শরীল খারাপ থাকলে কোন কিছুই ভাল লাগে না

in আমার বাংলা ব্লগ3 months ago

বিসমিল্লাহির রহমানির রহিম

আস্সালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের প্রাণ প্রিয় বন্ধুরা, সম্মানিত এ্যাডমিন ও মডারেটরবৃন্দ, কেমন আছেন আপনারা? আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের পোস্টে আমি শরীল খারাপ থাকলে কোন কিছুই যে ভাল লাগে না নিয়ে আলোচনা করব। ভুলত্রুটি হলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ!

আমি মোঃ আলমগীর হোসেন, গেস্ট ব্লগার, আমার বাংলা ব্লগ। আমি বিগত ০৬.০৯.২৪ ইং তারিখ থেকে অনেক অসুস্থ হয়ে পড়ি বিধায় নিয়মিত আমার বাংলা ব্লগে পোষ্ট করিতে পারিনাই। এখনও একটু অসুস্থ আমি তবুও আমার বাংলা ব্লগে পোষ্ট না করে থাকতে পারছি না। কারন নিয়মিত একটা অভ্যাস ছিল পোষ্ট করার তাই সেটা না করা পর্যন্ত শান্তি পাচ্ছি না।

hypertension-867855_1920.jpg

Image Source

গত ০৬.০৯.২৪ ইং তারিখে আমার চাচাতো ভাইয়ের বিয়ের দাওয়াত পেয়ে আমি আমার প্রিয় গ্রামের বাসায় চলে যাই। প্রায় ৫ বছর পরে সেখানে গেলাম। গ্রামের বাড়ি পৌছাতে প্রায় ৩ টা বেজে গিয়েছিল। শুক্রবার থাকার কারনে তেমন কোন কাজের চাপ ছিল না। যেতেহু ঐ দিন অফিস ছুটি থাকে। যাই হোক গ্রামের বাড়ি গিয়ে দেখি সবাই খেতে বসেছে কিন্তু নতুন করে বসার কোন সুযোগ না থাকার কারনে আমি আমার ছোট চাচার সাথে তার বাসায় যায়। সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। যারা খেতে বসে ছিল তারা অতিরিক্ত বৃষ্টির ঝোল দিয়ে খেয়ে নিল। আমি আমার ছোট চাচার সাথে অনেক গল্প করিতে লাগলাম গ্রামের বাড়ির জমিজমা নিয়ে আর দিনকাল কেমন যাচ্ছে এ সব নিয়ে গল্প করার এক পর্যায়ে বৃষ্টি থেকে গেল। বৃষ্টি থামার সাথে সাথে চলে গেলাম খাওয়া দাওয়া করিতে। একটু দেরি হলে খাবার টেবিল বুক হয়ে যাবে বিধায় তাড়াতাড়ি গিয়ে একটি চেয়ারে আমি আর আমার ছোট চাচা বসে পড়লাম। অনেক আয়োজন ছিল। খাবার টা ও খুবই ভাল ছিল।

খাওয়া শেষ করে আমার ফুফুর বাড়িতে গিয়ে একটু রেস্ট নিলাম। কিন্তু বিয়ে বাড়ি বলে কথা সবাই সেখানে আছে। তাই এ গল্প সে গল্প করতে করতে ৫ টা বেজে গেল। এবার নামাজ পড়ে গ্রামের বাড়ির চারিদিকে একটু ঘোরাঘুরি করিতে লাগলাম। তবে আগেকার দিনের মত পরিবেশ আর নেই। সবাই জমি ভাগ করে নিয়ে ঘরবাড়ি করার ফলে সুন্দর পরিবেশটা আর পূর্বেরমত নেই।

IMG_20240906_171747.jpg

IMG_20240906_174216.jpg

যাই হোক আমাদের বড় একটি পুকুর ছিল তার আশে পাশে একটু ঘোরাঘুরি করে চলে গেলাম মাঠের দিকে সেখানে ধান চাষের বিশাল মাঠ আর মাঠে শুধু ধান গাছ দেখে খুব ভাল লাগছিল। এবার সবাই বাসায় ফিরবে বলে আমিও রওনা দিলাম বাসায় ফেরার জন্য সাথে আমার বড় ভাই ভাবি ও তাদের ছেলে মেয়ে ছিল। যখন গাড়িতে উঠব তখন প্রায় সন্ধ্যা মাগরিবের আযান দিচ্ছে। আমি বললাম এখন গাড়িতে উঠলে নামাযটি হবে না। তাই আপনারা চলে যান আমি নামায পড়ে আসতেছি।

এরপর মাগরিবের নামাজ আদায় করে একটু নাস্তা করে গাড়ির অপেক্ষায় দাড়িয়ে থাকলাম ১০ থেকে ১৫ মিনিট এর মধ্যে গাড়ি পেয়ে গেলাম এবং গাড়িতে উঠলাম এরপর যেন শরীলটা কেমন কেমন লাগতে শুরু করে গাড়িতে অনেক ঘুম আসতে থাকে এরপর বাসায় এসে শুয়ে পড়ি তখন অনেক মাথা যন্ত্রনা এবং সর্দি ভাব ছিল। পরের দিন শরীল আরও খারাপ হতে লাগল সমস্ত শরীল ব্যাথা আর গায়ে হালকা জ্বর ছিল কিন্তু এ অবস্থার মধ্যেও অফিসের সমস্ত কাজ করিতে হইত। কারন অফিসে আমার কাজ অন্য কেউ করিতে পারে না। অন্য দিন অফিসের কাজের ফাঁকে ফাঁকে বাংলা বøগের পোষ্ট এবং কমেন্টগুলি করিতাম কিন্তু শরীল খারাপ থাকার কারনে এটা এ কয়দিনে করা হয়নী।

আজ থেকে শরীল একটু ভাল লাগছে তাই আর অপেক্ষা না করে বাংলা ব্লগে পোষ্ট এবং কমেন্ট করা শুর করেছি।

আশা করি আজকের পোস্টটি আপনাদের সবার ভালো লেগেছে। আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আরো নতুন ও আকর্ষণীয় পোস্ট নিয়ে হাজির হবো। ততদিন পর্যন্ত সাথেই থাকুন।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

সুস্থ থাকা খুবই গুরুত্বপূর্ণ। শরীর ভালো না থাকলে কোনো কিছুই করতে ভালো লাগে না। আপনার প্রতিটি কথার সাথে আমিও সহমত। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

সুস্থতা সবচেয়ে বড় একটি নেয়ামত। শরীল ভাল না থাকলে কোন কিছুই ভাললাগে না। ভাল কথা শুনলেও রাগ হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আমার পোষ্টটি পড়ার এবং সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 3 months ago 

আসলে কে কখন যে অসুস্থ হয়ে পড়ে তার ঠিক নেই। মানুষ কিন্তু যে কোন মুহূর্তে অসুস্থ হতে পারে তাই নিজের শরীর ভালো রাখার জন্য ভালো খাবার খেতে হবে এবং ফরমালিন ও কেমিক্যাল মুক্ত খাবার খেতে হবে। যাইহোক অসুস্থতা আমাদের কাম্য নয়। অসুস্থ হলে শরীর খারাপ যেমন মন খারাপ থাকে তেমন। বিস্তারিত আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন তাই অনেক কিছু জানতে পারলাম। সুস্থ থাকুন ভালো থাকুন দোয়া রইল।

 3 months ago 

শরীল কখন যে খারাপ হয় বলা যায় না। এই ভাল আর এই খারাপ । অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি মতামত এবং সমবেদনা জানানোর জন্য।

 3 months ago 

দ্রুত সুস্থ হয়ে উঠেন এই প্রত্যাশা করছি এবং আশা করছি আবার নিয়মিত পোষ্ট লিখতে পারবেন। ধন্যবাদ

 3 months ago 

প্রিয় হাফিজুল্লাহ ভাই শরীল এখন অনেকটা ভাল আছে। আমার পোষ্টটি পড়ে সুন্দর একটি মতামত এবং খোজ খবর নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আমার বাংলা ব্লগ শুধুমাত্র একটি ব্লগ সাইট না এটি একটি পরিবারের মত। একটি পরিবারের কেউ যদি অসুস্থ হয় তাহলে সবাই খোজ খবর নেয়। তেমনি আমার অসুস্থতার কথা শেয়ার করা মাত্র অনেকে সমবেদনা জানিয়েছে। যেটা টাকা দিয়েও কেনা যাই না। তাই আবাও ধন্যবাদ জানাই বাংলা ব্লগের সকল সদস্যকে।

 3 months ago 

আপনার শারিরীক অসুস্থতার খবর শুনে খারাপ লাগল। যদিও কিছুটা সুস্থ হয়েছে, দোয়া করি যেন আপনার শরীর পুরোপুরি সুস্থ হয়ে যায় অতি দ্রুত।

বড় ধরণের গ্যাদারিং থেকে অনেকেই অনেক জীবনু নিয়ে ফেরে। হয়ত ভাইরাল জ্বর ছিল এটা।

ভাল থাকুন।

 3 months ago 

বিয়ে বাড়িতে একটু বেশি ভিড় থাকে তবুও আমি একটু নিরিবিলিতে ছিলাম। তবুও যেন শরীলটা খারাপ ছয়েছিল। এখন অনেকভাল আছি। অনেক ধন্যবাদ ভাই খোজ খবর নেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.039
BTC 97542.75
ETH 3458.83
USDT 1.00
SBD 3.15