কুষ্টিয়া টু বেনিপুর (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য) 🦊🦊

in আমার বাংলা ব্লগ5 months ago

হেলো বন্ধুরা

IMG20231218135545.jpg


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গায় যাওয়ার মুহুর্ত আশা করি আপনাদের ভাল লাগবে। তাহলে চলুন শুরু করি আমার আজকের ব্লগ।


IMG20231218135655.jpg

IMG20231218135700.jpg

IMG20231218135553.jpg

আমরা যেত্ব যেতে শেষ মেস পোছে গেলাম আমাদের গন্তব্য স্থানে অর্থাৎ বেনিপুরে।সেখানে নেমে আপুদের বাসায় গেলাম।বাসায় গিয়ে প্রথমে আমার আপুরা আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করছে সেগুলো খেলাম।এরপরে আমার আপুর দেবর নাম পিয়াল তার সাথে বেনিপুর বাজারে গেলাম।এটা একটা সিমান্ত এলাকা।ভারতের নদীয়া জেলার পাশেই এর অবস্থান।এখানের জায়গাটা খুবই সুন্দর লাগলো আমার কাছে।সিমান্ত এলাকাই আমি আজই প্রথম ঘুরছি এর আগে এভাবে আশা হয়নি।


এউ বাজারের পাশেই রয়েছে বিজিবি ক্যাম্প সেখানে সাধারণ মানুষ যেতে পারে না।গেলেও অনেক প্রশ্নের সমক্ষিন হওয়া লাগে তাই কেউ যেতে চাই না ওদিকে একমাত্র স্থানীয় বাদে।তো আমরা বেনিপুর বাজারে ঘুরলাম আমি আবার কিছু ছবি তোলার জন্য বাজারের পেছন ছাইডে গেলাম এবং কিছু ছবি তুললাম এরপরে আবার ঘুরতে ঘুরতে বাসাই চলে এলাম।এরপরে আপুর বাসায় খেতে বসে গেলাম সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে সবাই যে যার মতো ব্যাস্ত হয়ে গেলাম।

IMG20231218135512.jpg

IMG20231218130704.jpg

IMG20231218125639.jpg

IMG20231218125435.jpg


এদিকে সন্ধ্যা হবো হবো প্রায় বাসায় যেতে হবে তাই আপুর শশুর কে বললাম আমাদের বিদায় দিন রাত হয়ে যাবে।অনেকটা পথ এগোতে হবে তো।সবাই আমাদের বিদায় দিলো এবং আমরা যেতে থাকলাম।রাতের যাত্রায় সবাই চুপচাপ ছিল কেউ বমি করছিলো না।এবং সবাই সুন্দর ভাবে আমরা আমাদের বাসায় পছে গেলাম।বন্ধুরা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।আপনাদের সাথে আবারো দেখা হবে নতুন কোনো ব্লগে।



পোস্টের বিবরণ

শিরোনামকুষ্টিয়া টু বেনিপুর
ক্যামেরারিয়েলমি
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

যেখানে সীমান্ত বর্ডার গার্ড সেখানেই বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতেই হবে। কারণ এগুলো নিরাপত্তা এরিয়া। যাই হোক আপনি লং জার্নি করেছেন দেখছি কুষ্টিয়া থেকে জীবননগর অতিক্রম। অবশ্য এই দুই রাস্তায় আমার চলাচল রয়েছে মাছ বিক্রয়ের বিষয়ে। এদিকে জীবননগর এর হাশাদহ বাজারে তো এক্সিডেন্ট করেছিলাম। যাইহোক বিস্তারিত আলোচনা করেছেন দেখে ভালো লাগলো অজানা তথ্য জানতে পেরে।

 5 months ago 

পোস্ট এ বানান ভুল রয়েছে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68846.60
ETH 3872.96
USDT 1.00
SBD 3.66