ফটোগ্রাফি পোস্ট(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য) 🙏🦊

in আমার বাংলা ব্লগlast month

হেলো বন্ধুরা


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে একটি রেন্ডম ফটোগ্রাফি পোস্ট আশা করি আপনাদের ভালো লাগবে।


IMG_20240519_112122.jpg

প্রথম যে চিত্র টা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা চটকা গাছ।এই গাছ কুমারখালি রেলস্টেশনের একদম সামনে অবস্থিত বছরের পর বছর দেখছি এই গাছটাকে।এক সময় মরার মতো কোনো পাতা থাকে না আবার এক সময় একদম উজ্জ্বল চেহারা হয়ে যায়।এখন গাছে প্রচুর পাতা হয়েছে।


IMG_20240519_112347.jpg

বন্ধুরা আমার ২য় ছবিতে দেখতে পাচ্ছেন এটা কোনো শহরের রাস্তা না এটা হলো গ্রামের একটি রাস্তা।নগরায়নের ফলে গ্রামকে এখন শহরে পরিনত করা হচ্ছে।এক সময় এই রাস্তার দুই ধারে এতো পরিমান গাছ ছিলো যে মানুষ অন্ধকারে ভয় পাওয়ার মতো অবস্থা কিন্তু এখন আর নেই।


IMG_20240515_141810.jpg

এই চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মধুমতী নদীর এক করুন দৃশ্য গত বছর এই নদীতে অনেক পানি ছিলো এই সময়ে কিন্তু এবার যেনো নিয়ম বদলে গিয়েছে একদম ছোট বেলায় পড়া আমাদের ছোট নদীর মতো হাটূ জল হয়েছে।


IMG_20240519_080400.jpg

বন্ধুরা এই চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন গাছে লিচু থোকায় থোকায় ঝুলছে।গ্রামে এখন প্রায় প্রত্যেক বাড়িতেই এমন দৃশ্য দেখতে পারবেন।কারন এখন লিচুর সিজন।একদম গাছ থেকে পেরেই খাওয়া যায় এমন অবস্থা।


IMG_20240517_234926.jpg

বন্ধুরা এই চিত্রে আপনারা দেখছেন একটি মাধবিলতার ফটোগ্রাফি। যে আমি শিলাইদহের কুঠি বাড়ি থেকে তুলে রেখেছিলাম।মাধবি লতার সৌন্দর্য্যই হলো অন্য রকম তুলনা চলে না এটার সাথে।


IMG_20240519_080317.jpg

সব শেষে আমি একটা প্লাস্টিকের ফুলের ছবি দেখাচ্ছি।আসলে প্রকৃতির মাঝে কিছু সময় প্লাস্টিক কেউ রাখা উচিত৷ এই ফুলটা আমি মেলায় গিয়ে ছবিটা তুলে রেখেছিলাম।আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।


পোস্টেরবিবরণ
শিরোনামরেন্ডম ফটোগ্রাফি
ক্যামেরাOppo A78
ক্যামেরাম্যান@ashik333

Sort:  
 last month 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। সাথে বর্ণনা করেছেন। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। বিশেষ করে লিচু ফল গুলো দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে। আর প্লাস্টিকের ফুলটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 last month 

অনেক ধন্যবাদ।

 last month 

রেনডম ফটোগ্রাফি গুলি ভীষণ ভালো লাগে কারণ এগুলোতে ভিন্ন ভিন্ন রকমের ফটোগ্রাফি লক্ষ্য করা যায়। কিছু কিছু গাছ এমন রয়েছে যেগুলো একসময় পাতা ঝরে গিয়ে একদম মরে যাওয়ার মত হয়ে যায় পুনরায় সেগুলোতে পাতা হয়ে নতুন রূপে সাজে। প্রকৃতি আসলে বিচিত্রময়। নগরায়নের ফলে আসলেই এখন গ্রামকে শহরে পরিণত করা হচ্ছে। প্রত্যেকটা ফটোগ্রাফির মধ্যে আপনার বাস্তব ধর্মী কিছু বিষয় লক্ষ্য করা যাচ্ছে। বলতে গেলে এটি একটি বাস্তবিক দৃষ্টিভঙ্গির ফটোগ্রাফি। অসম্ভব সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফিটি। আশা করছি পরবর্তীতে এরকম ইউনিক আরো ফটোগ্রাফি আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পারব।

 last month 

অনেক ধন্যবাদ আপনাকে ভাই খুবই উৎসাহ মূলক মন্তব্য করেছেন শুভ কামনা রইলো।

 last month 

এরকম এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে খুব ভালো লাগে। চটকা গাছ নাম প্রথম শুনলাম। গাছটি বেশ সুন্দর। তাছাড়া মধুমতি নদীর ছবিটিও খুব ভালো লেগেছে। খুব চমৎকার একটি জায়গা। লিচুগুলো দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। যাই হোক ভাইয়া সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে।

 last month 

অনেক ধন্যবাদ আপু৷ সুন্দর মন্তব্যের জন্য।

 last month 

অসাধারণ ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন বিশেষ করে কুমারখালী রেলওয়ে স্টেশন এর এবং মধুমতি নদীর সৌন্দর্য।
ফটোগ্রাফি সম্পর্কে সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

 last month 

অনেক ধন্যবাদ ভাই ভালোবাসা নিবেন।💝

 last month 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন কিছু অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ অপরূপ সুন্দর ছিল। প্রত্যেকটি ফটোগ্রাফি দেশ দারুণভাবে বর্ণনা দিয়েছেন আপনি। আসলে গ্রামের বাড়িতে যখন লিচু ঝুলতে দেখা যায় তখন বেশ ভালো লাগে। ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last month 

আপনাকেউ অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

বেশ ভালো ভালো কোয়ালিটি ফুল দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন দেখলাম। সবচেয়ে বেশি ভালো লেগেছে প্রথম ফটোগ্রাফি এবং তিন নাম্বার ফটোগ্রাফি টা আমার কাছে। তাছাড়া দেখলাম বেশ সুন্দর লিচু গাছের ফটোগ্রাফি করলেন। আবার শ্বশুরবাড়ির মধ্যে আমাদের পাশের ঘরের সামনে বড় একটি লিচু গাছ আছে। যেখানে প্রচুর লিচু ধরেছে দেখলাম। তাই আজকে আপনার ফটোগ্রাফির মধ্যে লিচু দেখি আরো ভালো লাগলো। এবার কিন্তু অনেক লিচু খাওয়া হয়েছে। যাইহোক ভালো কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন।

 last month 

অনেক ধন্যবাদ আপু এবার দেখছি প্রায় বাড়িতেই লিচু গাছ রইছে।

 last month 

চটকা গাছের নাম এই প্রথম শুনলাম। প্রথম দুইটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। রেললাইন এবং গ্রামীন রাস্তার ফটোগ্রাফি গুলো সত্যি মুগ্ধ হয়ে গেলাম দেখে। লিচু গুলো তো দেখেই খেতে ইচ্ছে করছে। এগুলোর কথাই কি সেদিন বলেছিলেন নাকি??

 last month 

জী এগুলোর কথাই সেদিন বলেছিলাম।এবার তো লিছু ফুরিয়ে গেছে।সামনে বছর আপনার জন্য পাঠিয়ে দিবনে🫡

 last month 

অসাধারণ কিছু প্রাকৃতিক দৃশ্য ও আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলা বেশ চমৎকার হয়েছে। গাছ সহ লিচুর ফটোগ্রাফিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ ভাই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

আপনাকেউ অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 last month 

সু স্বাগতম ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 65809.08
ETH 3604.05
USDT 1.00
SBD 2.54