কাজের মধ্যে৷ আনন্দই অনুপ্রেরণা ❤️

in আমার বাংলা ব্লগ4 months ago

হেলো বন্ধুরা


1000038374.jpg

এখান থেকে

সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে একটি জেনারেল রাইটিং পোস্ট আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আজকের ব্লগ।


বন্ধুরা আপনারা সবাই আমার ফটোগ্রাফি দেখেন তো আজকে এই ফটোগ্রাফি করা নিয়ে কিছু কথা বলবো এবং অনুভূতি শেয়ার করবো বিভিন্ন সময় তোলা ফটোগ্রাফির। আসলে আমাদের বাংলাদেশে ফটোগ্রাফির মুল্য খুব একটা নেই অন্যান্য দেশে এদের যথেষ্ট মূল্যায়ন করা হয়।তবুও দেশের শোখিন মানুষ গুলো ফটোগ্রাফি করেন।কেউ মোবাইল দিয়ে কেউবা ক্যামেরা ব্যবহার করে।আসলে একটা সুন্দর ফটোগ্রাফির পেছনে কিন্তু অনেক গল্প লুকিয়ে থাকে।


আমরা যতটা সহজ মনে করি ফটোগ্রাফি ততোটা সহজ না।আপনারা হয়তো ভাবতে পারেন মোবাইল বের করে ঠাস ঠাস করে দুইটা ছবি তুললাম আর হয়ে গেলো বিষয়টি মোটেও এমন না।একটা সচ্ছ সুন্দর ছবির পেছনে যে কতোটা অপেক্ষা করতে হয় তা এক মাত্র সেই ফটোগ্রাফার ই জানেন।আমি সাধারণত মোবাইল ফটোগ্রাফি করি ক্যামেরা কেনার মতো সামর্থ্য এখনো হয়নি।


আমার একটা গল্প শেয়ার করি।আমি রিসেন্টলি একটা মাছ ধরার জাল ফেলানোর দৃশ্য ফটোগ্রাফি করেছিলাম।সত্যি বলতে এই ছবিটা তুলতে আমাকে রোদ্রের মধ্যে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছিল।জাল ফেলছে কিন্তু ঠিক ঠাক ক্যাপচার হচ্ছে না।আবার তোলা আবার জাল মারার জন্য অপেক্ষা করা।এভাবে অপেক্ষা করার পর একটা সচ্ছ ছবি আসে।


আসলে এগুলো কষ্ট না।কারণ আপনি যদি কাজের মধ্যে আনন্দ খুজে পান তাহলে কখনোই সেই কাজ কষ্টকর লাগবে না।আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

1000011935.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া ফটোগ্রাফি করতে গেলে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। শুধু ক্যামেরাটা বের করেই ফটোগ্রাফি করলে হয়ে যায় না। সত্যি বলতে গেলে কোন কাজে সহজ নয় সবকিছু নিজের কাছ থেকে সহজ করে নিতে হয়। তবে যত কষ্টই হোক যদি একটি কাজ করে সফলতা পাওয়া যায় তাহলে সত্যি অনেক ভালো লাগে। তাই আমি বিশ্বাস করি কাজের মধ্যে আনন্দ লুকিয়ে থাকে। ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 

ঠিক বলেছেন আপনি। কাজের মধ্যে আনন্দ পেলে সেই কাজ করে মজা আছে।

 4 months ago 

কাজের মধ্যে আনন্দ খুঁজে না পাওয়া গেলে সেই কাজে কখনোই সফলতা সম্ভব না।আর আপনি বেশ সুন্দর কিছু কথা বলেছেন।অনুপ্রেরণায় একমাত্র আনন্দ কাজের।ভালো লাগলো পোস্টটি।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনাকেউ ধন্যবাদ।

 4 months ago 

একটা সচ্ছ সুন্দর ছবির পেছনে যে কতোটা অপেক্ষা করতে হয় তা এক মাত্র সেই ফটোগ্রাফার ই জানেন।

এই ব্যাপারটার সাথে আমি একমত ভাই। যাইহোক, এটা ঠিক যে কাজের মধ্যে আনন্দ খুঁজে পেলে সেটা আর কষ্টের কাজ থাকে না। সেই কাজটি আমরা খুব সহজভাবেই করতে পারি এবং সেই কাজ করার পরে নিজেদের ভিতরেও ভালো লাগা কাজ করে। আপনি আজকে বেশ দারুন একটি বিষয় সম্পর্কে আমাদের মাঝে তুলে ধরেছেন ভাই। খুব ভালো লাগলো আপনার এই পোষ্টটি পড়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67715.17
ETH 2423.95
USDT 1.00
SBD 2.37