বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ রিভিউ 🇧🇩🔥

in আমার বাংলা ব্লগ6 days ago

হেলো বন্ধুরা

1000024131.jpg

সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি।চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে।আমার আজকের ব্লগে থাকছে একটি ক্রিকেট ম্যাচ রিভিউ আশা করি আপনাদের ভালো লাগবে।তাহলে চলুন শুরু করি আজকের ব্লগ।


First innings

বাংলাদেশ একাদশ

  • তানজিব হাসান
  • নাজমুল হাসান শান্ত
  • লিটন দাশ
  • সাকিব আল হাসান
  • মাহমুদউল্লাহ
  • তাওহিদ রিদয়
  • জাকের আলি
  • রিশাদ হোসেন
  • তানজিম হাসান সাকিব
  • তাসকিন আহমেদ
  • মোস্তাফিজুর রহমান

1000024130.jpg

বাংলাদেশ টস হেরে ব্যাটিং এ নামে বরাবরের মতো তানজিম হাসান এবং শান্ত ওপেনিং এ নামে শুরুটা তানজিম বেশ ভালোই করে। কিন্তু অপর দিকে অফ ফর্মে থাকা শান্ত মাত্র তিন বল খেলেই ক্যাচ তুলে দেন এরপরে লিটন দাস মাঠে এসে ঝরের গতিতে সেও ফিরে যান। মাঠে আসেন সাকিব আজ তানজিম এর সাথে জুটি বেধে রাজার মতো প্রত্যাবর্তন করলেন। ততক্ষণে তানজিম নিজের কাজ সেরে বিদায় নিলেন।তাওহীদ রিদয় আজ তেমন সুবিধা করতে পারলেন না তিনিও ফিরে গেলেন।

মাহমুদউল্লাহ রিয়াদ আসলেন এবং পর পর দুইটা ওভার বাউন্ডারি এবং দুইটা চার মেরে বিদায় নিলেন।এদিকে সাকিব নিজের রান এগিয়ে নিচ্ছেন।মাঠে ফিরলেন জাকের আলি তার দারুন দারুন তিনটা শর্ট দেখালেন।এদিকে সাকিব এর রানের মেইল ফলক সব মিলিয়ে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলে নিলেন। টার্গেট ১৬০।


1000024134.jpg


বাংলাদেশ ব্যাটিং ফিগার

বাংলাদেশরানবল
তানজিম৩৫২৬
শান্ত
লিটন
সাকিব৬৪৪৬
তাওহীদ রিদয়১৫
মাহমুদউল্লাহ২৫২১
জাকের আলি১৪

নেদারল্যান্ডস বোলিং ফিগার

নামওভাররানউইকেট
ভিভিয়ান কিংমা২০
আরিয়ান দত্ত১৭
ভান মেকরেন১৫
ভান বিক৪৩০০
দে লিদি৩১
টি প্রিঙ্গেল২৬

2Nd Innings

নেদারল্যান্ডস একাদশ

1000024132.jpg

  • মিচেল লেভিত
  • ম্যাক্স ওডাউদ
  • ভিকরামজিত সিং
  • সাইব্রেন ইঞ্জেলব্রিচিত
  • স্কট এডোয়ার্ড
  • ডে লিদে
  • ভান বিক
  • টিম প্রিঙ্গেল
  • আরিয়ান দত্ত
  • পল ভান মিক্রেন
  • ভিবিয়ান কিংমা

নেদারল্যান্ডস শুরুটা দারুন ভাবে করে কিন্তু বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ের তোপে তারা বেশিক্ষন টিকতে পারে নি একে কে উইকেট হারিয়ে ১৩৪ রান করে ফিরতে হয় তাদের এবং ম্যাচটা ২৫ রানে জিতে যায় বাংলাদেশ। ম্যাচটা জিতায় বাংলাদেশ সুপার ৮ এ নিশ্চিত হতে পারলো।


নেদারল্যান্ডস ব্যাটিং

বাংলাদেশরানবল
মিচেল লেভিত১৮১৬
ম্যাক্স ওডাউদ১২১৬
ভিকরামজিত সিং২৬১৬
সাইব্রেন ইঞ্জেলব্রিচিত৩৩২২
স্কট এডোয়ার্ড২৫২৩
ডে লিদে
ভান বিক
টিম পীঙ্গেল১০
আরিয়ান দত্ত১৫১২

বাংলাদেশ বোলিং

নামওভাররানউইকেট
মোস্তাফিজ১২
তানজিম সাকিব২৩
তাসকিন৩০
সাকিব২৯০০
রিশাদ৩৩
মাহমুদউল্লাহ

অসাধারণ একটা ম্যাচ ছিলো সাকিবের রানে ফেরা বাংলাদেশের জয় নিশ্চিত হলো সুপার ৮ শুভ কামনা রইলো টিম টাইগার।



আমার পরিচয়

1000011935.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 

এই ম্যাচটি বাংলাদেশের অবশ্যই জেতার দরকার ছিল এবং তারা জিতেছে। বরাবরের মতো শান্ত লিটন ব্যর্থ হলেও আজকে সাকিব ভালো খেলেছে। আর বলিংদের কথা কি বলবো তারা বরাবরি ভালো বল করে যাচ্ছে। সব মিলে ভালো পারফর্ম করেছে বলেই তারা এই ম্যাচটি জিততে পেরেছে। এবং তারা অনেকটাই নিশ্চিত শেষ আটে যাওয়ার টিকিট।

 5 days ago 

জী ভাই ঠিক বলেছেন। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 6 days ago 

ম্যাচ রিভিউ এর একটা বিষয় ভালো লাগলো পুরোপুরি বিষয়টা ভিন্নভাবে উপস্থাপন করেছ। আলাদা আলাদা স্কোয়ার্ড আবার বোলিং দের জন্য আলাদা ছক তৈরি করেছ। সুন্দর মার্কডাউন ব্যবহার করেছ শুভকামনা রইলো।

 5 days ago 

নিজের মতো করে চেষ্টা করেছি ধন্যবাদ আপনাকে উৎসাহ মূলক মন্তব্যর জন্য।

 6 days ago 

আপনার কাছ থেকে খুব সুন্দর একটি খেলার রিভিউ দেখলাম ভালো লাগলো দেখে। সত্যি কথা বলতে টিভির সামনে বসে কখন যে খেলা দেখেছি কখন নাটক দেখেছি মুভি দেখেছি সেই কথা মনে নেই। আসলে সংসার নিয়ে বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকার কারণে আর সুযোগ হয় না দেখার। আগে অনেক সময় যেত টিভি দেখার নিয়ে। রিভিউ দেখে অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

আসলে সাংসারিক জীবনে এগুলো দেখার সময় পাওয়া যায়না। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 5 days ago 

বরাবরের মতো এইদিনও আমাদের দুই গর্ব লিটন দাস এবং শান্ত ব‍্যর্থ। সুন্দর ভাবে নিজের উইকেট টা বিলিয়ে দিয়ে চলে যায়। তবে সাকিব অসাধারণ একটা ইনিংস খেলে দেখিয়ে দেয় সে এখনও ফুরিয়ে যায়নি। বাংলাদেশের বোলার রাও বেশ ভালো পারফর্ম করে। সবমিলিয়ে বাংলাদেশ ম‍্যাচটা জিতেই মাঠ ছাড়ে।

 5 days ago 

হুম আশা করি সামনের ম্যাচ গুলোও ভাল করবে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64928.52
ETH 3525.30
USDT 1.00
SBD 2.36