"জীবনের প্রথম আমার জন্য চোখের ডাক্তারের শরণাপন্ন হলাম"

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ-৬ই জুলাই, বৃহস্পতিবার, ২০২৩ খ্রিষ্টাব্দ

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি ঈদের ছুটিতে বাড়িতে এসেছি এখনো ঢাকাতে যাইনি। যদিও গত কালকে চলে যেতে চেয়েছিলাম ঢাকাতে কিন্তু হঠাৎ করে চোখের একটি সমস্যা হওয়ার কারণে ঢাকাতে যাওয়া হয়নি। আসলে আমি এক সপ্তাহ ধরে লক্ষ্য করছি যে, যেকোনো বস্তুতে অতিরিক্ত আলো হলে সেটা দেখতে আমার বেশ সমস্যা হচ্ছে। চোখ আমাদের মানব শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ অঙ্গ।

পৃথিবীর সব থেকে হতভাগ্য তো তারাই যাদের দুটি চোখ অন্ধ, তারাই সুন্দর পৃথিবী কে দেখতে পায় না। বিশেষ করে ফোন চালাতে তো আমার বর্তমানে খুবই বেশি সমস্যা হচ্ছে। ফোনের দিকে তাকালেই আনইজি ফিল করছি। তারপরেও আমি "আমার বাংলা ব্লগে" প্রতিনিয়ত পোস্ট, কমেন্ট ও এনগেজমেন্ট করার চেষ্টা করছি। গতকালকে চোখের ডাক্তার দেখানোর জন্য কুমারখালীর বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালে গিয়েছিলাম।

20230706_095749.jpg

কুষ্টিয়ার কুমারখালীর বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালে গিয়ে প্রথমে বহির্বি বিভাগ থেকে ১০০ টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করলাম। তারপর কিছু সময় ডক্টরের চেম্বারের সামনে অপেক্ষা করতে থাকলাম।

20230705_170107.jpg

যেহেতু গত কালকে রোগী খুব অল্প ছিলো তাই খুব তাড়াতাড়ি ডাক্তারের সাথে সাক্ষাৎ করার সুযোগ হয়েছিলো। ডাক্তার সাহেব বেশ ভালো করেই কয়েকবার চোখ দেখলো। আমি চোখ দেখার যন্ত্র গুলোর নাম জানিনা কয়েকভাবে পরীক্ষা করলো। অবশ্য কম্পিউটারে চোখের আরেকটি পরীক্ষা করতে দেড়শো টাকা নিয়েছিলো। তারপর বললো যে আপনার চোখ তো ঠিকই আছে। তারপর আমি বললাম যে, দূরের বস্তু এবং ফোন একটু অন্যরকম দেখছি এক সপ্তাহ ধরে।

20230705_170159.jpg

তখন ডাক্তার সাহেব প্রেসক্রিপশনে শুধুমাত্র একটি চোখের ড্রপস লিখে দিলো। আর বলল যে এই চোখের ড্রপটি ইউজ করেন আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর আমি বললাম যে, ফোন অথবা কম্পিউটার ডিভাইস চালানোর জন্য কোন চশমা ইউজ করতে পারবো কিনা।

20230705_170219.jpg

তারপর ডক্টর সাহেব আমার চোখে চশমা দেওয়ার জন্য আবার চোখের পরীক্ষা করলো। তারপর বলল যে, আপনি -০.২৫ পাওয়ারের দুচোখের জন্যই ব্লু-কাট চশমা ইউজ করবেন।

20230705_170429.jpg

তারপর আমি বিশ্বাস কমিউনিটির চক্ষু হাসপাতালের ফার্মেসি থেকে প্রেসক্রিপশনে ডক্টরের লিখে দেওয়া চোখের ড্রপস টি কিনে বাড়িতে চলে আসলাম। আর আমার চোখের জন্য ব্লু-কাট চশমাটা ২-১ দিনের ভেতর কুষ্টিয়া গিয়ে বানিয়ে নেবো ভাবছি।

সবাই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যাতে আমার এই চোখের সমস্যাটা কাটিয়ে উঠতে পারি। আবার সুস্থ ও স্বাভাবিকভাবে সাধারণ জীবন যাপন এবং আমার বাংলা ব্লগে কাজ চালিয়ে যেতে পারি।



পোস্টের ছবির বিবরন

ক্যামেরাম্যান@aongkon
ডিভাইসস্যামসাং জে-৭ প্রো
ক্যামেরা১৩ মেগাপিক্সেল
তারিখ৫ ই জুলাই
লোকেশনকুষ্টিয়া


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

মানুষের দেহে যা কিছু আছে প্রত্যেকটাই মূল্যবান। যখন যেটা যা থাকে না তখন তার না থাকার অনুভব সেই করতে পারে যা থাকে না। তারপরও পঞ্চ ইন্দের মধ্যে চোখ একটি গুরুত্বপূর্ণ। যাক এটা জেনে ভালো লাগলো ভাই যে আপনার চোখের তেমন গুরুতর কোন সমস্যা নেই। তারপরও আপনার বলাতে ডাক্তার আপনার চোখ পরীক্ষা করে -০.২৫ পাওয়ারের দুচোখের জন্য ব্লু কার্ট চশমা ব্যবহার করতে বলেছেন। আপনার জন্য সুস্থতা কামনা করছি।

Posted using SteemPro Mobile

 last year 

হ্যাঁ ভাই আমাদের দেহের প্রত্যেকটা অংশই গুরুত্বপূর্ণ। আমার জন্য সুস্থতা কামনা করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62427.05
ETH 2464.11
USDT 1.00
SBD 2.65