধুদের সাথে বাইরে কোথাও ঘোরাঘুরি করা একান্ত প্রয়োজন।

 last year 

মন ভাল রাখার জন্য ঘুরাঘুরির বিক্লপ কিছু নেই।

 last year 

আসলে শুক্রবার আসলে এখন যেন মনে হয় ব্যস্ততার পরিমাণটা আরো বৃদ্ধি পেয়ে যায়। ভালোই করেছেন শুক্রবার বিকেলে নদীর পাড়ে ঘুরতে যেয়ে। আপনার কামরাঙ্গা খাওয়ার কথা শুনে যেন আমার লোভ লেগে গেল।

 last year 

একদিন আসুন ভাই কামড়াঙ্গা খাওগা হবে।

 last year 

স্কুল কলেজে থাকা অবস্থায় বা চাকরি অবস্থায় শুক্রবারটা আমাদের কাছে অনেক দামি। শুক্রবার আসলেই সবাই একটু বাহিরে ঘুরতে যায়। যেমন আপনি আর আপনার বন্ধু মিলে নদীর উপর ব্রিজে ঘুরতে গেলন। জায়গাটা দারুন সুন্দর তাই এত মানুষ দেখা যাচ্ছে। ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত এর জন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65633.94
ETH 2670.37
USDT 1.00
SBD 2.90