বৃক্ষমেলা-২(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊

in আমার বাংলা ব্লগlast year

হেলো বন্ধুরা

20230804_140852.jpg


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি আমি @ashik333, বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে।আমার আজকের ব্লগে থাকছে বৃক্ষ মেলায় ঘুরাঘুরির ২য় পর্ব বন্ধুরা আশা করছি আপনাদের ভাল লাগবে এটা তাহলে চলুন শুরু করি আমার আজকের ব্লগ টা।


বন্ধুরা এর আগের পর্ব এ আমি শেয়ার করেছিলাম বৃক্ষমেলায় যাওয়ার কথা আজ ভেতরে প্রবেশ করি চলুন।ভেতরে যেতেই চোখে পরলো একটি ব্যানার সেখানে লেখা বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলা।বন্ধুরা গেইট এ প্রবেশ করলাম আমরা দুই ভাই।প্রবেশ করার পরেই বা সাইডে চোখে পরলো খুব দারুন একটি দৃষ্য এই দৃশ্য যে কারো মন কারবে।সেখানে ফায়ার সার্ভিস এর একটি দোকান ছিল।সেখানে ৩ টা স্তরে গাছ সাজানো ছিল নিচে চিত্র দেওয়া হলো।


প্রথম লাইনে ছিল খালের ধারে কিভাবে গাছ লাগাতে হবে সে বিষয়ে নির্দেশনা।সেখানে ছোট খাল বানিয়ে সুন্দর ভাবে দেখানো হয়েছে।এরপরে পাশে ছিল বসত বারিতে করা বনায়ন। বাসা বারির আঙিনায় কিভাবে আমরা গাছ লাগাবো সে সব বিষয়ে সুন্দর ভাবে উপস্থাপন করা ছিল।

এরপরে রয়েছে রাস্তার ধারে বনায়ন বন্ধুরা রাস্তা মজবুত এবং টেকসই করতে রাস্তার ধার দিয়ে গাছ লাগানো খুবই জরুরি তাই আমাদের সঠিক ভাবে জানতে হবে কিভাবে গাছ লাগাতে হবে।

20230804_141006.jpg

20230804_141018.jpg

20230804_140938.jpg

20230804_141028.jpg

20230804_141034.jpg


এরপরে শেষে ছিল রেল লাইন এর ধারে কিভাবে গাছ লাগাবো সে বিষয়ের চিত্র।সুন্দর ভাবে রেল লাইন এর পাশ দিয়ে গাছ লাগানো দেখতে যেমন সুন্দর তেমনি পরিবেশকেও করছে সুন্দর। বন্ধুরা এমন দারুন একটি উদ্যোগ এর জন্য ফায়ার ফাইটার রা একটি ধন্যবাদ পেয়েই থাকবে।তার এই কাজ কে আমরা সাধুবাদ জানাই এছারা তারা সেখানে বিভিন্ন ফলজ গাছ ফুল গাছ বিভিন্ন গাছ বিক্রি করছিল দেখতে বেশ ভাল লাগছিলো বন্ধুরা আজ এই অবদি বাকিটা আগামি পোস্টে সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবারো দেখা হবে নতুন পোস্টে ধন্যবাদ সবাইকে।


পোস্টের বিবরণ

শ্রেনীবৃক্ষমেলা পোস্ট
দেশবাংলাদেশ
ক্যামেরাস্যামসাং
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ধন্যবাদ

 last year 

রেলবো নাইন আর সড়ক বনায়ন এই দুইটা ছবি আসলেই সুন্দর লাগছে বাস্তবে যেমন সুন্দর লাগে ঠিক এখানে ও সুন্দর লাগছে। তবে আমার মতে বৃক্ষ মেলায় যাওয়া অনেকটাই শিক্ষনীয় বিষয়। এই যে ধরুন আপনি বৃক্ষ মেলায় গিয়ে রেল বনায়ন কিভাবে করতে হয় আবার সড়ক বনায়ন কিভাবে করতে হয় সে সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন।

 last year 

জী আমি নিয়মিত গাছ লাগাই এবং পরিবেশ এর পাশে থাকি আপনিও গাছ লাগান

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58544.56
ETH 2629.02
USDT 1.00
SBD 2.44