নতুন অভিজ্ঞতায় ঘুরাঘুরি(সামছুযযোহা কলেজ ক্যাম্পাস) (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊🦊🦊

in আমার বাংলা ব্লগlast year

হেলো বন্ধুরা

BeautyPlus_20230722150838359_save.jpg


সবাই কেমন আছেন আশা করছি সবাই ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি।চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে কুষ্টিয়া টু আলমডাঙ্গা ঘুরাঘুরুর ২য় পর্ব বন্ধুরা আশা করছি আপনাদের ভাল লাগবে চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ব্লগ টা।


আমরা সামছুয জোহা ডিগ্রি কলেজে থামলাম এবং সেখানে বসলাম।এরপরে আমার বন্ধু সে বাসা থেকে খাবার নিয়ে গিয়েছিল। কারন অনেক দুরের পথ।পথে খিদা লাগতে পারে তাই খাওয়ার জন্য এটা নিয়ে যাওয়া হয়েছিলো।কিন্তু ঘুরাঘুরিতে মন দেওয়াতে খাওয়ার কথা ভুলে যায় আর আমাদের খিদাও লাগে না।আমরা কলেজে বসে থেকে এবার চার পাশ ঘুরতে থাকলাম।এই কলেজের সিস্টেম টা আমার কাছে অসাধারণ লেগেছে এবং জিনি করেছেন তিনি অনেক বুদ্ধিমাম বুঝতে হবে।

IMG_20230722_105433.jpg

IMG_20230722_105314.jpg

BeautyPlus_20230722152302822_save.jpg

IMG_20230722_104722.jpg

IMG_20230722_105244.jpg


কি নেয় এই এরিয়া থেকে প্রাইমারি স্কুল থেকে শুরু মাদ্রাশা অবদি শেষ।পাশা পাশি মাধ্যমিক স্কুল এরপরে রয়ে ডিগ্রি কলেজ এবং রয়েছে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য একটি পলিটেকনিক কলেজ।এছারাও মসজিদ রয়েছে একটি শহিদ মিনার। এবং সব থেকে আরো ভাল লাগার বিষয় হলো এখানে প্রতিটা স্কুল কলেজ এক জায়গা হলেও তাদের রয়েছে নিজস্ব ক্যাম্পাস যা আপনাকে খুবই মুগ্ধ করবে।আমরা মাধ্যমিক এবং পলিটেকনিক ঘুরে ডিগ্রি কলেজের ক্যাম্পাসে এসে বসলাম।

IMG_20230722_103056.jpg

IMG_20230722_104958.jpg

IMG_20230722_105008.jpg

IMG_20230722_103106.jpg


সেখানে বসে আমরা অনেক সময় গল্প করলাম এবং ভাবতে থাকলাম এতো সুন্দর একটা পরিবেশ। এছাড়াও কলেজের পাশেই আবার একটি হোস্টেল বানানো হচ্ছে দূর দুরান্ত থেকে আশা ছেলে মেয়েরা এখানে থেকে পোরাশোনা করবে।এই ব্যাপার খানা খুবই ভাল লেগেছে।হয়তো দেশে এমন অনেক আছে কিন্ত আমার দেখা এটা বেস্ট ছিল বন্ধুরা এখানে ঘুরে আমার খুবই ভাল লেগেছে।আশা করি আপনাদের ও ভাল লাগবে আবারো দেখা হবে নতুন পোস্টে সবাই ভাল থাকবেন।


ফটোতথ্য
নামআশিক
স্থানকুষ্টিয়া, বাংলাদেশ
ক্যামেরাwalton walpad 8g
Sort:  
 last year 

নতুন কোথাও অথবা অচেনা কোথাও ঘুরতে গেলে যেন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হওয়া যায় নতুন কিছু সম্পর্কে অবগত হওয়া যায় অনেক ধারণা অর্জন করা সম্ভব হয়। ঠিক তেমনি একটি কলেজ ক্যাম্পাস থেকে আপনি ধারণা অর্জন করেছেন ফটোগ্রাফি গ্রহণ করেছেন মোবাইল ফোনে আর সেই সমস্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন আমাদের মাঝে। ভালো লাগলো আপনার এই পোস্ট।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

কলেজের আশপাশের পরিবেশটা তো অনেক সুন্দর। তবে যদি কলেজ টাইমে যেতেন তাহলে মনে হয় আরো বেশি মজা হত কারণ সেই সময়ে অনেক ছেলে মেয়ে থাকতো কলেজের সৌন্দর্য টা পুরোপুরি উপভোগ করতে পারতেন।

 last year 

আমি কি ওখানে ছেলে মেয়ে দেখার জন্য গেছি নাকি।গেছি প্রকৃতি দেখতে।আপনে যান গা কলেজ টাইমে।

 last year 

হা হা হা, আরে এই বয়সে একটু দেখলে কিছু হয় না হি হি।

 last year 

ইটস হারাম। দিনের পথে ফিরে আসেন আপনে পথ ভ্রুষ্ঠ হয়ে গেছেন

 last year 

ঘোরাঘুরিতে এতই মনোযোগী হয়ে গিয়েছিলেন যে বাসা থেকে খাবার নিয়ে সেগুলো খাওয়ার কথাই ভুলে গিয়েছেন। খুব সুন্দর পরিবেশ ছিল এখানে বসে খেতে পারলে আরো বেশি ভালো লাগতো। স্কুল কলেজের ক্যাম্পাস গুলো দেখতে আসলেই ভালো লাগে। তাছাড়া এরকম গাছ-গাছালি ঘেরা ক্যাম্পাস দেখে আরো মন জুড়িয়ে যায়। খুব ভালো লাগলো আপনাদের ঘোরাঘুরি দেখে।

 last year 

আসলে ঘোরাঘুরির দিকে যদি মনোযোগ থাকে তাহলে খাবারের কথা তো সবাই একেবারে। যেমন আপনারাও খাবারের কথা ভুলে গিয়েছিলেন যদিও বাসা থেকে খাবার নিয়ে যাওয়া হয়েছিল। তবে ফটোগ্রাফি দেখেই বুঝতে পারছি জায়গাটা অনেক বেশি সুন্দর। স্কুল-কলেজের ক্যাম্পাস গুলোর পরিবেশ যদি এরকম হয় তাহলে ঘোরাঘুরি করতেও ভালো লাগে। সব মিলিয়ে আপনাদের কাটানো মুহূর্তটা বেশ ভালোই উপভোগ করলাম।

 last year 

অবশেষে তাহলে শামসুজ্জোহা কলেজ ক্যাম্পাস থেকে ঘুরে আসলেন ব্যাপারটা দেখে সত্যি খুবই ভালো লাগলো। অনেকদিন ধরেই চেষ্টা করছি এই শামসুজ্জোহা কলেজ ক্যাম্পাস দেখার কিন্তু সময়ের অভাবে দেখা হয়নি আবারও যাওয়া হয়নি। এই কলেজ ক্যাম্পাসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে চারিদিকে প্রকৃতি পরিবেশের মাঝে এই ক্যাম্পাস অবশ্যই অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন বোঝাই যাচ্ছে। সুন্দর এই মুহূর্তটা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনে কনে গেলেন🙄🙄🙄

 last year 

আরে ভাই এই এরিয়া টিতে তো দেখছি অনেক কিছুই রয়েছে। আর এরিয়াটিও অনেক বেশি সুন্দর। স্কুল, কলেজ, পলিটেকনিক কলেজ, মাদ্রাসা সবকিছুই রয়েছে এখানে এটা জেনে ভালো লাগলো। চারপাশে যদি এরকম পরিবেশ থাকে তাহলে ছাত্র-ছাত্রীরা ও ভালোভাবে পড়ালেখা করতে পারবে। আপনারা ক্যাম্পাসে গিয়ে বেশ আড্ডা দিয়েছিলেন তাহলে। আসলে আমিও ঠিক আপনাদের মত ঘোরাঘুরি করলে খাবারের কথা আর মনে থাকে না।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56784.71
ETH 2392.67
USDT 1.00
SBD 2.27