ঈদের দিনে নদীর পাড়ে ঘোরাঘুরি করার সুন্দর কিছু মুহূর্ত 🤍✨

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

Picsart_24-06-19_19-22-47-668.jpg

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভাল আছেন। দীর্ঘ এক বছর পর আবারো চলে এলো আমাদের খুশির দিন কুরবানি ঈদ অর্থাৎ ঈদুল আযহা।মুসলমানদের বছরে দুইটি উৎসব উদযাপিত হয়। একটি হলো ঈদুল ফিতর আরেকটি হলো ঈদুল আযহা। মূলত ঈদুল ফিতরের দুই মাস পরেই ঈদুল আযহা ঈদ অর্থাৎ উৎসবটি উদযাপিত হয়।এই দিনে সবাই সবার দুঃখ কষ্ট ভুলে গিয়ে আনন্দে মেটে ওঠে। মূলত কোরবানি ঈদ হচ্ছে আল্লাহ তায়ালাকে সন্তুষ্ট করার জন্য পশু কুরবানী দেওয়া। এই দিনে সবাই অনেক আনন্দ করে থাকে অনেক জায়গায় ঘুরতে যায়, আমরাও এর ব্যতিক্রম নই। তাই আমরা সবাই মিলে বিকেলে বাঁধে ঘুরতে যাওয়ার প্ল্যান করি। তো আমি আজকে আপনাদের মাঝে আবারো হাজির হলাম বিকেলে বাঁধে যাওয়ার সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করার জন্য।তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফটোগ্রাফি🖼️ -১👇

20240617_171449~2.jpg

অবস্থান

সর্বপ্রথম আমরা বিকেল পাঁচটা নাগাদ বাঁধে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে রওনা দিলাম। এবং প্রকৃতির সৌন্দর্যময় দৃশ্য উপভোগ করলাম।
ফটোগ্রাফি🖼️ -২👇

20240617_182004~2.jpg

20240617_182014~2.jpg

অবস্থান

প্রায় ৪০ থেকে ৫০ মিনিটের পথ পাড়ি দেওয়ার পর আমরা হাজির হলাম একটি ঘাটে, যার নাম শিমলা ঘাট। আমরা এই ঘাট থেকে ঠান্ডা পানীয় এবং আইসক্রিম কিনে নিয়ে গেলাম।
ফটোগ্রাফি🖼️ -৩👇

20240617_182125~2.jpg

20240617_182143~2.jpg

অবস্থান

এরপর আমরা সেই কাঙ্ক্ষিত নদীর পাড়ে পৌছালাম এবং আমাদের মোটরসাইকেলগুলো পার্ক করে রাখলাম।
ফটোগ্রাফি🖼️-৪👇

20240617_182219~2.jpg

20240617_182352~2.jpg

20240617_182405~2.jpg

অবস্থান

নদীর পাড়ে এসেই সর্বপ্রথম আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিল নদীর পাড়ে বেঁধে রাখা বড় বড় নৌকাগুলো। আমরা সেই নৌকা গুলোর উপরে উঠলাম এবং সেখানে বসে আড্ডা দেওয়ার সময় ঘাট থেকে কিনে আনা আইসক্রিমও খেলাম। নদীর পাড়ে সুন্দর প্রকৃতির মাঝে বসে থাকা অবস্থায় ঠান্ডা আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম এবং অনেকক্ষণ আড্ডা দিলাম ।
ফটোগ্রাফি🖼️ -৫👇

20240617_183246~2.jpg

অবস্থান

এরপর নদীর পাড়ে আর একটু সামনে যেতেই দেখলাম এক বৃদ্ধ আঙ্কেল কিছু খাবার কেনাবেচার জন্য বসে আছে। এই খাবার কেনার জন্য অনেক লোকই ভিড় করে।
ফটোগ্রাফি🖼️ -৬👇

VideoCapture_20240618-221939~2.jpg

20240617_183706~2.jpg

আমরা আর একটু সামনে আগাতে দেখলাম একটি ছেলে নদীতে জাল ফেলে মাছ ধরছেএবং নদীর পাড়ে সেখানকার স্থানীয় লোকেরা এসে তাদের সময় কাটাচ্ছে।
ফটোগ্রাফি🖼️ -৭👇

20240617_190716.jpg

এরপর আমরা অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর সন্ধ্যা হয়ে যাওয়ায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।


ঈদের দিনে ঘোরাঘুরি করার এই মুহূর্তটা আসলেই অনেক সুন্দর এবং আনন্দের হয়ে থাকে।আমরা সকলেই তো অন্যান্য দিন অনেক ঘোরাঘুরি করে থাকি কিন্তু ঈদের দিনে ঘোরাঘুরি করার আনন্দটা অন্যরকম হয়ে থাকে।এক বছর পর আসা এই কুরবানি ঈদটা যেন আনন্দ এবং ঘোরাঘুরি করার মধ্য দিয়েই চলে গেল।আরেকটি কথা না বললেই নয় আপনাদের ঈদ কেমন কেটেছে তা আমাকে অবশ্যই জানাবেন, ধন্যবাদ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণনদীর পাড়ে ঘোরাঘুরি করার সুন্দর কিছু মুহূর্তের ফটোগ্রাফি ✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

ঈদের দিনের ঘোরাঘুরির সুন্দর মুহূর্ত আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার দারুন এই মুহূর্ত দেখে বেশ ভালো লাগলো। ঈদের দিনে এমনিতে ঘুরতে যেতে ভালো লাগে আর প্রাকৃতিক পরিবেশের মাঝে যদি এমন ঘোরাঘুরি হয় তাহলে তো আরো ভালো লাগে।

 2 months ago 

নদীর পাড়ে সবাই মিলে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে এমন প্রকৃতির পরিবেশে সময় কাটানো অনুভূতি বেশ দারুন। ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে সবাই মিলে নদীর পাড়ে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

ঈদের দিন নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলেন জেনে ভালো লাগলো ভাইয়া। আমিও নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলেন। আপনার কাটানো মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

ঈদের দিন এমনিতেই মন চায় বাইরের পরিবেশে ঘোরাঘুরি করি। কারণ অন্যরকম ভালোলাগা ফিল হয় এই দিনে। তবে এবার ঈদটা ছিল বেশ আনন্দঘন আর আবহাওয়া ঠান্ডা। জানিনা কোথায় কেমন আবহাওয়া তবে আমাদের এখানকার আবহাওয়াটা বেশ গ্রহণযোগ্য ছিল ওই দিন। আর এই মুহূর্তে আমিও কিন্তু ঘুরাঘুরি করতে গেছিলাম। যাইহোক ভালো লাগলো সুন্দর এই মুহূর্তটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে।

 2 months ago 

ঈদের দিনে ভ্রমণের মুহূর্তগুলো অসাধারণ হয়ে থাকে। আপনি খুবই সুন্দর সময় পার করেছেন। এমনিতেই নৌকার ভ্রমণের দৃশ্য গুলো দেখতে ভালো লাগলো। অসাধারণ একটা মুহূর্ত আপনার উপভোগ করেছেন শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.030
BTC 60602.44
ETH 2617.13
USDT 1.00
SBD 2.61