শুভ নববর্ষ(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য) 🦊🦊🦊

in আমার বাংলা ব্লগlast month (edited)

হেলো বন্ধুরা

fireworks-574739_1280.jpg

এখান থেকে


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন।সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমার আজকের ব্লগে।আজকে আমি নববর্ষ নিয়ে একটি পোস্ট শেয়ার করবো আশা করি আপনাদের ভাল লাগবে তাহলে চলুন শুরু করি আমার আজকের ব্লগ।


নববর্ষ বাঙ্গালি জাতির প্রাচিনতম সাংস্কৃতি হাজার বছর ধরে এই সাংস্কৃতি কে ধরে রাখছে মুঘোল সম্রাট আকবর বাংলা সন প্রথম চালু করেন।তার ধারাবাহিকতায় এখনো চলছে।আজ ১৪৩১ বঙ্গাব্দ। পহেলা বৈশাখে যে বড় অনুষ্ঠানের রিতি রয়েছে এর পেছনে ইতিহাস ব্যাপক অনেক ইতিহাসবিদ মনে করন বা লিখেছেন চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের মধ্যে সকল প্রজার খাজনা পরিশোধ করা লাগতো।


প্রজারা পরিশোধ করতে না পারলে জমিদার রা তাদের উপর খুব চরাও হতো এবং বিভিন্ন শাস্তি দিত বরসিতে করে ঝুলিয়ে রাখতো বেতের আঘাত দিত । আর পহেলা বৈশাখে যাতে এই দূখ গুলো ভুলে যেতে পারে তাই তখন এই অনুষ্টানের রেওয়াজ চালু হয়।কিন্তু যাদের জন্যই এই আয়োজন তাদের কথা আমরা কখুনো ভাবি না কৃষক কে তখনো কেউ মুল্য দেইনি আবার এখনো তাদের প্রাপ্য দেওয়া হয়না।


আমাদের দেশের উত্তর বঙ্গের ইতিহাস গুলো ঘাটলে চোখে পরবে কৃষকের হাহা কার। অনেক নিরমাতা এই উত্তর বঙ্গ নিয়ে অনেক সিনেমা করেছেন তার মধ্যে অন্যতম আমার পছন্দের সিনেমা উত্তরের সুর আসলে অভাব যে মানুষকে কতো দুস্ত করে দিতে পারে তাই বোঝাইছে সেখানে।এই বৃক্রিত আয়োজনের মাধ্যমে পহেলা বৈশাখ পালন না করে যাদের জন্য এই আয়োজন আসুন তাদের কে সম্মান করি তাদের কে শুদ্ধা করি।সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আবারো দেখা হবে।নতুন কোনো পোস্টে।


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 29 days ago 

খুবই ভালো লাগলো ভাই আপনি সেই সুন্দর অনুভূতি আমাদের মাঝে ব্যস্ত করেছেন এবং অতীতের কথাগুলো স্মরণ করিয়ে দিয়েছেন। এমন একটা দিন ছিল যে সময় পোজারা সত্যি নির্যাতিত হতো মালিক জমিদারদের দ্বারা। পহেলা বৈশাখ আমাদের মাঝে এসেছে খাবার স্মরণ করিয়ে দিয়েছে সেই দিনগুলো। তবে পহেলা বৈশাখের মেইন উদ্দেশ্য নতুন জীবন ধারণ করা। নতুন করে বছরের শুরুতে হিসাবের পাতা খোলা। সবার সাথে সম্পর্ক বজায় রেখে নতুন বছরকে স্বাগত জানিয়ে কাজে লাগা। যাইহোক সত্যিই উত্তরবঙ্গের ইতিহাস ছিল অনেক। ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।

 28 days ago 

ধন্যবাদ আপনাকে ভাই

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 65122.20
ETH 2988.31
USDT 1.00
SBD 3.68