ইকো পার্কে ঘুরাঘুরি (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগlast year

হেলো বন্ধুরা


IMG_20230726_130339_443.jpg

সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে অনেক দিন পরে ইকো পার্কে কাটানো সুন্দর একটি সময়। বন্ধুরা আশা করছি এটা আপনাদের ভাল লাগবে তাহলে চলুন শুরু করি আমার আজকের ব্লগ টি।


বন্ধুরা আমাদের বাড়ির পাশে সেতু হওয়াতে আমরা আর ইকো পার্কে যায়না অনেকদিন হয়ে গেছে প্রায় আমি ইকো পারকে যায়না।তো সেদিন কাজের সুবাদে দুপুরে উপজেলা গিয়েছিলাম কাজ শেষ করতে পেরেছিলাম না কারন যে কাজের জন্য আশা সেই লোক ওখানে ছিল না।এরপরে কি করবো হাতে অনেকটা সময় পেলাম আমি আর আমার ভাগ্নে বললাম তাহলে এসেই যখম পরেছি আর হাতে যেহেতু সময় রয়েছে তাহলে ইকো পার্ক থেকে ঘুরে আসাই যাক।


IMG_20230726_115442_661.jpg

IMG_20230726_114919_095.jpg

সেতু হওয়াতে এখন অনেক টা পথ ঘুরে সেখানে যাওয়া লাগে।যাইহোক হাটতে হাটতে আমরা যেতে লাগলাম এদিকে আবার সূর্য মামা তার তেজ দেখাচ্ছেন।হাটতে হাটতে চলে এলাম আমরা ইকো পার্কে। কম বেশি লোক এখানে ছিল।আমরা দুইজন একটি গাছের নিচে যায়ে বসলাম।এরপরে আমার ভাগ্নে গেইম খেলতে শুরু করলো।এদিকে আমার চোখে ঘুম ঘুম পাচ্ছে কি করবো গাছের সাথে হেলিয়ে রইলাম আমি।


IMG_20230726_130317_496.jpg

IMG_20230726_130335_320.jpg

IMG_20230726_130029_878.jpg

IMG_20230726_124138_234.jpg

IMG_20230726_123736_880.jpg

IMG_20230726_124135_229.jpg

এরপরে কিছু সময় পরে সোজা হয়ে উঠলাম এবং ছবি তোলার জন্য আমি ঘুরতে থাকলাম পার্কে। আসলে একটা জিনিস খুব খারাপ লাগলো পার্কে এখন ঝোপ ঝার আর লোকজন কম আশাতে জায়গাটাতে এখন অশালিম কাজ কাম বেশি হয় মনে হলো।আমি অদিকে নজর না দিয়ে নিজের কাজ কতে থাকলাম।ছবি তোলা হয়ে গেলে বললাম মামা এখান থেকে চলে যাব জায়গা টা ভাল লাগছে না।এরপরে আমরা দুই মামা ভাগ্নে উঠে আবারো হাটতে থাকলাম এবং এভাবে বাসায় চলে এলাম আমরা।



ফটোতথ্য
নামআশিক
স্থানকুষ্টিয়া, বাংলাদেশ
ক্যামেরাWalpad 8g
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

যে কাজের জন্য গিয়েছিলেন সেই লোক না থেকে তো ভালো হয়েছে খুব সুন্দর একটি জায়গা থেকে ঘুরে আসতে পেরেছেন। এরকম নদীর পাশে বসে থাকতেই তো ভালো লাগে। আর আপনার এত সুন্দর পরিবেশে গিয়ে ঘুম পেয়ে গেল। আমারই তো মন চাচ্ছে গিয়ে নদীর পাড়ে বসে থাকি। খুব সুন্দর পরিবেশ দেখেই ভালো লাগছে।

 last year 

কাজের সুবাদে আমাদের মাঝে মাঝে অনেক জায়গায় ঘুরার সুযোগ হয়। তবে কাজটি হয়নি জেনে একটু খারাপ লাগলো। যাইহোক ভাইয়া সেই সুযোগটা কাজে লাগিয়ে এত সুন্দর একটি পার্কে ঘুরতে গিয়েছেন জেনে ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে।

 last year 

অনেকদিন পরে হলেও ভাগ্নে সহ ইকো পার্কে বেশ ভালোই সময় কাটিয়েছেন ভাই। আপনার এই ইকো পার্কের পরিবেশ দেখে মনে হচ্ছে জায়গাটি খুবই শীতল ও ছায়া সুনিবিড়। গাছ গাছালিতে ভরপুর যার কারণে গরমের তীব্রতা খুবই কম লাগবে। যাইহোক ভাই, যেহেতু পার্কটিতে এখন তেমন একটা মানুষের যাওয়া আসা নেই তাই হয়তো মানুষ এই পার্কের অসৎ ব্যবহার করছে। ইকো পার্কে ঘোরাঘুরি নিয়ে সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58729.26
ETH 2640.67
USDT 1.00
SBD 2.47