কবিগুরুর ১৬৩ তম জন্মজয়ন্তী (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য) 💝

in আমার বাংলা ব্লগ5 months ago

হেলো বন্ধুরা

1000010759.jpg

কুঠিবাড়ি



সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে।আমার আজকের ব্লগটা থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী নিয়ে করা প্রথম পোস্ট আশা করি শুরুটা ভালো লাগবে তাহলে চলুন শুরু করি আজকের ব্লগ টা।


1000010761.jpg

সাইড থেকে তোলা কুঠিবাড়ি



রবীন্দ্রনাথ নামটা শুনলেই একটা প্রেমিক প্রেমিক ভাব আর সাহিত্যে থাকা সকল মিশ্রণ যেনো পাওয়া যায় এই নামে।বাঙালির শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর ২৫ বৈশাখ ১২৬৮ ববঙ্গাব্দ কলকাতার জোরাসাকোর ঠাকুর পরিবারে জন্মেছিলেন।ছোট বেলা থেকেই তিনি সাহিত্যে অবদান রাখেন। মাত্র ১৭ বছর বয়সেই তার প্রথম বই প্রকাশিত হয়েছিলো।তিনি ছিলেন এক দাপুটে কবি।সব দিকেই তিনি তার লেখার মাধুর্য দিয়ে জয় করে ফেলতেন।

1000010784.jpg

কুঠিবাড়ি ২য় তলা থেকে তোলা সামনের চিত্র


বাঙালির এই শ্রেষ্ঠ কবির জন্মদিন উপলক্ষে ভারত এবং বাংলাদেশ দুই দেশেই বেশ ঘটা করে আমেজ করা হয়ে থাকে।তার জন্মদিন পালন করা হয় ধুমধামের সাথে। কবি গুরুর সৃতি স্বরনে বাংলাদেশের শিলাইদহতে তার কুঠিবাড়িতে প্রতি বছর ২৫ বৈশাখ কে কেন্দ্র করে বেশ জমকালো আয়োজন করা হয়ে থাকে।

এবারো তেমন আয়োজন ছিল এই বাড়িতে।জেলার বিভিন্ন স্কুল থেকে আশা ন্যাটপ্রেমি,গান প্রেমি কবিতা ইত্যাদি শাখা থেকে এখানে আসেন কবিকে স্বরন করার লক্ষ্যে।


সে যে অমর তার প্রতিটি কবিতায়,প্রতিটি লেখায়,প্রতিটি পদাচরনে সে অমর হয়ে আছে তাকে কিভাবে ভোলা যায়।

"ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো
তোমার মনের মন্দিরে"


কবিকে তাই সবাই নিজের মনের মন্দিরেই রেখেছে আজো তিনি চীর উজ্জিবিত হয়ে আছেন সবার মনে।

1000010822.jpg

1000010766.jpg


বন্ধুরা ২৫ বৈশাখ ১৪৩১ কবি গুরুর জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের শিলাইদহ বেশ জমকালো আয়োজনে করা হয়ে তাকে স্বরন।আজ আমি আপনাদের সেই বিষয়ে একটু বললাম।বাকি কথা পরবর্তী পোস্ট থেকে জানতে পারবেন।


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো দেখা হবে নতুন একটি ব্লগে ধন্যবাদ সবাইকে।


পোস্টেরবিবরণ
পোস্টের ধরনরবীন্দ্রনাথ ঠাকুরেএ ১৬৩ তম জন্মজয়ন্তী ।
ক্যামেরাঅপু এ৭৮
লোকেশনবাংলাদেশ
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখার মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তাইতো এখনো কুষ্টিয়ার শিলাইদহে প্রতিবছর লাখো মানুষ ঘুরতে আসে। যাই হোক কবিগুরুর ১৬৩ তম জন্মজয়ন্তীতে আপনি সেখানে ঘুরতে যাওয়ার পাশাপাশি মুহূর্ত টা শেয়ার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

আপনাকেউ অনেক ধন্যবাদ।

 5 months ago (edited)

যুগ যুগের শ্রেষ্ঠ কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নামের মধ্যেই যেন বোঝা যায় তার মধ্যে জ্ঞানের বিশাল সমাহার ছিল। তাইতো তিনি বিশ্বকবির খেতাব অর্জন করেছিলেন। তবে প্রতিবছর জন্মজয়ন্তী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই বাংলার মধ্যে একটা আনন্দ আমেজের মুহূর্ত উপলব্ধি করা যায়। কুঠিবাড়ি নিয়ে বেশ কিছু তথ্য জানতে পারলাম। আরো বেশ কিছু বিষয় জানার জন্য আপনার পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম।

 5 months ago 

আশা করি পূর্ণাঙ্গ বিষয়বলি আপনাদের মাঝে উপস্থাপন করতে পারবো।ধন্যবাদ সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য ।

 5 months ago 

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী ২৫ শে বৈশাখ১৪৩১ শিলাইদহে গিয়ে সেখানে অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। যার মধ্যে দিয়ে শিলাইদহের রবীন্দ্রনাথের কুঠিবাড়িট আপনি আমাকে পুনরায় দেখার সুযোগ করে দিলেন। আসলে এই কুঠিবাড়িটা দেখেছি ২০১৭ সালে এরই মধ্যে আর সেখানে কখনো যাওয়া হয়নি আপনার পোষ্টের মাধ্যমে নতুন করে দেখলাম এবং অনেক পরিবর্তন হয়েছে সেটাও দেখলাম । সুন্দর মুহূর্ত কাটিয়েছেন সেখানে এবং সেটা আমাদের মধ্যে শেয়ার করেছেন দেখে আমার অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে কবি গুরুর জন্ম জয়ন্তী উপলক্ষে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 5 months ago 

বাহ্ চমৎকার তো। একথা তো জানা ছিল না আগে যে, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনলে প্রেমিক প্রেমিক ভাব হয়। আপনি তো দেখছি বেশ সুন্দর কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন কবি গুরুকে নিয়ে। যে গুলো হয়তো আমি আগে জানতাম না। ধন্যবাদ এমন সুন্দর কিছু তথ্য শেয়ার করার জন্য।

 5 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ।

 5 months ago 

কবিগুরুর ১৬৩ তম জন্মজয়ন্তীতে শেষ দিনে গিয়েছিলাম। আসলে এমন সময় গিয়েছিলাম বিকেল মুহূর্তে বিকেল পাঁচটায় রবীন্দ্রনাথের কুঠিবাড়ির প্রবেশ গেট বন্ধ হয়ে যায়। ভিতরে প্রবেশ করার সৌভাগ্য হয়নি। একটু ঘুরাঘুরি করতে চেয়েছিলাম তা আর সম্ভব হয়নি। আপনি দেখছি ভিতরে দারুন সময় কাটিয়েছেন। আমাদের সাথে সেই সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 5 months ago 

আপনাকেউ অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।

 5 months ago 

এই কুঠির বাড়ি ২০০৮ সালে যাওয়া হয়েছিল আমার।এখনো গেট এর কথা স্পষ্ট মনে আছে।আগের মতই রয়েছে গেট।নিরিবিলি একটা পরিবেশ।বেশ সুন্দর সময় কাটিয়েছেন।একদিন সময় করে ঘুরতে যেতেই হবে দেখছি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62404.06
ETH 2426.64
USDT 1.00
SBD 2.65