DIY-এসো নিজে করি// রঙিন কাগজ দিয়ে তৈরি সুন্দর একটি বিমান✈️✨

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন?আশা করি অনেক ভালই আছেন। আমি @alif111,আপনাদের মাঝে আবারো হাজির হলাম নতুন একটি ডাই প্রজেক্ট নিয়ে।আমার ডাই প্রজেক্ট তৈরি করতে অনেক ভালো লাগে তাই আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত ডাই প্রজেক্ট নিয়ে হাজির হই। আমরাতো কাগজ দিয়ে নানা ধরনের ফুল তৈরি করে থাকি কিন্তু কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ফুল বানানোর পাশাপাশি বিভিন্ন ধরনের খেলনাও তৈরি যায়। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম রঙিন কাগজ দিয়ে তৈরি সুন্দর একটি বিমান নিয়ে। ছোটবেলা থেকে আমার একটি শখ ছিল বিমানে ওঠার,বিমানে কয়েকবার উঠেছিও কিন্তু বিমানে উঠে এক স্থান থেকে অন্য স্থানে কখনো যাওয়া হয়নি। আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে এখন আটটি বিভাগেই বিমান চলাচল রয়েছে অর্থাৎ এক বিভাগ থেকে অন্য বিভাগে যেতে হলে,চাইলে বিমানের মাধ্যমেও যাওয়া সম্ভব।ছাড়াও এক জেলা থেকে অন্য জেলায় যেতে চাইলেও রয়েছে হেলিকপ্টারে সুব্যবস্থা। যাইহোক অনেক হলো বিমান এবং হেলিকপ্টারের কথা। আজকে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দর যে বিমানটি তৈরি করেছি সেটি আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দর এই বিমানটি তৈরি করেছি।

রঙিন কাগজ দিয়ে তৈরি সুন্দর একটি বিমান

Photoroom-20240820_125137.jpg

  • আমি যেভাবে রঙিন কাগজ দিয়ে সুন্দর এই বিমানটি তৈরি করেছি তা, নিচে আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করা হলো।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ

20240820_115936.jpg

  • যেহেতু আমি একটিমাত্র বিমান তৈরি করব তাই আমি একটি মাত্র রঙিন কাগজ নিয়ে নিলাম।
ধাপ-১

20240820_120449.jpg

  • সর্বপ্রথম আমি রঙিন কাগজটিকে সমান চার ভাগে ভাগ করে নিলাম।
ধাপ- ২

20240820_120905.jpg

20240820_121011.jpg

  • এরপর চতুর্ভুজ আকৃতির কাগজটির চারকোনা মাঝখান বরাবর ভাঁজ করে দিলাম।
ধাপ- ৩

20240820_121200.jpg

20240820_121239.jpg

  • এরপর ভাজকৃত কাগজের দুই কোনা মাঝখান বরাবর আবারো ভাঁজ করে দিলাম।
ধাপ- ৪

20240820_121446.jpg

20240820_121536.jpg

  • এরপর কাগজটি এর উল্টো পাশে আবারো ভাজ করে দিলাম।
ধাপ- ৫
20240820_122410.jpg20240820_122623.jpg
20240820_122810.jpg20240820_122851.jpg
  • একইভাবে আমি আরো চারটি কাগজ ভাঁজ করে নিলাম এবং সেগুলোকে একটির ওপর একটি করে সাজিয়ে নিলাম।
সর্বশেষ ধাপ-

20240820_123054.jpg

20240820_123244.jpg

20240820_123424.jpg

  • সর্বশেষ ধাপে এসে আমি বিমানটির লেজ তৈরি করলাম। বিমানটি লেজ অর্থাৎ পেছনের অংশটি তৈরি করতে আমি একটি কাচির মাধ্যমে কাগজের সামনের অংশটুকু কেটে নিয়েছি। ব্যাস এবার সম্পূর্ণরূপে বিমানটি তৈরি হয়ে গেল।
🐠উপস্থাপন🐠

Photoroom-20240820_125137.jpg

20240820_123622.jpg

অবশেষে রঙিন কাগজ দিয়ে সম্পূর্ণ বিমানটি তৈরি করার পর আমার এখন অনেক ভালো লাগছে। সত্যিই বিমানটি অনেক সুন্দর হয়েছে। আমি আমার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে রঙিন কাগজ দিয়ে এই সুন্দর এই বিমানটি তৈরি করেছি এবং আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আপনাদের কাছে রঙিন কাগজ দিয়ে তৈরি এই বিমানটি কেমন লেগেছে তা আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ, সকলকে✨

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরঙিন কাগজ দিয়ে তৈরি সুন্দর একটি বিমান ✈️✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

20230422_135032 (2).jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি বিমানের অরিগ্যামি তৈরি করেছেন। আপনার এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের অরিগ্যামি বানাতে যথেষ্ট সময়ের প্রয়োজন। বিশেষ করে ভাঁজগুলো মনে রেখে পোস্ট করা খুবই কঠিন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি অরিগ্যামি শেয়ার করার জন্য।

 4 days ago 

সত্যি সুন্দর একটি বিমান। অসাধারণ সুন্দর পদ্ধতিতে বিমানটি বানিয়েছেন ভাইয়া।কেউ চাইলে আপনার পোস্ট টি ফলো করে এই চমৎকার সুন্দর বিমান টি বানাতে পারবেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি বিমান বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 4 days ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানালে দেখতে অনেক ভালো লাগে। এই ধরনের বিমানগুলো ছোটবেলায় অনেক বানাতাম আর উড়ানোর চেষ্টা করতাম। সত্যি ভাইয়া আপনার পোস্ট দেখে শৈশবের অনেক কথা মনে পড়ে গেল। দারুন হয়েছে দেখতে।

 3 days ago 

রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর একটি বিমান তৈরি করেছেন ভাইয়া। ছোটবেলায় আমরা এই জাতীয় জিনিস তৈরি করতাম এবং স্কুলে খেলা খেলতাম। যেন আপনার এই বিমান তৈরি করা দেখার মধ্য দিয়ে ছোটবেলার অনেক সুন্দর স্মৃতি মনে পড়ে গেল।

 3 days ago 

কাগজের বিমান চমৎকার হয়েছে। আপনি তো দেখছি দক্ষতার সাথে বিমান তৈরি করেছেন। বিমান তৈরির পদ্ধতি ধাপে ধাপে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 days ago 

আপনার বিমানের অরিগামি দেখে শৈশবের কথা মনে পড়ে গেলো। প্রাইমারি স্কুলে থাকতে অনেক ধরনের বিমান তৈরি করতাম। রঙিন কাগজ দিয়ে তৈরি সুন্দর একটি বিমান তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে ডাই পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64186.90
ETH 2759.80
USDT 1.00
SBD 2.66