সিরাজগঞ্জ ক্রসবার-৪ এর সৌন্দর্যের ফটোগ্রাফি 🖤✨

in আমার বাংলা ব্লগlast month

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

সিরাজগঞ্জ ক্রসবার-৪ এর সৌন্দর্য

Picsart_24-07-15_22-49-06-732.jpg

আন্দোলনের জন্য দীর্ঘ কয়েক দিন ঘরে বসে থাকতে থাকতে সবকিছুতেই একঘেয়েমি সৃষ্টি হয়ে গিয়েছিল। তারপর আবার ছিল না কোন ইন্টারনেট/ওয়াইফাই । সব মিলিয়ে এক কথায়, সহজ করে বলতে গেলে পুরোই পঙ্গুর মত অবস্থায় পড়ে গিয়েছিলাম। সিরাজগঞ্জে আন্দোলনের ঝামেলা শেষ তাই কালকে মন ফ্রেশ করার জন্য ক্রসবার-৪ এ ঘুরতে গিয়েছিলাম। আসলে ক্রসবার-৪ তৈরি হওয়ার পর এর শেষ প্রান্তে কখনো যাওয়া হয়নি। এদিকে আবার যমুনা নদীর পানিও অনেক বেড়ে গিয়েছিল তাই আমরা কয়েকজন বন্ধুরা মিলে ঠিক করলাম সিরাজগঞ্জ ক্রসবার-৪ থেকে ঘুরে আসা যাক। তো যেমন কথা তেমন কাজ আমরা কয়েকজন বন্ধুরা মিলে ক্রসবার-৪ এ গেলাম এবং নদীর পাড়ের সুন্দর মনোরম পরিবেশে অনেকক্ষণ সময় কাটালাম। যাইহোক আজকে আমি আপনাদের মাঝে সিরাজগঞ্জ ক্রসবার-৪ এর সৌন্দর্যের কিছু ফটোগ্রাফি শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফটোগ্রাফি🖼️ -১👇

20240713_190340.jpg

20240713_190141.jpg

  • আমরা আসরের নামাজের পর ( বিকেল পাঁচটা ) নাগাদ বের হলাম সিরাজগঞ্জ ক্রসবার-৪ এর উদ্দেশ্যে। ক্রসবার -৪ এ পৌঁছানোর পর আমাদের মোটরসাইকেলগুলো সেখানে পার করে রাখলাম।

অবস্থান

ফটোগ্রাফি🖼️ -২👇

20240713_184033.jpg

20240713_184222.jpg

  • ক্রসবার-৪ এর পাশেই একটি পাহাড়ের মত উচ্চ ভিটা রয়েছে, আমরা সেখানে গেলাম এবং আমাদের কিছু ছবি তুললাম।সেখানে অনেক লোকজনও গিয়েছিল।

অবস্থান

ফটোগ্রাফি🖼️ -৩👇

20240713_184401.jpg

20240713_184019.jpg

VideoCapture_20240715-222445.jpg

  • আসলে যমুনা নদীর পানি অনেক বেড়ে গিয়েছিল বিগত কয়েক দিনের বৃষ্টির কারণে।জেলেরা নদীর পাড়ে জাল ফেলে মাছ ধরছে এবং ওই মাছগুলো একজন কিনে নিচ্ছে।

অবস্থান

ফটোগ্রাফি🖼️-৪👇

20240713_190414.jpg

20240713_190650.jpg

  • এরপর সন্ধ্যা হয়ে গেল মাগরিবের আজানও হল। এখানে সবচেয়ে ভালো লাগার বিষয়টি হচ্ছে এখানে নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে। মাগরিবের নামাজ পড়ার সময় খুবই সীমিত তাই এক আঙ্কেল নৌকাতে নামাজ পড়া শুরু করে দিয়েছিল। যা আমার দেখা প্রথম এইভাবে নামাজ পড়া, সত্যিই অসাধারণ ছিল।✨

অবস্থান

ফটোগ্রাফি🖼️ -৫👇

20240713_191138.jpg

20240713_190618.jpg

  • এরপর আমরা নদীর পাড়ে বসলাম এবং কিছু খাওয়া দাওয়া করলাম। নদীর পাড়ের ঠান্ডা বাতাস এবং মনমুগ্ধকর পরিবেশে আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম।


অবস্থান

অনেকদিন পর ঘরের বাইরে ঘোরাঘুরি করার আনন্দটা ছিল অসাধারণ। যাই হোক আপনাদের কাছে সিরাজগঞ্জ ক্রসবার-৪ এর সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো কেমন লেগেছে তা আমাকে অবশ্যই জানাবেন, ধন্যবাদ সকলকে 🖤✨।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণসিরাজগঞ্জ ক্রসবার-৪ এর ফটোগ্রাফি ✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে সিরাজগঞ্জ ক্রসবার-৪ এ আপনারা বন্ধুরা মিলে অনেক সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন।এবং সেই সাথে সেখানকার অসাধারণ সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন।প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মত।এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ফয়সাল ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64308.31
ETH 2810.43
USDT 1.00
SBD 2.65