ডিম ও দুধ দিয়ে সুস্বাদু পুডিং রেসিপি
আসসালামুআলাইকুম/আদাব
আমি যেভাবে রেসিপিটি তৈরি করেছি তা নিচে আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করা হলো।
উপাদান | পরিমাণ |
---|---|
১) চিরি | ১ কাপ । |
২)দুধ | ১ কাপ। |
৩)ডিম | ৩ টি। |
৪)বেসন | পরিমানমতো |
৫) লবণ | পরিমানমতো। |
- মজাদার এই পুডিং রেসিপি তৈরি করার জন্য, একটি পাত্রের ভিতরে আমি তিনটি ডিম ভেঙ্গে নিলাম, আর এই ডিমের মধ্যে আমি এক কাপ চিনি মাখিয়ে নিলাম।
- ডিম ও চিনি মেশানো এই পাত্রের ভিতরে আমি এক কাপ গরুর দুধ নিয়ে নিলাম। আমি আসলে এই গরুর দুধের পুডিং রেসিপি তৈরি করব, যার কারণে এক কাপ আমি গরুর দুধ দিয়ে মাখাতে লাগলাম।
- এই পাত্রের ভিতরে প্রয়োজনীয় সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে পুডিং রেসিপি গোলা তৈরি করে নিলাম।তারপর একটি পাত্রে ঢেলে নিলাম এবং এই পাত্রটি আমি কড়াই এর মধ্যে দিয়ে দিলাম।
- তারপরে আস্তে আস্তে জ্বাল দিয়ে আমি এই পুডিং রেসিপি শেষের দিকে আসলাম। আসলে আমি কড়াইয়ের ঢাকনা খুলে দেখতে পেলাম পুডিং রেসিপি খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে।
- তারপরে পুডিং রেসিপি সম্পূর্ণ হয়ে গেলো, তারপরে কড়াইয়ের মধ্যে থেকে পাত্রটি আমি নামিয়ে নিলাম। এভাবেই এই পুডিং রেসিপি শেষের ধাপে এসে পৌঁছালাম।
প্রথমবার আমি ডিম ও দুধ দিয়ে পুডিং রেসিপি তৈরি করেছি। ভেবেছিলাম এত মজাদার হবে না। তবে আমার তৈরি করা এই পুডিং রেসিপি সত্যি খেতে খুবই মজাদার হয়েছিল। তাই আমার খুবই ভালো লেগেছে। আর আপনাদের মাঝে আমার তৈরি করা এই রেসিপিটা শেয়ার করতে পেরে আরো বেশি ভালো লাগছে।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | রেসিপ |
মডেল | এম-৩১ |
ক্যাপচার | @alif111 |
অবস্থান | সিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
পুডিং সবাই খেতে পছন্দ করেন। কারন এটি খেতে এত মজাদার হয়। এখন ইউটিউব থাকার কারণে এই এক সুবিধা। চাইলে যে কোন কিছু ইউটিউব থেকে দেখে বানানো যায়। প্রথমবার পুডিং বানালেও কিন্তু দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। ভালোই বানিয়েছেন প্রথমবারে।
ডিম দুধের সংমিশ্রণে আপনি দারুন একটি পুডিং রেসিপি শেয়ার করেছেন।খুবই দারুন হয়েছে আপনার করা রেসিপি টা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ডিম ও দুধের পুডিং এর তুলনা হয় না। সত্যি ভাইয়া খাটি গুরুর দুধ দিয়ে বানালে অনেক ভালো লাগে। আপনি প্রথম বার বানিয়েছেন জেনে অনেক ভালো লাগলো। পুডিং খেতে অনেক মজা। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
দেখে তো মনে হচ্ছে আপনি পুডিং বানানোর জন্য একেবারে এক্সপার্ট। ডিম এবং দুধ দিয়ে তো মজাদার পুডিং তৈরি করেছেন আপনি, দেখেই তো আমার অনেক লোভ লেগে গিয়েছে। ইউটিউব থেকে দেখছি অনেক সহজেই আপনি এই পুডিং তৈরি শিখে নিয়ে তৈরি করে ফেলেছেন। পুডিং টা অনেক সুন্দর হয়েছে। মনে হচ্ছে অনেক সুস্বাদু ছিল। মাঝেমধ্যে এরকম খাবার নিজের হাতে তৈরি করে আমাদের জন্য পাঠিয়ে দিতে পারেন।
ওয়াও মাশাল্লাহ এত সুন্দর পুডিং দেখেইতো খেতে ইচ্ছে করছে। ডিম আর দুধের সংমিশ্রনে চমৎকার একটি পুডিং বানিয়েছেন। যা দেখেই বোঝা যাচেছ খেতে অনেক স্বাদ হয়েছে। ইউটিউব দেখে বেশ মজার আইটেম লোভনীয় করে বানিয়ে নিলেন।
প্রথমবার যেকোনো কাজ সম্পন্ন করলে তখন মনে আনন্দ পাওয়া যায়। আজকে আপনি ডিম এবং দুধ দিয়ে চমৎকার পুডিং রেসিপি করেছেন। আপনার পুডিং রেসিপি দেখে সত্যি খেতে খুব ইচ্ছে করতেছে। তবে আপনার প্রথমবার পুডিং রেসিপি দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। এবং খুব সুন্দর করে পুডিং রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।
বয়স্ক এবং শিশুরা পুডিং খেতে বেশ পছন্দ করে। পুডিং আমারও খুব প্রিয় খাবার। আপনি ডিম ও দুধ দিয়ে সুস্বাদু পুডিং রেসিপি তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। পুডিং দেখে মনে হচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে। প্রস্তুত প্রণালী খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে। রেসিপি পোস্ট শেয়ার করার জন্য।
পুডিং ভীষণ চমৎকার সুস্বাদু একটি রেসিপি।পুডিং পুষ্টিতে ভরপুর একটি রেসিপি।পুডিং বাচ্চা ও বড়ো সকালের পছন্দের। আপনি চমৎকার সুন্দর করে পুডিং করেছেন এবং পুডিং তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পুডিং তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।