ছাদ বাগানের সৌন্দর্যময় ফটোগ্রাফি 🖤✨

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

আজকে আমি বিকেলবেলা বন্ধুদের বাসায় গিয়েছিলাম। আর বন্ধুদের বাসার ছাদে খুবই সুন্দর পরিবেশ দেখতে পেলাম। এই বাসার ছাদে পরিবেশ দেখতে পেয়ে অনেক বেশি ভালো লেগেছে, কারণ চারপাশে সবুজ প্রকৃতির গাছপালা ছিল। আর এই সৌন্দর্যময় টপের ভিতরে গাছের দৃশ্যগুলো দেখতে পেয়ে আমার অনেক বেশি ভালো লাগলো। আসলে এরকম সুন্দরময় বিকেল বেলা ছাদে আসা যায় তাহলে সেই মুহূর্তটা আনন্দের সাথে উপভোগ করা যায়। তাই আমি মুহূর্তগুলো আনন্দের সাথে উপভোগ করেছি, আর ফটোগ্রাফি করেছি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।

ফটোগ্রাফি🖼️ -১👇

IMG-20240831-WA0037.jpg

IMG-20240831-WA0033.jpg

প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করলাম সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাওয়ার দৃশ্য। ছাদের উপর থেকে আমি এই সূর্য অস্ত যাওয়ার দৃশ্য উপভোগ করলাম। সত্যি বিকাল বেলা অপরূপ সৌন্দর্যময় এই দৃশ্যটি উপভোগ করেছি, সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি যেন আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে উপভোগ করেছি।

অবস্থান

ফটোগ্রাফি🖼️ -২👇

IMG-20240831-WA0017.jpg

অপরূপ সৌন্দর্যময় একটি পাতাবাহী গাছ দেখতে পেলাম। এই গাছটি দেখে আমার খুবই ভালো লাগলো। পাতাগুলো সবুজ আর খুবই সুন্দর ছিল। আসলে এই পাতাবাহিক গাছের নাম আমি জানিনা তবে এটি ঔষধি গাছ হবে।

অবস্থান

ফটোগ্রাফি🖼️ -৩👇

IMG-20240831-WA0027.jpg

লম্বা সবুজ পাতার একটি গাছ দেখতে পেলাম। এই লম্বা সবুজ পাতার গাছটিও পাতা বাহারি, টপের ভিতরে খুবই যত্নে এই গাছটি লাগানো হয়েছে। এই গাছ নাকি ঔষধি গাছ। এই গাছের পাতাগুলো দেখতে যেমন সুন্দর তেমনি মানুষের উপকারে আসে। তাই এই গাছটি দেখতে পেয়েও আমার ভালো লাগলো।

অবস্থান

ফটোগ্রাফি🖼️-৪👇

IMG-20240831-WA0029.jpg

সবুজ ঘাসের একটি সুন্দর পাতাবাহারী গাছের দৃশ্য দেখতে পেলাম। টপের ভিতরে খুবই যত্ন সহকারে এই গাছটি লাগানো হয়েছে। আর এই গাছটি পাতাগুলো একদম নরম যার কারণে হাত দিয়ে স্পর্শ করতে পেরে আমার অনেক বেশি ভালো লাগলো। সত্যিই সবুজ এই দৃশ্যের গাছটি দেখতে পেয়ে যেন মুগ্ধ হলাম।

অবস্থান

ফটোগ্রাফি🖼️ -৫👇

IMG-20240831-WA0041.jpg

তারপরে আমি টপের ভিতরে একটি বড় পাতার গাছ দেখতে পেলাম। এই গাছের পাতা দেখেই মনে হচ্ছে বট গাছের পাতা তবে, নাম না জানা এই গাছটি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে, তবে আমার কাছে বটগাছের দৃশ্য মনে হচ্ছিলো।


অবস্থান

ফটোগ্রাফি🖼️ -৬👇

IMG-20240831-WA0031.jpg

বাসার ছাদ থেকে চারপাশের সবুজ প্রকৃতির গাছপালার দৃশ্য আমি উপভোগ করতেছিলাম। সত্যিই এই সুন্দরময় পরিবেশের মধ্যে কিছু মুহূর্ত উপভোগ করতে পেরে অনেক বেশি ভালো লেগেছে, কারণ বাসার ছাদ থেকে শহরের সুন্দর দৃশ্য উপভোগ করা যায়।


অবস্থান

আজকে তাই আপনাদের মাঝে বন্ধুদের বাসার ছাদে ভ্রমণের মুহূর্ত এবং বাসার ছাদের এই সৌন্দর্যময় গাছের ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে। আশা করছি আমার ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে আপনাদের ও ভালো লাগবে।🖤✨।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি ✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  
 2 months ago 

ভাই আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। গোধূলির ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে। আর বিভিন্ন গাছের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে। চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম খুব নিখুত ভাবে প্রতিটি ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপনি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 months ago 

প্রথমেই বলি সূর্য অস্ত যাওয়ার ছবিটি অসাধারণ। সময়টি উপভোগ করেছেন বলে খুব ভালো লাগলো। তাছাড়া আপনার বন্ধুর ছাদ বাগানের গাছের বৈচিত্র অনেক। বিভিন্ন রকম গাছ দিয়ে বাগান সেজে উঠেছে। আপনার তোলা প্রত্যেকটি ছবি খুব জীবন্ত। লম্বা পাতার পাতাবাহার গাছটি বিশেষ করে ভালো লাগলো।

 2 months ago 

ওয়াও আপনি বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।এই ধরনের রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি সুন্দর হয়েছে। ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি। আপনার চমৎকার এই পোস্ট দেখে মুগ্ধ হলাম। যেখানে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন ক্যামেরাবন্দী করে। আমরা অনেকেই বিভিন্ন গাছ লাগাতে পছন্দ করি। অনেকের ছাদের বাগান সাজিয়ে তোলে প্রয়োজনীয় গাছের দ্বারা। ঠিক তেমনি কিছু চিত্র খুঁজে পেলাম এখানে।

 2 months ago 

আপনার বন্ধুর বাসার ছাদে বিকেল বেলা অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। এই মুহুর্তগুলোর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে বিকেলবেলার এই প্রকৃতির দৃশ্যগুলো দেখতেও ভালো লাগে আর ছাদে এরকম বাগানের কারণে ছাদের সৌন্দর্যের সাথে মুগ্ধময় মুহূর্ত উপভোগ করা যায়।

 2 months ago 

দ্বিতীয় ফটোগ্রাফি টা পাথরকুচি উদ্ভিদের ফটোগ্রাফি। ছাদ বাগান থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। বেশ ভালো লাগলো আপনার ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো দেখে। প্রথম সূর্যাস্তের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে চমৎকার কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.034
BTC 90853.98
ETH 3221.27
USDT 1.00
SBD 2.82