নাটক রিভিউ : " ঝামেলা আনলিমিটেড" ( ৩৪ থেকে ৩৬ পর্ব )
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, নাটক রিভিউ ঝামেলা আনলিমিটেড ৩৪ থেকে ৩৬ পর্ব সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
নাটক সসম্পর্কে কিছু তথ্য :-
নাটকের নাম | "ঝামেলা আনলিমিটেড " |
---|---|
পর্ব | ৩৪ থেকে ৩৬ |
রচনা | আহসান আলমগীর |
চিত্রনাট্য পরিচালনা | শামীম জামান |
নির্বাহী প্রযোজক | মোঃ রফিকুল ইসলাম |
টাইটেল ও সম্পাদনা | মনির সরকার |
অভিনয়ে | মোশারফ করিম ছদ্মনাম (সোবাহান) , ফজলুর রহমান বাবু (বাতেন), আ.খ.ম হাসান (সবুজ) , ফারুক আহমেদ (মিজান), ওয়াহিদা মল্লিক জলি, সাদিয়া জাহান প্রভা (গোধূলি), সোনিয়া হোসেন (অনন্যা), কল্যাণ কুরাইশী, তারেক স্বপন (কপিল), নূরে আলম নয়ন, আমানুর হক হেলার (সেলিম), আকাশ রঞ্জন, ইফফাত তৃষা, শৈলি, এবং মামুনুর রশীদ। |
গানের কথা | রেজা শানূ |
সুর এবং সংগীত | যে.কে মজলিস |
কন্ঠ | সমরজিৎ রায় |
চিত্রগ্রহণ | মশিউর রহমান, কাউসার রাজিব |
মূল কাহিনী
আজ আপনাদের মাঝে আমি নাটকের ৩৪ থেকে ৩৬ পর্ব উপস্থাপন করতে যাচ্ছি। নাটকটি হুট করে কয়েকটি পর্ব দেখলে তেমন কিছু বুঝা যাবে না। ধারাবাহিক ভাবে দেখলে বেশ ভালো লাগবে। যারা গত পর্ব গুলো দেখেছেন তারা আজকের পর্ব দেখে বেশ আনন্দ উপভোগ করবেন নিশ্চয়। নাটকের ৩৪ তম পর্বের শুরুতে দেখা যাচ্ছে রতনের বউ তার বোনের সাথে কথা কাটাকাটি নিয়ে বেশ ঝামেলা করেছে। পরবর্তীতে রতন এবং তার দুলাভাই রতনের বউ কে বলতেছে তার আপুর কাছে ক্ষমা চাইতে। রতনের বউ যখন তার আপুর কাছে ক্ষমা চাইতে গেলে তখন সে আবারও ভয়ে উল্টাপাল্টা কথা বলে তার আপুর মাথা গরম করে দিলো।
এতে করে বেশ সমস্যার সৃষ্টি করলো। পরবর্তীতে দুলাভাই এবং তার স্বামী দুইজন মিলে তাদের ঝামেলা মেটালো। নাটকের পরবর্তী দৃশ্যে দেখা যাচ্ছে সোবাহান গোধূলিকে মোবাইল গিফট করার জন্য তার রুমে আসলো। রুমে এসে দেখলো অনন্যা বসে আছে। অনন্যা কে জিজ্ঞেস করলো গোধূলি কোথায় তার জন্য মোবাইল নিয়ে এসেছি। অনন্যা যখন সোবাহানের হাতে মোবাইলটি দেখতে পেল তখন সে বললো এইটা তো আমার হারিয়ে যাওয়া মোবাইল। আপনি কোথায় পেলেন? এই বলে সোবহানের হাত থেকে মোবাইলটি নিয়ে নিলো । সুবাহান বললো এইটা তোমার মোবাইল হবে কেন? এটি আমার মোবাইল গোধূলিকে দেওয়ার জন্য নিয়ে এসেছি।
এ নিয়ে তাদের মধ্যে বেশ তর্ক-বিতর্ক আরম্ভ হলো। গোধূলি বলতেছে আপনি চোরের দলের সদস্য না হলে আমার মোবাইলটি আপনি কি করে ফেলেন? নিশ্চয় আপনারা চুরি করেছেন। আমি খালা খালুর কাছে বিচার দিবো। আপনি আমার মোবাইলটি দিয়ে দেন।
পরবর্তীতে অনন্যা তার খালা খালুর কাছে বিচার দিলো। খালা খালু যখন বিচার করতে বসলো তখন সোবহান মিথ্যে কথা বলে তার সকল দোষ ঢেকে দিলো। নাটকের পরের দৃশ্যে দেখা যাচ্ছে সুবাহান তার জমজ ভাইকে মারতে গিয়ে ভুলে সবুজকে মেরেছে। সুবাহান ভুল করে সবুজের চোখের উপর ঘুসি মেরেছে। এতে করে সবুজের চোখ ফুলে গেছে এবং চোখের বেশ সমস্যার সৃষ্টি হয়েছে। সোবাহান সবুজের উপর হঠাৎ করে আক্রমণ করার কারণে সবুজ বেশ খেপে গেছে।
সবুজ দুশ্চিন্তা করতেছে তার চোখ যদি নষ্ট হয়ে যায় তাহলে পরবর্তীতে কি করবে? কে তাকে সাহায্য সহযোগিতা করবে? তাই সবুজ কাকীর কাছে গেলো সোবাহানের বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য। সবুজ হাউমাউ করে কাঁদতে কাঁদতে যখন কাকির রুমে গেলো। তখন কাকি বিরক্ত হয়ে সবুজের কথা না শুনে রুম থেকে বের করে দিলো । রতন আর কফিল মিলে সবুজের চোখের যত্ন নিচ্ছে। সোবহান যখন রুমে প্রবেশ করলো তখন কফির আর রতন জিজ্ঞেস করলো কেন সবুজকে মেরেছে? এখন যদি তার চোখ নষ্ট হয়ে যায় এর দায়ভার কে নিবে? সুবাহান বললো ভুলক্রমে সবুজের চোখের উপর ঘুসি পড়েছে। আমি ইচ্ছে করে ঘুসি মারি নি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও।
নাটকের পরবর্তী দৃশ্যে দেখা যাচ্ছে মিজানকে হাসপাতাল থেকে ছেড়ে আনার জন্য তার কাকা গিয়েছে। মিজান সুস্থ হয়ে উঠেছে। মিজানকে বাসায় ফিরে আনার জন্য তার কাকা হসপিটালের সকল বিল পরিশোধ করে তাকে বাসায় নিয়ে আসলো। মিজান বাসার সকলের উপর বেশ রাগ করেছে। কারণ তাকে কেউ হাসপাতালে দেখতে গেল না। পরবর্তীতে দেখা যাচ্ছে বাতেন একটি লোকের সাথে দেখা করছে তার ব্যবসার কার্যক্রম বাড়ানোর জন্য।
ব্যক্তিগত মতামত
ঝামেলা আনলিমিটেড নাটকের আজকের পর্ব বেশ চমৎকার। নাটকের মাঝে বাস্তব কিছু বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। নাটকটি বেশ হাসির। আসলে যে নাটকে মোশারফ করিম, আ.খ.ম হাসান, ফারুক আহমেদ অভিনয় করবে সেই নাটকে হাসি তো থাকবে। নাটকের প্রতিটি চরিত্র বেশ অসাধারণ।নাটকের আজকের পর্ব দেখে অনেক বিষয় উপলব্ধি করা যায়। যে কোনো কথা বলতে হলে বুঝে শুনে বলা প্রয়োজন। না হলে বেশ ঝামেলার মধ্যে পড়তে হয়। যে কোন কাজ করতে হলে পূর্ব পরিকল্পনা করা খুবই প্রয়োজন। হঠাৎ মাথা গরম করে কাউকে মারলে তার খেসারত দিতে হয় যেমনটি সোবাহান দিয়েছে। চুরি করা যে কোন জিনিস কিনলে বিপদে পড়ার সম্ভাবনা থাকে। এই নাটকটি দেখে আরেকটি বিষয় উপলব্ধি করা যায় । যে কারো কথা শুনে যাচাই-বাছাই না করে বিশ্বাস করলে বেশি ঝামেলার মধ্যে পড়তে হয়।
ব্যক্তিগত রেটিং
৯/১০
নাটকের ভিডিও লিংক
https://getsnap.link/WADQcUbKcEK?share_arg3=copy%20link
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://twitter.com/MdAgim17/status/1729808684073570353?t=zH85de2gQJSf2XUskdONzQ&s=19
ঝামেলা আনলিমিটেড নাটকটির নাম শুনলে আমার ভীষণ হাসি পায়। দেখতে দেখতে আপনি ৩৪ থেকে ৩৬ পর্ব আমাদের মাঝে শেয়ার করে ফেললেন ভাইয়া। যদিও সব পর্বগুলো আমি দেখিনি তবে মাঝে মাঝে কিছু কিছু দেখেছি। নাটকটি ভীষণ ভালো লাগে। এত সুন্দর একটি নাটক করার জন্য ধন্যবাদ ভাইয়া।
নাটক দেখে এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ভীষণ সুন্দরভাবে ধাপে ধাপে নাটকের পর্বগুলো আমাদের মাঝে শেয়ার করেন আপনি। ঝামেলা আনলিমিটেড ৩৪ থেকে ৩৬ পর্ব আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আমার কাছেও এরকম নাটক গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আজকের নাটকটি ও আমি দেখে থাকি মাঝেমধ্যে। বেশ ভালো একটি নাটক। আপনার রিভিউ দেখে ভীষণ ভালো লাগবে।
আমার নাটক রিভিউ দেখে আপনার ভীষণ ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে ভাই।
অনেক আনন্দদায়ক একটি নাটক আজকে আপনি আমাদের মাঝে রিভিউ করে শেয়ার করেছেন ভাইজান। এই নাটকটা কিন্তু বরাবরের মত খুবই আনন্দদায়ক। আর আমারও খুব ভালো লাগে তাই আমিও চেষ্টা করে থাকি মাঝেমধ্যে নাটকটা দেখার জন্য। দেখতে দেখতে ৩০ পর্ব পার হয়ে চলে এসেছেন ৩৪-৩৬ পর্বে। অনেক সুন্দর ছিল আপনার রিভিউটা।
ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর অনুভূতি শেয়ার করে উৎসাহ প্রদান করার জন্য।