নাটক রিভিউ (কোথাও কেউ নেই-৩য় পর্ব)
হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে একটি নাটক রিভিউ। আশা করি আপনাদের ভালো লাগবে।তাহলে চলুন শুরু করি আজকের ব্লগ।
★ গুরুত্বপূর্ণ তথ্য
নাটক | রিভিউ |
---|---|
নাম | কোথাও কেউ নেই |
পরিচালক | বরকত উল্লাহ |
লেখক | হুমায়ুন আহমেদ |
অভিনয়ে | সুবর্ণা মোস্তফা, আসাদুজ্জামান নূর, আব্দুল কাদের, মাহফুজ আহমেদ, আফসানা মিমি, হুমায়ুন ফরীদি, মোজাম্মেল হোসেন, সালেহ আহমেদ, আবুল খায়ের, নাজমা আনোয়ার, শহীদুজ্জামান সেলিম |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
ডুরেশন | ২০ মিনিট ৩য় পর্ব |
রিলিজ | ১৯৯২ সালে প্রথম সম্প্রচার |
★ নাটক লিংক
★ কাহিনী সংক্ষেপ
বন্ধুরা এই পর্বের শুরুতে মুনার মামা বাবু কে ডেকে বলছে কিরে বাবু তুই স্কুলে যাসনি।বাবু বললো না বাবা আজ স্কুল বন্ধ কিসের বন্ধ জিগাতে বাবু বলতে না পারায় বাবা তাকে চর মেরে দেয় কান্না করতে করতে দাদা জানের কাছে চলে যায় বাবু।দাদাজান তার গল্প দিয়ে কান্না ভুলানোর চেষ্টা করে।
এদিকে সবাইকে সামলানো মুনা আজ গিয়েছে তার প্রেমিক মামুন সাহেব এর সাথে দেখা করতে। মামুন সাহেব বেকার একজন প্রেমিক পোরাশোনা শেষ করে চাকুরির আশায় বিবাহ করতে পারছে না মুনাকে, এদিকে তার চুল দারি যেনো সাদা হতে লেগেছে।
অপর দিকে বাকের ভাই এলাকায় এক নতুন ভারাটিয়া আসছে রেবেকা হক তার দারোয়ান কে জিজ্ঞাসা করেছিলো বাসা কোথায় তোমার কিন্তু দারোয়ান মসকারা করে বলায় বাকের ভাই কিছুটা রাগ করে। পরে সেই ভারাটিয়া আসলে তাকে বাসার ঠিকানা বলতে বলে।বাকের ভাই এই ভারাটিয়ার নাম দেন কুত্তাওয়ালি।
প্রথম দেখাতেই বাকের ভাই বুঝতে পারেন এই মহিলার কোনো ঝামেলা আছে।তাই সে এই মহিলার উপর নজর দারিও রাখেন।মুনার মামি শরিরে জ্বর নিয়ে বিছানায় কাতরাচ্ছে কেউ তার পাশে গিয়ে বিন্দু মাত্র বসে থাকতে চায়না।মুনার মামা নিজের মধ্যে থাকা চিন্তা নিয়ে একবার এদিক একবার ওদিক ছুটে বেরাচ্ছে কাউকে কিছু বলছে না আবার ছেলে মেয়ে গুলো তার মায়ের কাছে যেতে নারাজ।
বাইরে কতো সুন্দর ঝুম বৃষ্টি হচ্ছে মুনা সহ তার ভাইবোন গুলো মিলে উঠানে বৃষ্টিতে ভিজতে শুরু করে দেয়। হঠাৎ এই ঝুম বৃষ্টির মধ্যে মুনার মামা মুনাকে চাপা কন্ঠে ডাকে আর বলে তোর মামির কি যেনো হচ্ছে মারা যাচ্ছে।এই মারা যাওয়ার টুইস্ট দিয়েই নাটকের আজকের পর্বটা ইতি টানে। দেখা হবে আগামি পর্বে।
★ নিজের মতামত
১৯৯২ সালে বিটিভিতে প্রচারিত সব থেকে আলোড়ন সৃষ্টিকারি নাটক হলো কোথাও কেউ নেই।হুমায়ুন আহমেদ এর উপন্যাস এর অবলম্বনে বরকত উল্লাহ এটা পরিচালিত করেন।আপনারা হয়তো কিছু পর্ব দেখেছেন।আমি প্রতিটি পর্ব আলোচনা করবো।আশা করি ভালো লাগবে আপনাদের।
https://x.com/ashik333444/status/1816193787284316235?t=lSjKBWSQp8EoztZQFjZjeg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.