নাটক রিভিউ (বাইরে বাঘ ঘরে বিড়াল) (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য) 🦊🦊

in আমার বাংলা ব্লগ4 months ago

হেলো বন্ধুরা


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে একটি নাটক রিভিউ। আশা করছি আপনাদের ভাল লাগবে তাহলে চলুন শুরু করি আমার আজকের ব্লগ।



গুরুত্বপূর্ণ তথ্য:

নাটকরিভিউ
নামবাইরে বাঘ ঘরে বিড়াল
পরিচালকতাইফুর জাহান আশিক
অভিনয়েমোশাররফ করিম,হিমি,হান্নান শেলি,শুজিত,সয়েব আমেরি আরো অনেকে
রিলিজড২০ফেব্রুয়ারী ২০২৪
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
ডুরেশন৪৪ মিনিট

নাটক লিংক


কাহিনী সংক্ষেপ

Screenshot_2024-03-08-12-54-35-50.jpg

Screenshot_2024-03-08-12-54-30-74.jpg

নাটকের শুরুতে দেখা যাবে টাইগার ক্লাবে জহির বিচার করছে ৪০ টাকার আলু ৭০ টাকা বিক্রি করার কারনে বিচার বসানো হয়েছে সুষ্ঠু বিচার হবার পরে জহির বাসায় যায়।বাসায় গেলে তার বউ তাকে বাজার করতে বলেছিলো কিন্তু তার মনে না থাকায় সে বাজার করেনি তাই তাকে শাস্তি পেতে হবে শাস্তি হিসাবে তার সারাদিন খাওয়া বন্ধ। তাই সে টাইগার ক্লাবে এসে বিরিয়ানি কিনে খাচ্ছে।তার চেলা পেলা জিজ্ঞাসা করে যে ভাই কি হয়েছে আপনার ভাবি বাসায় নাই কিন্তু জহির বলতে পারে না।

Screenshot_2024-03-08-12-55-27-62.jpg

Screenshot_2024-03-08-12-55-16-53.jpg

Screenshot_2024-03-08-12-55-07-23.jpg


চলুন পরিচিত হয় জহির এর সাথে টাইগার ক্লাবের চেয়ারম্যান জহির সবাই তাকে টাইগার জহির নামেই চিনে সে বাইরে বাঘ কিন্তু বউয়ের কাছে সে বিরাল।বউকে সে খুবই ভয় পাই।এলাকার লোকজন তাকে খুবই সম্মান করে এলাকার চেয়ারম্যান এর পরেউ তার স্থান বিচার কাজ খুব সুন্দর ভাবে সে পরিচালনা করেন তাই গ্রামে কিছু হলে তার কাছেই সবাই ছুটে আসে।তাদের এই সুন্দর সংসারে এক অঘটন নেমে আসে।তাদের কোনো সন্তান নেই।


দুজনে ডাক্তারের কাছে যায় চেকাপ করায় কিছুদিন পরে রেজাল্ট পায় সেখানে লেখা থাকে জহির এর স্ত্রী কোনোদিন মা হতে পারবে না।জহির এই দোষ টা নিজের কাধে নেয় এবং বলে যে জহির বাবা হতে পারবে না।কিচুদিন যাবার পরে জহিরের স্ত্রি রিপোর্ট টা পেয়ে যায় এবং সে দেখে ফেলে দোষটা তার বউ য়ের।এরপরে জহির বাসায় আসলে এই কথা বলা হয়।বললে বলে একটা সন্তানের জন্য কি ভালবাসাকে দূরে দিব।অন্যের সন্তান এনেও তো নিজেরা পালা যাবে নিজের সন্তান বানাবো তাওতো পাব।কিন্তু ভালবাসা হারালে কি তা পাওয়া যাবে।

Screenshot_2024-03-08-12-56-01-96.jpg

Screenshot_2024-03-08-12-55-45-44.jpg


নিযের মতামত

আসলে নাটক ড্রামাতে এমন একটা ছোট ম্যাসেজ দেওয়া থাকে যেগুলো প্রয়োজন ম্যাসেজ ছাড়া নাটক যেনো নুন ছাড়া পান্তা খাওয়ার মতো।এই নাটকে খুব সুন্দর একটি ম্যাসেজ দিয়ে রখা হয়েছে।আমার কাছে খুবই ভাল লাগছে আপনারা দেখুন আপনাদের ও ভাল লাগবে সবাই ভাল থাকবেন আবারো দেখা হবে।


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

সবকিছু থেকে আমাদের শিক্ষা নেওয়ার থাকে। নাটকটির কিছুদিন আগে অল্প কিছু ক্লিপ দেখেছিলাম বেশ ভালো লেগেছিল। আপনার শেয়ার করা রিভিউ এর মাধ্যমে পুরোটা পড়ে বেশ ভালো লাগলো। সময় পেলে নাটকটি দেখার চেষ্টা করব। ধন্যবাদ সুন্দর একটি নাটকের রিভিউ দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

জী সঠিক বলেছেন শিক্ষা জিনিসটা সব কিছু থেকেই নিতে হবে।ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 4 months ago 

নাটক দেখতে আমার কাছে বেশ ভালই লাগে । তবে অনেক সময় অভাবে নাটক দেখা হয় না। সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। পুরা নাটকের রিভিউ করে আমার কাছে বেশ ভালো লেগেছে। সময় করে নাটকটি দেখার চেষ্টা করব । সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।।

 4 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দিয়েছেন।

Posted using SteemPro Mobile

 4 months ago 

মোশারফ করিমের অভিনীত নাটকগুলো অসাধারণ লাগে আমার কাছে। তার অভিনয়ের প্রশংসা যত করবেন ততই মনে হয়ে যাবে কম হয়ে যাচ্ছে। তার অভিনয়ে এলিট ক্লাবে পৌঁছে গেছে। ভাইরে বাঘ ঘরে বিড়াল নাটকটি এখনো দেখা হয়নি। তবে আপনি এই নাটকটির রিভিউ দিয়েছেন পড়ে বেশ ভালো লাগলো। দেখি সময় হলে নাটকটি দেখব। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর এই মতামত দিয়ে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

কয়েকদিন আগে এই নাটক দেখেছিলাম আর আমার কাছে অনেক ভালো লেগেছে। মোশাররফ করিম ও হিমির অভিনয় দারুন হয়েছে। দু'জনই খুব ভালো অভিনয় করে। এই নাটকের গল্প খুব সুন্দর। আপনি খুব সুন্দর ভাবে সম্পূর্ণ নাটকের রিভিউ তুলে ধরেছেন। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

 4 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58051.31
ETH 3136.86
USDT 1.00
SBD 2.44