You are viewing a single comment's thread from:
RE: "জীবনের প্রথম আমার জন্য চোখের ডাক্তারের শরণাপন্ন হলাম"
মানুষের দেহে যা কিছু আছে প্রত্যেকটাই মূল্যবান। যখন যেটা যা থাকে না তখন তার না থাকার অনুভব সেই করতে পারে যা থাকে না। তারপরও পঞ্চ ইন্দের মধ্যে চোখ একটি গুরুত্বপূর্ণ। যাক এটা জেনে ভালো লাগলো ভাই যে আপনার চোখের তেমন গুরুতর কোন সমস্যা নেই। তারপরও আপনার বলাতে ডাক্তার আপনার চোখ পরীক্ষা করে -০.২৫ পাওয়ারের দুচোখের জন্য ব্লু কার্ট চশমা ব্যবহার করতে বলেছেন। আপনার জন্য সুস্থতা কামনা করছি।
হ্যাঁ ভাই আমাদের দেহের প্রত্যেকটা অংশই গুরুত্বপূর্ণ। আমার জন্য সুস্থতা কামনা করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।