এ জার্নি বাই ট্রেন🚉 (২)

in আমার বাংলা ব্লগ3 months ago

হেলো বন্ধুরা


1000041791.jpg

সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে ট্রেন জার্নি এর দ্বিতীয় পর্ব আশা করি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করি।

1000041786.jpg

1000041790.jpg


আগের পর্বে আমরা কুমারখালি থেকে ট্রেনে যাওয়া সময়ের কথা শেয়ার করেছিলাম আজ কুষ্টিয়া টু পোরাদহ কিভাবে এলাম।ট্রেন কুষ্টিয়া এসে থেমে যায় ক্রোসিং এর জন্য ঢাকা থেকে আন্তঃনগর ট্রেন আসবে সে জন্য আমরা ট্রেন থেকে নেমে আশে পাশে একটু ঘুরাঘুরি করছি কিন্টু সেই ট্রেন আসে না ২০ মিনিট হয়ে গেলো এখানে ক্রোসিং হতে অনেকটা সময় নেয়। তাই সবাই এখানেই নেমে যায়।সবাই নামার পরে ট্রে৷ একদম ফাকা।

1000041794.jpg

1000041795.jpg

1000041922.jpg

1000041793.jpg

1000041802.jpg


তবে আজকে কপাল ভালো আন্তঃনগর ট্রেন অনেকটা লেইট করছে ফলের অন্যান্য দিন ট্রেন টা ক্রোসিং এর জন্য অপেক্ষা করতে আর আজ আগেই চলে গেলো।যাওয়ার পথে আমরা বাংলাদেশের প্রথম স্টেশন যগতি এর চিত্র দেখতে পাই।কুষ্টিয়া জেলায় দেশের প্রথকম রেল স্টেশন স্থাপন করা হয়েছিল ব্রিটিশ আমলে। যা এখনো টিকে আছে তবে সঠিক পরিচর্যা করতে পারলে দারুন একটা পর্যটন কেন্দ্র হবে।আমরা যগতি ছেরে পোড়াদহ স্টেশনে চলে এসেছি।


পোড়াদহ স্টেশন থেকে নতুন যাত্রী উঠিয়ে আবারো ঢাকার উদেশ্য যাবে এরা।আর আমরা ওখানে নেমে স্টেশন টা একটু ঘুরাঘুরি করে দেখছিলাম আর ছবি উঠছিলাম এরপরে আলমডাঙ্গার একটা ট্রেন আসলো আমরা সেই ট্রেনের টিকিট কাটার জন্য গেলাম টিটি আমাদের কে বললো ট্রেন থেকে নিয়েন আমরা উঠে পরলাম ট্রেনে। এরপরে টিকিট কাটলাম ভারা ৩ জনের ৪৫ টাকা আমরা ১০০ টাকার একটা নোট দি তার কাছে ৫ টাকা না থাকাই সে আমাদের টাকা টা পরে ফেরত দিতে চাইলো কিন্তু আর দেইনি এদিকে আমরা আলমডাঙ্গা স্টেশনে নেমে যায়।



আমার পরিচয়

1000011935.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

একটা সময় মাঝে মাঝে পোড়াদহ স্টেশনে যেতাম ঘুরতে। লোকাল ট্রেনে চলে যেতাম। অধিকাংশ সময় কোন টাকা দিতাম না। আপনার পোস্টে পোড়াদহ স্টেশন এবং জগতি স্টেশন এর ছবিগুলো দেখে বেশ ভালো লাগল। ট্রেন ভ্রমণটা বেশ ভালো করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 3 months ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

আসলে ট্রেন জার্নিচার আমার কাছে অনেকটা একটা রিলাক্সেবল জার্নি। কেননা এই ট্রেন যখন বিভিন্ন প্লাটফর্মে এসে দাঁড়ায় তখন আমি সেই প্ল্যাটফর্মে নেমে কয়েক সেকেন্ড এদিক ওদিক হেঁটে আবার পুনরায় ট্রেনে উঠে যাই। যাই হোক ট্রেন জার্নির এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

আমার কাছেও খুবই রিল্যাক্স লাগে।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.039
BTC 97371.04
ETH 3473.35
USDT 1.00
SBD 3.20