ভৌতিক রাত(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য) 🦊🦊
হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে একটি জেনারেল রাইটিং পোস্ট আশা করি আপনাদের ভাল লাগবে তাহলে চলুন শুরু করি আমার আজকের ব্লগ।
বন্ধুরা আমি আজ আমার সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা শেয়ার করবো।প্রথমে বলে রাখি আমি আসলে ভূতে বিশ্বাস করি না এগুলো শুধু মন গরা গল্প।আমার বয়স তখন ৯-১০ মতো হবে প্রাইমারিতে পরতাম ক্লাসে সেই সময় ৫ বাস চতুর্থ শ্রেণিতে একটা ভৌতিক গল্প ছিল কিন্তু সেটার শেষে যেয়ে সেই ছেলেটার জুতায় একটা পেরেক ঢুকে জাই এবং সেটক্র শব্দে সে ভয় পাই।শেষ অবদি বাড়িতে এসে বুঝতে পারে সেটা ভূত না।
এরকম আমি একদিন রাতে প্রচন্ড ভয় পেয়েছিলাম আর আমার জ্বর অব্দি এসে গেছিলো শরিরে আমার আমার বড় চাচ্চুরে বাসায় টিভি দেখছিলাম।তখন আবার টিভিতে হাতিম এবং আলিফ লাইলা দিতো সাদাকালো টিভিতে প্রতি বৃহস্পতিবার আর শুক্রবারে যত সম্ভব। সেদিন আমিও দেখছিলাম।অধির আগ্রহ নিয়ে বসে থাকতাম আসলে।খুব ভাল লাগতো।টিভিতে দেখতে দেখতে আলিফ লাইলাতে একটা সিন আসে সিনটা হলো সিনবাদ (নায়ক) সে একটা শয়তানের মাথা কেটে দুই ভাগ করে ফেলে।
আমি জানিনা কেন এটা দেখে আমি চিৎকার দিয়ে চাচ্চুদের দরজা খুলে আমি আমারে বাড়ি আশার জন্য দোর দেয়।আমাদের বারির পাশেই আরেকজনেএ বাড়ি সেখানে আবার ছিল পাটকাঠির একটা বেরা সেটা ভেঙ্গে চলে আশি ঘরে অনেকটা ভয় পেয়েছিলাম আমি সেদিন সেই রাতেই আমার শরিরে জ্বর আসছিলো এখনো সেই দিনটার কথা মনে পরলে আমার সন্ধ্যার পরে বাইরে বেরতে ইচ্ছা করে না।হাহাহা।বন্ধুরা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আবারো দেখা হবে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাই যদিও আপনি ভৌতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন কিন্তু আমি সব ঘটনা পড়ে বেশ মজা পেয়েছি ভাই। ভূতের বিষয় আমার কাছে সব সময় মজাদার মনে হয়। সিনবাদ আমি ছোট বেলায় অনেক দেখেছি কিন্তু ভয়ের কোন কিছুই আমার চোখে পড়ে নাই। যাই হোক অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আসলে এ ধরনের কাটাকাটির কথা শুনে আমার অনেক ভয় লাগে, যাই হোক আসলেই ভয়ংকর একটা ঘটনা। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর করে গুছিয়ে পোস্টটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে ভৌতিক গঠনাগুলো পড়তে আমার অনেক ভালো লাগে৷ এখনকার সময়ে তেমন একটা ভূতের ছবিও বের হয় না৷ পূর্ববর্তী সময়ে যে সকল ভুতের ছবিগুলো বের হতো সেগুলো দেখতাম এবং সেগুলো খুবই সুন্দর হতো৷ তারা খুব সুন্দর ভাবে সেই ছবিগুলোকে উপস্থাপনা করত এবং সেখানে অনেকগুলো ভূতের ঘটনাও দেখানো হতো৷ আপনার এই গল্পের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম৷ অসংখ্য ধন্যবাদ৷
ভূতের সিন দেখে কেউ চিৎকার করতে করতে বাড়ি চলে আসে রাতের বেলা, এটা প্রথম কাউকে দেখলাম ভাই। যদিও আমি ভূত প্রেত বিশ্বাস করি না। তবে পজিটিভ কিংবা নেগেটিভ এনার্জি রয়েছে বলে আমি মনে করি। আসলে ছোটবেলায় আমিও আলিফ লায়লা দেখে অনেক বেশি ভয় পেতাম। আপনার পোস্ট পড়ে সেই কথাগুলোই আসলে মনে পড়ে গেল অনেকদিন পর।