পুশ কনটেস্ট এ অংশগ্রহন

in আমার বাংলা ব্লগ7 months ago

বিসমিল্লাহির রহমানির রহিম

আস্সালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের প্রাণ প্রিয় বন্ধুরা, সম্মানিত এ্যাডমিন ও মডারেটরবৃন্দ, কেমন আছেন আপনারা? আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের পোষ্টের মাধ্যমে আমার পুশ কনটেস্টে অংশগ্রহন সম্পর্কে বিস্তারিত আলোচনা করিব। ভুলত্রুটি হলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ!

বিগত ২৭.০৮.২০২৪ ইং তারিখে আমার বাংলা ব্লগে একটি কনটেস্ট চালু করে এবং এই কনটেস্টে যে সব চেয়ে বেশি পরিমান পুশ কয়েন কিনতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। ঐ দিনের পর থেকে আমি পুশ কয়েন না কেনা পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না। কারন এটা আমাদের কয়েন আর আমাদের কয়েন যদি আমার কাছে না থাকে তাহলে বিষয়টা কেমন দেখায়। কমিউনিটির প্রতিটি সদস্য যখন পুশ কয়েন ক্রয় করছিল তখন আমার মনটা অনেক খারাপ ছিল কারন আমি তখন পর্যন্ত কোন কয়েন কিনতে পারিনী। আর মাত্র ১০ হাজার কয়েন কিনে কনটেস্টে অংশগ্রহন করা যেত কিন্তু এটার পরিমান অনেক কম দেখাচ্ছিল। বিধায় আমার প্রানপ্রিয় দাদা কে এবং হাফিজুল্লাহ ভাইকে একটু বেশি খুশি করার জন্য আজ পর্যন্ত অপেক্ষা করিত হইল। কারন আমি যেখানে চাকরি করি সেখানে বেতন ০১ তারিখের আগে নেওয়ার কোন নিয়ম ছিল না। তাই আজ সকালেই বেতন এর টাকা আর ও কিছু টাকা ধার করে মোট ২০ হাজার টাকা বাইনান্স এর মাধ্যমে আমার ট্রোন ওয়ালেটে যোগ করি এবং সর্বমোট ২০ হাজার টাকায় যতগুলি পুশ কয়েন ক্রয় করা যাই ততগুলি কয়েন আমি ক্রয় করেছি।

Screenshot_4.jpg

প্রথমে বাইন্যান্স থেকে আমার ট্রোন ওয়ালেটে ডলার যোগকরি

01.jpg

এবার ট্রোন ওয়ালেটের সাথে কানেক্ট করি

02.jpg

এবার ১০০০ ট্রোন দিয়ে যতগুলি পুশ কেনা যাই ক্রয় করে ফেলি। প্রায় ১,০৬,০০০ এর মত পুশ কয়েন আমি কিনতে সক্ষম হই।

03.jpg

পুশ কয়েন কেনার পরে হিস্টোরিতে আমার কেনা লেনদেনটি দেখায়।

04.jpg

বর্তমানে আমার ওয়ালেটে প্রায় ১ লক্ষ আট হাজারের মত পুশ কয়েন জমা আছে।

জানিনা এই সামান্য পুশ কয়েন ক্রয়ের মাধ্যমে আমি আমার প্রানপ্রিয় দাদাকে এবং হাফিজুল্লাহ ভাইকে খুশি করিতে পেরেছি কি না। তবে আমার সাধ্যের মধ্যে যদি এর চেয়ে বেশি টাকা থাকত তবে আমি আরও বেশি পুশ কয়েন কিনে আপনাদের উপহার দিতাম।

আশা করি আজকের পোস্টটি আপনাদের সবার ভালো লেগেছে। আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আরো নতুন ও আকর্ষণীয় পোস্ট নিয়ে হাজির হবো। ততদিন পর্যন্ত সাথেই থাকুন।

Sort:  
 7 months ago 

অংশ গ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন জানায়।আসলে পুশ কয়েন সবাই কম বেসি কিনছে এটা দেখে আমার খুবই ভালো লাগছে।আমাদের নিজস্ব এই কয়েন্টা ভাল কিছু হবে।

 7 months ago 

জি ভাই পুশ কয়েন এর দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে পুশ ক্রয় করে রাখলে আমাদেরই অনেক বেশি লাভ হবে। ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।

 7 months ago 

অনেক ধন্যবাদ পুশ টোকেন ক্রয় করে হোল্ড করার জন্য, আশা করছি ভবিষ্যতে ভালো কিছু হবে।

 7 months ago 

ভাই আপনি কিনতে বলেছেন আর আমি কিনব না এটা তো হতেই পারে না। এ জন্য বেতনের টাকা পাওয়া মাত্র সব টাকা দিয়েই যতগুলি পুশ কেনা যাই কিনে ফেললাম। ধন্যবাদ কমেন্ট করার জন্য।

 7 months ago 

আমিও আজকে কিছু পুশ কয়েন কিনলাম। আশা করি দারুণ কিছু অপেক্ষা করছে আমাদের জন্য।

 7 months ago 

হ্যা ভাই পুশ কয়েন এর দাম যে হারে বৃদ্ধিপাচ্ছে তাতে করে আমরা সবাই খুব দ্রুত বড়লোক হয়ে যাব।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 months ago 

পুশ কয়েন হোল্ড প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো। আসলে এই প্রতিযোগিতায় কমবেশি আমাদের সকলেরই অংশগ্রহণ করা উচিত।কারণ এটা আমাদের নিজস্ব কয়েন। এই কয়েনের প্রতি আমাদের অন্যরকম একটা ভালোবাসা আছে।যাই হোক আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

 7 months ago 

হ্যা ভাইয়া আমাদের কয়েন বলে কথা, না কিনলে তো নয়। আমার পোষ্টটি পড়ে সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.031
BTC 82907.81
ETH 1834.89
USDT 1.00
SBD 0.76