আমার করা কিছু ফটোগ্রাফি | |

in আমার বাংলা ব্লগ19 days ago

আসসালামুয়ালাইকুম / আদাব 🩵

হ্যালো ,আমার বাংলা ব্লগ পরিবারের সদস্যগণ সকলে কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি।আমি ছবি তুলতে বেশ ভালোবাসি।আজ আমি আপনাদের সাথে কিছু রেনডম ছবি শেয়ার করবো। আশা ছবিগুলো আপনাদের কাছে ভালোই লাগবে।

1000007005.jpg



Device -Pixel 7 Pro
ছবিটি দেখে আমার শৈশবের দিনগুলির কথা খুব মনে পড়ছিলো।ঠিক এমন ভাবেই হাফ প্যান্ট আর গেঞ্জি পরে ধানের খেতে চলে যেতাম ঘুড়ি নিয়ে ।সেই দিনগুলি ছিল খুব সুন্দর।না ছিল কিছু নিয়ে চিন্তা না ছিল কুনো ঝামেলা। শুধু স্কুল খাওয়া খেলা রাতে পড়া আর ঘুম।ছবিটি দেখে আপনাদের অনেকেরই আপনাদের শৈশবের কথা মনে পড়ার কথা।খুব কম মানুষই পাওয়া যায় যারা শৈশবে ঘুড়ি উড়াই নি।

1000007028.jpg



ছবিটি তুলেছিলাম ঝড়ের দিন সকলে।সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের একটা কারেন্টের তারে পাখিটি বসে আছে।হয়ত সে তার নিজ আবাসটি ঝড়ের কারণে হারিয়ে ফেলেছে।তাই হয়ত এই বৃষ্টিতে ভিজে নতুন আবাস খুজেতেছে।

1000007041.jpg



ছবিটি তুলেছিলাম কাঠের মিলের সামনে। অনেকই আমার এই ছবিটির সাথে পরিচিত।ছবিটি দেখে বুঝা যায় মানুষ কতটা কষ্ট করে নিজের এবং পরিবারের খাবার জুটাতে,তাদের মুখে হাসি ফুটাতে।এক এক টা কাঠ যে কতটা ওজন তা আপনি সেখানে দাঁড়িয়ে দেখলেই বুজতে পারবেন। দৈনন্দিন জীবনে মানুষ কতটা পরিশ্রম করে তার পরিবারের জন্য তা এই ছবিটি দেখলেই বুঝা যায়।

1000007174.jpg



আকাশের কি রূপ।একদিন একেক রূপে সেজে উঠে। কখন কি রূপ নেয় কেউ বলতে পারে না। ছবিটি বিকেল বেলার। ঝড়ের পরে আকাশ পুরো পরিষ্কার।সাথে সূর্যের আলোয় মেঘ বাহারি রূপে সেজে উঠেছে।

1000007175.jpg



এই ছবিটি আমার কাছে খুব ভালো লেগেছে।গ্রামের চিরচেনা প্রকৃতির সাথে সন্ধ্যার আকাশ কালো মেঘে ঢেকে যাচ্ছে।ছবিটি কিছুটা এডিট করছি সৌন্দর্য বাড়ানোর জন্য।আসলে গ্রামে গেলে অনেক প্রকৃতির বাহারি রূপ দেখা যায় ,সাথে ছবিও তুলা যায়।

1000006904.jpg



ছবিটি একটু ভিন্ন ভাবে তুলার চেষ্টা করছিলাম।একটা মোবাইল দিয়ে প্রকৃতির ভিউ আর আর একটা মোবাইল দিয়ে ওই মোবাইলের ডিসপ্লেতে শো করা আকাশের ছবি তুলতে চেয়েছিলাম।কতটা তুলতে পেরেছি তা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েন।

সবাই ভালো থাকবেন।সবাই বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করবেন। সকলের জন্য শুভকামনা রইলো।

ধন্যবাদ সবাইকে 🩵

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। যেগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে বিশেষ করে শালিক পাখির ফটোগ্রাফি টা। শুভকামনা রইল এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 18 days ago 

ধন্যবাদ আপনাকে আপনার কমেন্টের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য। পাখি, প্রকৃতির ছবি সবার কাছেই ভালো লাগে। আপনার জন্য শুভকামনা রইলো।

 18 days ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো স্পেশালি ভালো লেগেছে কারণ প্রতিটা ফটোগ্রাফিতে ভিন্ন ভিন্ন সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। স্বচ্ছ সুন্দর ফটো গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 18 days ago 

আপনার কাছে ছবিগুলো ভালো লেগেছে শুনে ভালো লাগলো। প্রকৃতির ছবি সবার কাছেই ভালো লাগে। আপনাদের ভালো ভালো কমেন্টগুলো দেখলে আরও ছবিতুলতে অনুপ্রেরণা পাই। আপনার জন্য শুভকামনা রইলো।

 18 days ago 

আপনার ফটোগ্রাফি গুলো বেশ দারুন হয়েছে। আমার ঘুড়ি উড়ানোর খুব শখ কিন্তু কখনো হয়ে উঠেনি। মানুষের কর্ম জীবন প্রকৃতির ছবি পাখির ছবি সব মিলিয়ে চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল ।

 18 days ago 

ধন্যবাদ আপু আপনার মতামত শেয়ার করার জন্য।আমি ছোট বেলায় অনেক ঘুড়ি উড়িয়েছি। ঘুড়ি উড়ানোর মাঝে এক অন্য রকম আনন্দ।আপনার জন্য শুভকামনা রইলো।

 18 days ago 

আপনি যে ছবি তুলতে পছন্দ করেন তা আপনার ছবি দেখেই বোঝা যাচ্ছে। অসম্ভব সুন্দর হয়েছে ছবিগুলো। কারেন্টের তারে শালিক বসা দেখে মনে হচ্ছে ছবি তোলার জন্য এরকম ভাবে বসে রয়েছে। ঝড়ের পরে আকাশের যে ফটোগ্রাফিটি করেছেন সেটা থেকে তো চোখ ফেরানো যাচ্ছে না। এক কথা অসাধারণ হয়েছে ফটোগ্রাফিগুলো।

 18 days ago 

শালিক দেখছি বৃষ্টিতে কাঁকভেজা ভিজেছে হা হা। দারুণ লাগছে দেখতে। ছোটবেলা এইরকম আমিও ঘুড়ি উড়িয়েছি। যদিও আমার ঐরকম নেশা ছিল না ঘুড়ি উড়ানোর। চমৎকার আকাশ এবং গ্রামের চিরচেনা রুপের সেই ফটোগ্রাফি টা বেশ অসাধারণ করেছেন ভাই। চমৎকার লাগছে ফটোগ্রাফি গুলো। খুবই সুন্দর করেছেন। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 18 days ago 

ধন্যবাদ ভাই আপনার মতামত শেয়ার করার জন্য।গ্রামের চিরচেনা রূপের ছবি সবার কাছেই ভালো লাগে।আমি ছোট থাকতে অনেক ঘুড়ি উড়াতাম। স্কুল শেষ করেই বাড়িতে যেয়ে ঘুড়ি ওড়াতে মাঠে / ধানের ক্ষেতে চলে যেতাম।
আপনার জন্য শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64998.89
ETH 3514.73
USDT 1.00
SBD 2.37