নাটক রিভিউ (কোথাও কেউ নেই-৩য় পর্ব)

in আমার বাংলা ব্লগ4 months ago

হেলো বন্ধুরা


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে একটি নাটক রিভিউ। আশা করি আপনাদের ভালো লাগবে।তাহলে চলুন শুরু করি আজকের ব্লগ।


গুরুত্বপূর্ণ তথ্য

নাটকরিভিউ
নামকোথাও কেউ নেই
পরিচালকবরকত উল্লাহ
লেখকহুমায়ুন আহমেদ
অভিনয়েসুবর্ণা মোস্তফা, আসাদুজ্জামান নূর, আব্দুল কাদের, মাহফুজ আহমেদ, আফসানা মিমি, হুমায়ুন ফরীদি, মোজাম্মেল হোসেন, সালেহ আহমেদ, আবুল খায়ের, নাজমা আনোয়ার, শহীদুজ্জামান সেলিম
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ডুরেশন২০ মিনিট ৩য় পর্ব
রিলিজ১৯৯২ সালে প্রথম সম্প্রচার

নাটক লিংক


কাহিনী সংক্ষেপ

1000038839.jpg

1000038840.jpg

1000038841.jpg

বন্ধুরা এই পর্বের শুরুতে মুনার মামা বাবু কে ডেকে বলছে কিরে বাবু তুই স্কুলে যাসনি।বাবু বললো না বাবা আজ স্কুল বন্ধ কিসের বন্ধ জিগাতে বাবু বলতে না পারায় বাবা তাকে চর মেরে দেয় কান্না করতে করতে দাদা জানের কাছে চলে যায় বাবু।দাদাজান তার গল্প দিয়ে কান্না ভুলানোর চেষ্টা করে।


এদিকে সবাইকে সামলানো মুনা আজ গিয়েছে তার প্রেমিক মামুন সাহেব এর সাথে দেখা করতে। মামুন সাহেব বেকার একজন প্রেমিক পোরাশোনা শেষ করে চাকুরির আশায় বিবাহ করতে পারছে না মুনাকে, এদিকে তার চুল দারি যেনো সাদা হতে লেগেছে।


অপর দিকে বাকের ভাই এলাকায় এক নতুন ভারাটিয়া আসছে রেবেকা হক তার দারোয়ান কে জিজ্ঞাসা করেছিলো বাসা কোথায় তোমার কিন্তু দারোয়ান মসকারা করে বলায় বাকের ভাই কিছুটা রাগ করে। পরে সেই ভারাটিয়া আসলে তাকে বাসার ঠিকানা বলতে বলে।বাকের ভাই এই ভারাটিয়ার নাম দেন কুত্তাওয়ালি।

1000038842.jpg


প্রথম দেখাতেই বাকের ভাই বুঝতে পারেন এই মহিলার কোনো ঝামেলা আছে।তাই সে এই মহিলার উপর নজর দারিও রাখেন।মুনার মামি শরিরে জ্বর নিয়ে বিছানায় কাতরাচ্ছে কেউ তার পাশে গিয়ে বিন্দু মাত্র বসে থাকতে চায়না।মুনার মামা নিজের মধ্যে থাকা চিন্তা নিয়ে একবার এদিক একবার ওদিক ছুটে বেরাচ্ছে কাউকে কিছু বলছে না আবার ছেলে মেয়ে গুলো তার মায়ের কাছে যেতে নারাজ।

1000038843.jpg

1000038844.jpg


বাইরে কতো সুন্দর ঝুম বৃষ্টি হচ্ছে মুনা সহ তার ভাইবোন গুলো মিলে উঠানে বৃষ্টিতে ভিজতে শুরু করে দেয়। হঠাৎ এই ঝুম বৃষ্টির মধ্যে মুনার মামা মুনাকে চাপা কন্ঠে ডাকে আর বলে তোর মামির কি যেনো হচ্ছে মারা যাচ্ছে।এই মারা যাওয়ার টুইস্ট দিয়েই নাটকের আজকের পর্বটা ইতি টানে। দেখা হবে আগামি পর্বে।

1000038845.jpg

1000038846.jpg


নিজের মতামত

১৯৯২ সালে বিটিভিতে প্রচারিত সব থেকে আলোড়ন সৃষ্টিকারি নাটক হলো কোথাও কেউ নেই।হুমায়ুন আহমেদ এর উপন্যাস এর অবলম্বনে বরকত উল্লাহ এটা পরিচালিত করেন।আপনারা হয়তো কিছু পর্ব দেখেছেন।আমি প্রতিটি পর্ব আলোচনা করবো।আশা করি ভালো লাগবে আপনাদের।



আমার পরিচয়

1000011935.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.031
BTC 81815.05
ETH 3185.92
USDT 1.00
SBD 2.79