নাটক রিভিউ (সুইচ) (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊🦊
হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে খুবই সুন্দর একটি নাটক রিভিউ। আশা করছি এটি আপনাদের ভাল লাগবে তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের ব্লগ টা।
★ নাটকের গুরুত্বপূর্ণ তথ্য
নাটকের | তথ্য |
---|---|
নাম | সুইচ |
অভিনয়ে | ফারহান আহমেদ জোভান,তাসনিয়া ফারিন,রোদেলা মিরজা,জাহিদ হাসান,শেলি আহশান,হন্দল রয় |
পরিচালক | ইমরাউল রাফাত |
ডুরেশন | ৫০ মিনিট ১২ সেকেন্ড |
ভাষা | বাংলা |
দেশ | বাংলাদেশ |
★ নাটক লিংক
★ কাহিনী সংক্ষেপ
নাটকের শুরুতে দেখা যাবে তানহা এবং নিধির মধ্যে একটা ব্যাডমিন্টন প্রতিযোগিতা হতে চলেছে।তানহা হলো রোহান এর প্রেমিকা আর নিধি হলো রোহানের বেস্ট ফ্রেন্ড। দুজনের এক মুহুর্তআ ওনসম ও ভাল কাটে না সব সময় ঝামেলা আজকের খেলা নিয়েও দুজনের ঝামেলা লেগে আছে।
রোহানের প্রেমিকা নিধির সাথে খেলায় হেরে যায় এবং নিধি রোহান কে সস্থা বলে অপমান করে এর বদলা নেওয়ার জন্য রোহান নিধির জামার পেছনে একটা সস্থা স্টিকার মারে যেটা সে তার কলেজে গিয়ে ঘুরে আর মানুষ দেখে ফেলে এবং অনেক হাসা হাসি করে।
এরপরে একদিন সকালে রোহান এবং নিধি ঘুম থেকে উঠে দেখে তাদের শরির পরিবর্তন হয়ে গিয়েছে মানে নিধির জায়গা রোহান আর রোহানের জায়গায় নিধির শরির চলে এসেছে খুবই ঝামেলাই পরে যায় এটা নিয়ে তারা।রোহান তার বাসায় খেতে পারে না বাসা ছেরে চলে যায়।
কিন্তু তার মা রাগ করে আবার নিয়ে আসে।এরপরে রোহানের প্রেমিকার সামনে নিধির শরির নিয়ে দারিয়ে রোহান কি করবে ভেবে পাইনা।রোহান নিধিকে ট্রাক করে সব সময় কারন নিধি যাতে রোহানের শরির নিয়ে কিছু না করতে পারে।এই জন্য তারা এটা করে।
একদিন তারা ডাক্তার এর কাছে যায় কিন্তু ডাক্তার তাদের এই রোগ টা ধরতেই পারে না।তাই তারা বাসাই চলে আসে।বাসায় এসে একদিন দুজনের দুটো ডাইরি ছিল দুটো ডাইরি দুজন পরছিলো আর দেখছিলো রোহান নিধিকে এবং নিধি রোহান কে খুবই ভাল বাসে কিন্তু কখুনো বলতে পারে নাই।
এই ডাইরি পরে তারা সামনা সামনি আসে।এরপরের দিন সকালে আবার উঠে দেখে তারা আবার সাভাবিক হয়ে গিয়েছে যার যার শরির তার তার হয়ে গিয়েছে এই খুশিতে রোহান নিধিকে জরিয়ে ধরে।এবং এখানেই নাটক টা শেষ হয়ে যায়।
★ নিজের মতামত
এই নাটক টা অনেক হাসি আর তামাশার একটা নাটক আপনারা দেখলে বুঝতে পারবেন কেমন ছিল এটা আমার কাছে খুবই ভাল লেগেছে আশা করি আপনারাও এটা দেখবেন আপ আদের ভাল লাগবে।
বন্ধুরা কাহিনিটা পুরোটাই কাল্পনিক তবুও অনেক মজার ছিল।সবাইকে ধন্যবাদ আবারো দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো পোস্ট শুভ কামনা সবার জন্য।ধন্যবাদ সবাইকে।
গল্পের কাহিনী কাল্পনিক হলেও সবমিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে আমিও নাটক দেখতে অনেক পছন্দ করি। কয়েকদিন থেকেই সুইচ নাটকটি বারবার সামনে চলে আসছিল। কিন্তু দেখা হয়নি। আজকে আপনার শেয়ার করা রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে ভাইয়া।
Upvoted! Thank you for supporting witness @jswit.