বিভিন্ন ধরনের ফটোগ্রাফি 📸📸

in আমার বাংলা ব্লগ4 months ago

হেলো বন্ধুরা


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে একটি ফটোগ্রাফি পোস্ট আশা করি আপনাদের ভালো লাগবে।চলুন শুরু করি।


১-চিত্র

1000028499.jpg

প্রথম যে ছবিটা দেখছেন গ্রামের চির চেনা মাছ ধরার ছবি।মাছ ধরা একটা শখ সবাই কম বেশি মাছ ধরি তবে এই খেওয়া জাল দিয়ে কিন্তু সবাই মাছ ধরতে পারে না। এটা অনেক খাটুনি।এই ছবিটা নদী থেকে তুলেছিলাম।


২-চিত্র

1000038353.jpg

এই ছবিতে দেখতে পাচ্ছেন গ্রামের প্রাকৃতিক সবুজ গাছ পালার মাঝে একটা রাস্তার ছবি।আসলে এই ধরনের দৃশ্য গুলো মূলত গ্রামেই দেখা যায়।দেখতেও বেশ দারুন লাগে আমার কাছে এই ধরনের চিত্র।আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


৩-চিত্র

1000028091.jpg

বন্ধুরা এই চিত্রে দেখতে পাচ্ছেন রংধনু, বৃষ্টির পরে আকাশে রংধনু উঠবে এটাই সাভাবীক।এটা মাত্র কিছু সময়ের জন্য থাকে।ছোট বেলায় আমরা ভাবতাম রংধনু উঠলে তাকে যদি নাম ধরে ডাকা হয় তাহলে সে হারিয়ে যায়।


৪-চিত্র

1000038333.jpg

বন্ধুরা এই ছবিতে দেখিতে পাচ্ছেন একটি গেট এর ছবি মেঘলা আকাশে এই ছবিটা তোলা আকাশটা আমার কাছে খুবই ভালো লাগছিলো। কেমন উরে যাচ্ছে আকাশ দেখতেও ভালো লাগে।


৫-চিত্র

1000038330.jpg

বন্ধুরা এই চিত্রে একটা গাছের ছবি দেখতে পাচ্ছেন।আসলে এই গাছটার নাম আমি জানিনা, তবে দেখতে খুবই সুন্দর লাগছিলো।এটা আমি আমার বোনের বাসা থেকে তুলেছিলাম, অনেক সুন্দর লাগছিলো এটার জন্য।


৬-চিত্র

1000038331.jpg

বন্ধুরা এই চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট ছোট পাতা ওয়ালা গাছ।গাছ টা দেখতে খুবই সবুজ কুচি কুচি পাতা গুলো বেশ সুন্দর লাগে।এটাতে ফুল হয় কিনা আমি জানিনা।ধন্যবাদ সবাইকে।


CameraDetails
oppoA78
locationBangladesh
cameraman@ashik333

আমার পরিচয়

1000011935.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 4 months ago 

ভাইজান আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে প্রতিনিয়ত বেশি ভালো লাগে একটু। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কোনটা থেকে কোনটার প্রশংসা করে বুঝে উঠতে পারছি না শুভকামনা রইল এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য ।

 4 months ago 

বিভিন্ন ধরনের ছবি নিয়ে খুব সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট করেছেন ভাইয়া।প্রত্যেকটা ছবি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে মাছ ধরার ছবিটি আমার অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

 4 months ago 

এলোমেলো ফটোগ্রাফি দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি দারুন হয়েছে। বিশেষ করে মাছ ধরার দৃশ্যের ফটোগ্রাফিটা অনেক ভালো লেগেছে। ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর মন্তব্যের জন্য।

 4 months ago 

প্রত্যেকটি ছবি অসাধারণ। প্রথমে জাল ফেলার ছবিটা দুর্দান্ত হয়েছে। পাতাবাহার গাছের ছবিগুলোও অসাধারণ উঠেছে। ছবিগুলো ভীষণ উজ্জ্বল ও স্বচ্ছ। একটা জিনিস লক্ষ্য করলাম৷ আপনি যাকে রংধনু বললেন, এই বাংলায় তাকে রামধনু বলে। রংধনু শব্দটা নতুন শুনলাম। সেই ছবিটিও অসাধারণ তুলেছেন।

 4 months ago 

আপনাদের ভালো লাগাই হলো আমার সারথকতা❤️

 4 months ago 

ভাইয়া আপনি দেখছি আজকে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন এবং প্রতিটি ফটোগ্ৰাফীর সাথে বর্ণনা করার ও চেষ্টা করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী প্রাকৃতিক দৃশ্যের। আসলে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী গুলো দেখতে একটু বেশি ভালো লাগে। দারুন ভাবে ধারণ করেছেন ফটোগ্রাফী গুলো।

 4 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

অনেকদিন পর রংধনু দেখলাম। মুগ্ধ হয়ে গেলাম রংধনুর ফটোগ্রাফি টা দেখে। খুব সুন্দরভাবে ক্যাপচার করেছেন প্রত্যেকটা ফটোগ্রাফি। দুই পাশে গাছ এবং মাঝখানে রাস্তার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

চেষ্টা করেছি ভালো লেগেছে জেনে খুশি হলাম অনেক ধন্যবাদ।

 4 months ago 

মাছ ধরার দৃশ্যের ফটোগ্রাফিটা দুর্দান্ত হয়েছে ভাই। বিশেষ করে সবুজ গাছ পালার মাঝে দিয়ে রাস্তা দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। বেশ কিছু সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

ধন্যবাদ আপনাকে ভাই।

 4 months ago 

ভাই আপনার ফটোগ্রাফি গুলা আমার কাছে সত্যি ভীষণ দারুন লেগেছে। ভিন্ন ধরনের ভিন্ন প্রকৃতি নিয়ে আপনি আজকে ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো অপূর্ব দেখাচ্ছে। ফটোগ্রাফির পাশাপাশি আপনাকে কেউ চমৎকার বর্ণনা করেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 4 months ago 

অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67715.17
ETH 2423.95
USDT 1.00
SBD 2.37