রিভিউ পোস্ট (১০% পে আউট লাজুক খ্যাকের জন্যে) 🦊🦊🦊

in আমার বাংলা ব্লগlast year

হেলো বন্ধুরা


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে খুব সুন্দর বাস্তব ভিত্তিক একটা নাটক রিভিউ। আশা করছি আপনাদের নাটক টা অনেক ভাল লাগবে বন্ধুরা তাহলে চলুন শুরু করি আমার আজকের ব্লগ টা।


নাটকের গুরুত্বপূর্ণ তথ্য

নাটকেরতথ্য
নামসেলসম্যান
অভিনয়েশামিম হাসান সরকার,তানিয়া বিস্টি,অনামিকা জুতি,আরো অনেকে
পরিচালকজাকিউল ইসলাম রিপন
ডুরেশন৪৩মিনিট ১৫ সেকেন্ড
ভাষাবাংলা
দেশবাংলাদেশ

নাটকের লিংক


কাহিনী সংক্ষেপ

Screenshot_2023-08-13-20-23-10-88.jpg

Screenshot_2023-08-13-20-23-03-53.jpg

Screenshot_2023-08-13-20-22-40-70.jpg

নাটক এর শুরুতে শামিম সে গ্রাম থেকে শহরে চোখ আসে একটা চাকুরির জন্য তার বোনকে ভাল কলেজে পোরানোর জন্য সে চাকরিতে আসে।সে একটা কোম্পানির সেলসম্যান হিসাবে কাজ করতে থাকে। সেলসম্যান শামিম এর খাওয়ার ঠিক নেই গোসল এর ঠিক নাই সারাদিন ফিল্ড এ থাকতে হয়।শরিরের যত্ন নেই এদিকে বসের বকা শুনতে হয় সব কিছু শামিম নিশ্চুপ ভাবে শুনে যায়।

এদিকে আবার বাড়িওয়ালার মেয়ে তাকে দোরের উপর রাখে তার শরির থেকে ঘামের গন্ধ আসে। অনেক সময় সাইকেলের পাম ছেরে দেই।জামা থেকে গন্ধ আশায় সে নিয়ম করে এই নোংরা জামা পরে বাসায় ওঠা যাবে না শামিম জামা টা ধুয়ে শুকায়ে তারপরব বাসায় ফিরেন সব কিছুই শামিম মুখ বুঝে মেনে নেন।

Screenshot_2023-08-13-20-24-08-82.jpg

Screenshot_2023-08-13-20-23-51-67.jpg

Screenshot_2023-08-13-20-23-32-53.jpg

একদিন বাসায় বসে সে কবিতা লিখছিল হঠাৎ কবিতার লাইন মেলাতে না পেরে একটা পেজ ছিরে ফেলে দেন সেটা পরে বারিওয়ালার মেয়ের সামনে মেয়েটা সামিম কে ফাসানোর জন্য বুদ্ধি করে কিন্তু শামিম শুরু থেকেই বলতে থাকে এটা কবিতার লাইন।শামিম বাড়িওয়ালার কাছে গিয়ে বলে সে বাসা ছেরে দিবে সামনে মাসে।এরপরে কিছু দিন যাওয়ার পরে শামিম একটা ভাল কোম্পানি তে চাকরি পাই

এরপরে সে তার জুতাটা হারিয়ে ফেলে মূলত বারি ওয়ালার মেয়ে দুস্টামি করে এটা করছে।তাই শামিম বার বার তার কাছে আসলেও সে দেয়না একদিন হঠাৎ শামিম বাসা থেকে চলে যায় একটি চিঠি লিখে এরপরে চিঠি পরে সে শামিম কে খুজতে থাকে।এক জায়গা থেকে ফোন আসে যে শামিম এক্সিডেন্ট করেছে তার পা কেটে ফেলা হয়েছে।


নিজের মতামত

এই নাটক টা একজন সেলসম্যান কিভাবে তার দিন পার করে কতো অপমান কতো কষ্ট সহ্য করে চলে তার বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন পরিচালক সাহেব আপনারা দেখতে পারেন কাজটা খুব ভাল লাগবে আশা করি।ধন্যবাদ সবাইকে।


পোস্টের বিবরণ

শ্রেনীরিভিউ পোস্ট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ধন্যবাদ

 last year 

আপনি খুব সুন্দর ভাবে রিভিউ উপস্থাপন করেছেন। নাটকটি এখনো দেখা হয়নি। সময় পেলে নাটকটি দেখে নিবো।আসলে একজন সেলসম্যান জানে তার কতটা কষ্ট। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা নাটকের রিভিউ উপস্থাপন করার জন্য

 last year 

অনেক ধন্যবাদ আপনাকে

 last year 

গতকাল রাতেই আমি এই নাটকটি দেখেছি। আজকে আবার আপনার রিভিউ দেখে খুবই ভালো লাগছে। আপনি খুবই সুন্দরভাবে নাটকটির রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 last year 

অনে ধন্যবাদ আপনাকে

 last year 

সেলসম্যান নাটকটি আমি আগেও একবার দেখেছি এই জন্য নাটক সম্পর্কে আমি কিছুটা হলেও জানি। নাটকটির কিছু অংশ আছে বাস্তববাদী। আপনি নাটকটি সম্পর্কে খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন। ওটার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনাকেও অনেক ধন্যবাদ

 last year 

খুব সুন্দর নাটক রিভিউ করেছেন ভাই। এই নাটকটি আমি দেখেছি। নাটকের গল্প এবং দৃশ্যপট খুবই সুন্দর। নাটকটির মাঝে সেলসম্যানদের বাস্তবিক কিছু মুহূর্ত ফুটিয়ে তুলেছে। আসলে সত্যি সেলসম্যানরা অনেক অপমান কষ্ট সহ্য করে থাকে। আপনার নাটক উপস্থাপন করা খুবই দুর্দান্ত হয়েছে। এত সুন্দর নাটক আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

ভাল লেগেছে জেনে খুশি হলাম।

 last year 

বাস্তবিক কিছু অংশ থেকে এই নাটকটা করা হয়েছে। যা এই নাটকটা পড়েই বুঝতে পেরেছি। আসলে একজন সেলসম্যান তার জীবনটা কিভাবে পার করছে তা হয়তো কেউই বোঝার চেষ্টা করেনা। আমার জীবনটা কত কষ্টের তা সে ছাড়া কেউ জানে না। এই নাটকটা যদিও আমার এখনো পর্যন্ত দেখা হয়নি, তবে নাটকটার সম্পূর্ণ কাহিনী রিভিউর মাধ্যমে জানতে পেরে খুব ভালো লেগেছে।

 last year 

নাটক টা দেখুন অনেকটা শিক্ষনীয় বিষয়

 last year 

খুব ভালো লাগলো নাটকের রিভিউটি পড়ে। যদিও নাটকটি দেখা হয়নি।সময় সুযোগমতো দেখে নিব আশাকরি। অনেক ধন্যবাদ সুন্দর একটি নাটকের রিভিউ পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপনাকে দেখে নিবেন।

 last year 

নাটক দেখার মধ্যে এবং নাটকের রিভিউ পোস্ট পড়ার মধ্যে অন্যরকম আনন্দ রয়েছে। আমি মাঝে মাঝে বিনোদনের জন্য নাটক দেখে থাকি তখন খুব ভালো লাগে। আর এই নাটকটা আমি দেখেছিলাম কয়েকদিন আগে এমনিতে। আসলে নাটকটির সম্পূর্ণ কাহিনী বাস্তবিক জীবনের সাথে অনেকটাই মিল। যার কারনে রিভিউটা পড়তে একটু বেশি ভালো লেগেছে।

 last year 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58551.09
ETH 2617.32
USDT 1.00
SBD 2.44