বিভিন্ন ধরনের ফটোগ্রাফি 📸📸
হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে একটি ফটোগ্রাফি পোস্ট আশা করি আপনাদের ভালো লাগবে।চলুন শুরু করি।
১-চিত্র
প্রথম যে ছবিটা দেখছেন গ্রামের চির চেনা মাছ ধরার ছবি।মাছ ধরা একটা শখ সবাই কম বেশি মাছ ধরি তবে এই খেওয়া জাল দিয়ে কিন্তু সবাই মাছ ধরতে পারে না। এটা অনেক খাটুনি।এই ছবিটা নদী থেকে তুলেছিলাম।
২-চিত্র
এই ছবিতে দেখতে পাচ্ছেন গ্রামের প্রাকৃতিক সবুজ গাছ পালার মাঝে একটা রাস্তার ছবি।আসলে এই ধরনের দৃশ্য গুলো মূলত গ্রামেই দেখা যায়।দেখতেও বেশ দারুন লাগে আমার কাছে এই ধরনের চিত্র।আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
৩-চিত্র
বন্ধুরা এই চিত্রে দেখতে পাচ্ছেন রংধনু, বৃষ্টির পরে আকাশে রংধনু উঠবে এটাই সাভাবীক।এটা মাত্র কিছু সময়ের জন্য থাকে।ছোট বেলায় আমরা ভাবতাম রংধনু উঠলে তাকে যদি নাম ধরে ডাকা হয় তাহলে সে হারিয়ে যায়।
৪-চিত্র
বন্ধুরা এই ছবিতে দেখিতে পাচ্ছেন একটি গেট এর ছবি মেঘলা আকাশে এই ছবিটা তোলা আকাশটা আমার কাছে খুবই ভালো লাগছিলো। কেমন উরে যাচ্ছে আকাশ দেখতেও ভালো লাগে।
৫-চিত্র
বন্ধুরা এই চিত্রে একটা গাছের ছবি দেখতে পাচ্ছেন।আসলে এই গাছটার নাম আমি জানিনা, তবে দেখতে খুবই সুন্দর লাগছিলো।এটা আমি আমার বোনের বাসা থেকে তুলেছিলাম, অনেক সুন্দর লাগছিলো এটার জন্য।
৬-চিত্র
বন্ধুরা এই চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট ছোট পাতা ওয়ালা গাছ।গাছ টা দেখতে খুবই সবুজ কুচি কুচি পাতা গুলো বেশ সুন্দর লাগে।এটাতে ফুল হয় কিনা আমি জানিনা।ধন্যবাদ সবাইকে।
Camera | Details |
---|---|
oppo | A78 |
location | Bangladesh |
cameraman | @ashik333 |
ভাইজান আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে প্রতিনিয়ত বেশি ভালো লাগে একটু। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কোনটা থেকে কোনটার প্রশংসা করে বুঝে উঠতে পারছি না শুভকামনা রইল এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য ।
https://x.com/ashik333444/status/1813041685615812652?t=rLjpNw82SsDA9UPcyWToaA&s=19
বিভিন্ন ধরনের ছবি নিয়ে খুব সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট করেছেন ভাইয়া।প্রত্যেকটা ছবি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে মাছ ধরার ছবিটি আমার অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে ভাই।
এলোমেলো ফটোগ্রাফি দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি দারুন হয়েছে। বিশেষ করে মাছ ধরার দৃশ্যের ফটোগ্রাফিটা অনেক ভালো লেগেছে। ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর মন্তব্যের জন্য।
প্রত্যেকটি ছবি অসাধারণ। প্রথমে জাল ফেলার ছবিটা দুর্দান্ত হয়েছে। পাতাবাহার গাছের ছবিগুলোও অসাধারণ উঠেছে। ছবিগুলো ভীষণ উজ্জ্বল ও স্বচ্ছ। একটা জিনিস লক্ষ্য করলাম৷ আপনি যাকে রংধনু বললেন, এই বাংলায় তাকে রামধনু বলে। রংধনু শব্দটা নতুন শুনলাম। সেই ছবিটিও অসাধারণ তুলেছেন।
আপনাদের ভালো লাগাই হলো আমার সারথকতা❤️
ভাইয়া আপনি দেখছি আজকে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন এবং প্রতিটি ফটোগ্ৰাফীর সাথে বর্ণনা করার ও চেষ্টা করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী প্রাকৃতিক দৃশ্যের। আসলে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী গুলো দেখতে একটু বেশি ভালো লাগে। দারুন ভাবে ধারণ করেছেন ফটোগ্রাফী গুলো।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেকদিন পর রংধনু দেখলাম। মুগ্ধ হয়ে গেলাম রংধনুর ফটোগ্রাফি টা দেখে। খুব সুন্দরভাবে ক্যাপচার করেছেন প্রত্যেকটা ফটোগ্রাফি। দুই পাশে গাছ এবং মাঝখানে রাস্তার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি ভালো লেগেছে জেনে খুশি হলাম অনেক ধন্যবাদ।
মাছ ধরার দৃশ্যের ফটোগ্রাফিটা দুর্দান্ত হয়েছে ভাই। বিশেষ করে সবুজ গাছ পালার মাঝে দিয়ে রাস্তা দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। বেশ কিছু সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে ভাই।
ভাই আপনার ফটোগ্রাফি গুলা আমার কাছে সত্যি ভীষণ দারুন লেগেছে। ভিন্ন ধরনের ভিন্ন প্রকৃতি নিয়ে আপনি আজকে ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো অপূর্ব দেখাচ্ছে। ফটোগ্রাফির পাশাপাশি আপনাকে কেউ চমৎকার বর্ণনা করেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ।