সাপ্তাহিক পাইকারি বাজার🔥
হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে একটি চমৎকার গ্রামীন পাইকারি হাট নিয়ে ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করি।
বন্ধুরা আজ রবিবার, রবিবারে আমাদের এখানে সাপ্তাহিক হাট বসে।পুরো এক সপ্তাহ পরে পাইকারি হাট বসে।এখানে পেয়াজ,রসুন,পাট,গম, ভুট্টা ইত্যাদি কেনাবেচা হয়।সেখানে ঢাকা থেকে বড় বড় পাইকারি ব্যবসায়ীরা ট্রাক নিয়ে আসেন মালামাল ক্রয় করতে।আজ আমিও কিছু পেয়াজ বিক্রির জন্য গিয়েছিলাম আমাদের বাজারে।সকাল থেকেই আকাশে বেশ মেঘ ছিলো বৃষ্টির সম্ভাবনা ছিল।গত সপ্তাহে বিক্রি করতে চেয়েছিলাম কিন্তু সব কিছু বন্ধ থাকায় আর যায়নি।তাই এই সপ্তাহে যেতেই হবে।
সকাল ৭ টার দিকেই বের হয়।এই হাট খুব সকাল থেকেই শুরু হয় এবং বেচা কেনা ১০ টার মধ্যে শেষ হয়ে যায়।বাজারে গিয়ে দেখলাম আগের থেকে লোকজন খুবই কম ছিল হয়তো এই সাময়িক সমস্যার কারনে গাড়ি তেমন আসতে পারেনি। মানুষ কম থাকলেও বাজারে পেয়াজের দাম বেশ ভাল ছিল।এই দাম বৃদ্ধির মূল কারণ হলো চলমান কারফিউ এর জন্য।গাড়ি আশা যাওয়া করতে পারেনি এবং পন্যবাজার জাত না করতে পারায় এই অবস্থা।
আমি আমার পেয়াজ ৩৪০০ টাকা মন বিক্রি করেছিলাম।বিভিন্ন দামে পেয়াজ পায়কারি কেনা বেচা হচ্ছে ২৮০০ থেকে শুরু করে ৪০০০ হাজার টাকা অবদিও বিক্রি হচ্ছে।আমি পেয়াজ বিক্রি করে বাজারে একটু ঘুরাঘুরি করছিলাম মাসকালাই এর৷ বীজ কেনার জন্য।অনেক ক্ষন ঘুরাঘুরি করে আমি সেখানে কোনো বীজের দোকান পেলাম না।তাই আমার সাইকেল নিয়ে বাজার থেকে বের হয়ে গেলাম।
পথে আসতে আমি ফাকা মাঠের মাঝে একটা চায়ের দোকান পায়।সকালে যেহেতু চা খাওয়া হয়নি তাই ভাবলাম এখানে বসে একটু জিরিয়ে নিব এবং চা খাব।আমি বেঞ্চে বসলাম অনেক সুন্দর ঠান্ডা বাতাস হচ্ছিল একদম মন জুরানো ফাকা মাঠের বাতাস অনেক মিষ্টি।তো চা খেয়ে আমিও আমার বাসায় চলে এলাম।
https://x.com/ashik333444/status/1817426329069072599?t=Jd1CF4xajk41-kK-BZlz3A&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভালই তো প্রতি সপ্তাহে পাইকারি বাজার বসে । পাইকারি বাজার হওয়ার কারণে দূর দুরান্ত থেকে মানুষজন গাড়ি নিয়ে মালামাল কিনে নিয়ে যেতে আসে । আপনি ৩৪০০ টাকা মনে পেঁয়াজগুলো বিক্রি করেছেন তাহলে তো ভালোই দাম পেয়েছেন । ঠিকই বলেছেন এই কারফিউ এর কারণে পেঁয়াজ এর দাম অনেক বেড়ে গিয়েছে ।আপনি তো চড়া দামে পেঁয়াজ বিক্রি করতে পারলেন কিন্তু আমাদেরওতো কিনে খেতে হচ্ছে বেশি দাম দিয়ে । কবে যে এই পেঁয়াজের দাম কমবে আল্লাহই জানে । যাইহোক কাজ কাম শেষ করে সুন্দর এক কাপ চা খেয়ে নিলেন এবং মনটা ফ্রেশ করে নিলেন ।
আপনি ভাই পেঁয়াজ প্রতি মন ৩৪০০ টাকা বিক্রি করেছেন, তার মানে তো যথেষ্ট ভালো দাম পেয়েছেন। আর বাংলাদেশে যেহেতু বর্তমানে একটা সমস্যা চলছে, এই জন্য হয়তো লোকজন হাটে বাজারে কম । আসলে ভাই, আমার কাছে পাইকারি বাজার অনেক বেশি ভালো লাগে। কারণ অনেক দূর থেকে লোকজন আসে এবং কম দামে জিনিসপত্র পাওয়া যায়। যাইহোক, খুব ভালো লাগলো ভাই, আপনার এই অভিজ্ঞতার কথা জানতে পেরে।