ডাই প্রজেক্ট /রঙিন কাগজ দিয়ে টিসু বক্স (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য) 🦊🦊

in আমার বাংলা ব্লগlast year

হেলো বন্ধুরা

IMG_20230917_131406.jpg


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @ashik333 বাংলাদেশ থেকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে রঙিন কাগজ দিয়ে টিসু বক্স বানানো। আশা করি আপনাদের ভাল লাগবে তাহলে চলুন শুরু করি আমার আজকের ব্লগ টা।


IMG_20230917_131726.jpg

উপকরণ

  • রঙিন কাগজ
  • কেচি
  • পেন্সিল
  • আঠা
  • স্কেল
  • টিসু

IMG_20230917_131701.jpg

প্রথমে ১০*১০ সে. ৩ টা কাগজ কেটে নিব।এরপরে সেই কাগজ গুলো মাঝ থেকে একটা করে ভাজ দিব।


IMG_20230917_131645.jpg

IMG_20230917_131630.jpg

ভাজ দেওয়া হলে কাগজ এর দুই মাথা থেকে V আকৃতির করে ভাজ দিব এর পরে আবারো মাঝ থেকে আরেকটা ভাজ দিব।


IMG_20230917_131608.jpg

IMG_20230917_131544.jpg

ভাজ দেওয়ার পরে দুই মাথা বাকিয়ে নৌকার মতো বানিয়ে ফেলবো এভাবে তিন টা বানাবো।


IMG_20230917_131500.jpg

IMG_20230917_131523.jpg

এরপরে আমরা একটার সাথে আরেকটা গুজে দিয়ে লাগিয়ে দিব বাকি আরেকটা থাকবে সেটার এক সাইটে একটু ফুটো করে নিব টিসু বের করার জন্য।


IMG_20230917_131435.jpg

এরপরে আঠা দিয়ে টিসু লাগিয়ে দিব বক্স এর মধ্যে লাগিয়ে দিয়ে বাকি টা দিয়ে বক্স আটকে দেব এবং হয়ে যাবে সুন্দর টিসু বক্স


আমি এটাকে দুইটা চোখ একে দিয়েছি আপনারা চাইলে আকাতে পারেন সুন্দর লাগবে। ধন্যবাদ সবাইকে আশা করি আপনাদের কাছে ভাল লাগবে আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে।


পোস্টের বিবরণ

শ্রেণীডাই পোস্ট
ক্যামেরাঅপু
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
Sort:  
 last year 

রঙিন কাগজের তৈরি জিনিস গুলো বানাতে সবসময় ভালো লাগে । আর আপনি রঙিন কাগজের খুব সুন্দর একটি টিস্যু বক্স বানিয়েছেন তার ভিতর টিস্যু রেখেছেন দেখে সত্যি অনেক ভালো লাগছে । মনে হচ্ছে সত্যিকারের একটা টিস্যু বক্স ।

 last year 

সত্যি কারের টিসু বক্স কিন্তু এটা ছোট।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ধন্যবাদ ।

 last year 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটি টিসু বক্স তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে বর্তমান সময়ে কমিউনিটির প্রায় সকলেই অনেক সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট আমাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করে যাচ্ছে আপনিও দেখছি তাদের মাঝেই একজন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রঙিন কাগজের একটি টিস্যু বক্স তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

অনুপ্রেরণা মূলক মন্তব্যর জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক সুন্দর একটি টিস্যু বক্স তৈরি করেছেন। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

 last year 

ভাইয়া রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর টিসু বক্স বানিয়েছেন। আপনার এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজের জিনিস দেখতে খুবই ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ভাল লেগেছে জেনে খুশি হলাম।

 last year 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি টিস্যু বক্স তৈরি করেছেন ভাইয়া। আসলে রঙিন কাগজ দিয়ে আমরা যাই তৈরি করি না কেন দেখতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এরকম একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপনাকে।

 last year 

টিসু বক্সের দারুণ একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করেছে ভাইয়া। ডাই প্রজেক্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। ধাপ গুলো ভালো হয়েছে। তবে শেষে টিসু বক্সের ছবি দিলে আরো ভালো হত। শুভ কামনা আপনার জন্য।

 last year 

আপু সেটা প্রথমে দিয়েছি ধন্যবাদ আপনাকে ।

 last year 

রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে আমার কাছে দেখতে খুব সুন্দর লাগে। আজ আপনি খুব সুন্দর করে চমৎকার ভাবে কাগজ দিয়ে টিসু বক্স তৈরি করেছেন খুবই অসাধারণ হয়েছে। কাগজ দিয়ে টিসু বক্স তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ডাই পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

ধন্যবাদ আপনাকেও।

 last year 

রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আরে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি টিস্যু বক্স তৈরি করেছেন। এই টিস্যু বক্স তৈরির প্রতিটা ধাপ খুব সুন্দর করে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

বক্স তৈরি করলেন কিভাবে সেটা যদি দেখাতেন আরো বেশি ভালো হতো তাছাড়া দুটো চোখ অঙ্কন করার বিষয়টি ফুটিয়ে তুললে পোস্ট পুরোপুরি পূর্ণতা পেত তারপরও বেশ ভালো আইডিয়া নিয়ে টিস্যু বক্স তৈরি করেছেন শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.030
BTC 65556.02
ETH 2660.30
USDT 1.00
SBD 2.91