লাইফ স্টাইল:- আশ্বিনের কোন এক বিকেলে খন্দকার রেস্টুরেন্টে কিছুক্ষণ।

in আমার বাংলা ব্লগ10 months ago

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আশ্বিনের কোন এক বিকেলে খন্দকার রেস্টুরেন্টে কিছুক্ষণ সময় কাটানোর অনুভূতি বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1696691435038.jpg

IMG20230908111707.jpg

অনেকদিন হলো বাইরে ঘুরতে যাওয়া হচ্ছে না।আসলে কাজের অতিরিক্ত চাপ থাকার কারণে বাইরে ঘুরতে যাওয়ার মতো সময় বের করা সম্ভব হয় না। কাজ করতে করতে নিজের কাছে খুবই বিরক্তবোধ মনে হচ্ছে। তাই বেশ কয়েকদিন ভাবছি বাইরে কোথায় ঘুরতে বের হবো। আসলে কাজের মধ্যে থাকতে নিজেকে খুবই অস্বস্তি বোধ হয়। কোথায় ঘুরতে গিয়ে বাহিরে অপরূপ বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারলে খুব ভালো লাগে। কিছুক্ষণের জন্য হলেও কর্মব্যস্ততা থেকে নিজেকে বিরত রাখা যায়। জীবন সংসারের ঝামেলা থেকে মুক্ত হয়ে প্রকৃতির মাঝে সময় কাটাতে পারলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায়।

IMG20230908111531.jpg

IMG20230908111450.jpg

তাই আমি মনে করি বাইরে কয়দিন পর পর ঘুরতে যাওয়া খুবই উত্তম। আমি প্রায় সময় চেষ্টা করি বাইরে ঘুরতে বের হতে। শ্রদ্ধেয় রকি @narocky71 ভাইকে সাথে নিয়ে মোটরসাইকেলে করে ফেনী জেলা থেকে একটু দূরে কুমিল্লার দিকে ঘুরতে বের হলাম। আমরা দুজন তিনটার দিকে রওনা দিলাম। মোটরসাইকেলের প্রায় এক ঘন্টা যাওয়ার পর রাস্তা পাশে নিরিবিলি পরিবেশের একটি জায়গা দেখতে পেলাম। তাই মোটরসাইকেল থামিয়ে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করি। জায়গাটা বেশ সুন্দর ঝিরঝির দক্ষিণের হাওয়া বইছে চারদিকে প্রকৃতির পরিবেশ অনেকে চমৎকার। আমরা দুজন কিছুক্ষণ বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি।

IMG20230908110229.jpg

IMG_20231007_204822.jpg

আর নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। কিছুক্ষণ প্রকৃতির পরিবেশে অবস্থান করার পর আবার আমরা মোটরসাইকেলে করে সামনের দিকে রওনা দিলাম। মোটরসাইকেল করে কিছুক্ষণ যাওয়ার পরে রাস্তার পাশেই বেশ সুন্দর একটি রেস্টুরেন্ট দেখতে পেলাম। রেস্টুরেন্টের নাম হচ্ছে খন্দকার রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের সামনে খুব সুন্দর ফুলের বাগান রয়েছে । দূর থেকে রেস্টুরেন্টটি দেখতে আমাদের কাছে খুবই ভালো লাগলো । রেস্টুরেন্ট দেখে আমরা দুজন দুজনকে বলছি যাই রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে আসি। দূর থেকে রেস্টুরেন্টটি যেহেতু দেখতে খুব সুন্দর লাগছে নিশ্চয়ই খাবারের মান খুব ভালো হবে। যায় গিয়ে খেয়ে আসি। আগে আমাদের কখনো যাওয়া হয় নি তাই বেশ আগ্রহ নিয়ে গেলাম কিছু খেতে।

IMG20230908110218.jpg

IMG20230908110703.jpg

আমরা ভাবছি গিয়ে কফি খাবো আর কফির সাথে অন্য কিছু খাবো। কিন্তু রেস্টুরেন্টে গিয়ে ওয়েটার কে জিজ্ঞেস করলাম কফি কত? ওয়েটার বললো একটা কফির দাম ১৬০ টাকা। তাই আর কফি খাওয়া হলো না। পরবর্তীতে আমরা দুজনই চিকেন খিচুড়ি খেলাম। চিকেন খিচুড়ি খেতে বেশ ভালো লাগলো। প্রতি প্লেট চিকেন খিচুড়ির দাম নিয়েছে ১৮৫ টাকা করে। দাম অনুযায়ী চিকেন খিচুড়ি মান ভালো ছিলো। খিচুড়ির খেতে আমাদের কাছে বেশ ভালো লেগেছে। রেস্টুরেন্টের ভিতরের চারপাশের পরিবেশ খুবই চমৎকার। খাওয়ার মুহূর্ত গুলো বেশ চমৎকার উপভোগ করেছি দুজন মিলে। গল্প করতে করতে দুই জন মিলে খাবার শেষ করলাম। বিশেষ করে চিকেন খিচুড়ির ঘ্রাণ খুব অন্যরকম ছিলো।

IMG20230908111811.jpg

IMG20230908111629.jpg

খাওয়া-দাওয়া শেষ করে রেস্টুরেন্টের সামনে ফুল বাগিচাতে আসলাম। রেস্টুরেন্টের ফুল বাগিচায় বিভিন্ন রকম ফুল দেখতে পেলাম। বিশেষ করে রঙ্গন, জবা, নয়ন তারা, টগর ইত্যাদি। রঙ্গন এবং নয়ন তারা ফুলগুলো সৌন্দর্য বেশ অসাধারণ ছিলো । ফুলের নান্দনিক সৌন্দর্য সত্যিই হৃদয় ছুঁয়ে গেলো। পড়ন্ত বিকেলে মেঘলা আকাশের নিচে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বেশ চমৎকার মুহূর্ত উপভোগ করেছি। খাওয়া-দাওয়া আর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বিকেলের সময় গুলো বেশ সুন্দর কেটেছিলো। রেস্টুরেন্টের ভিতর এবং বাহিরে সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছি আমরা দুজন মিলে। বিকেল বেলা রেস্টুরেন্টের মুহূর্ত গুলো সত্যি আমাদের জন্য বেশ দুর্দান্ত ছিলো । বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার সন্ধ্যার পূর্বের মুহুর্তে বাড়িতে ফিরে এলাম। বাড়িতে আসার পরেও খন্দকার রেস্টুরেন্টে খাওয়া চিকেন খিচুড়ির স্বাদ মুখে রয়ে গেলো।

IMG_20231007_210156.jpg

IMG20230908111839.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 10 months ago 

দেখে বোঝা যাচ্ছে দুই জনে মিলে খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন। ঘোরাঘুরি খাওয়া-দাওয়া করে পাশাপাশি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখতে খুবই চমৎকার লাগছে। মাঝে মাঝে এমন ঘোরাঘুরি করলে মনটা অনেক ভালো থাকে।

 10 months ago 

হ্যাঁ ভাই বাইরে কিছুক্ষণ ঘুরাঘুরি করলে প্রকৃতির পরিবেশে মন খুব ভালো থাকে ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

সু স্বাগতম ভাই।

 10 months ago 

রকি ভাইয়ের সাথে দেখছি বেশ দারুণ একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। খুবই ভালো লাগলো সুন্দর এই মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে। আসলে কিছু কিছু জায়গা রয়েছে যেখানে কফির দাম এত বেশি ধরে তা বলে বোঝানো যায় না। যাইহোক অন্য কোন জায়গায় কফি খেতে পারবেন।

 10 months ago 

পোস্টটি দেখে এত সময় অনুভূতি শেয়ার করার জন্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আপনার লেখা পোস্টে আমার কাছে বেশ দারুন লেগেছে। আপনি এবং রকি ভাই দুজন মিলে মোটরসাইকেলে কুমিল্লার দিকে একটু ঘোরাঘুরি করেছিলেন জানতে পেরে বেশ ভালো লাগলো। পরে এসে আপনারা দুজন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছেন সেই সব দৃশ্য দেখতে পেয়েছি আপনার পোষ্টের মাধ্যমে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 10 months ago 

আপনাকেও ভাই ধন্যবাদ জানাই পোস্টটি দেখে আপনার মূল্যবান সময় ব্যয় করে এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য।

 10 months ago 

ঘুরতে বের হয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন দেখছি। খাওয়া-দাওয়ার পাশাপাশি এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি। সত্যি চোখ জুড়িয়ে গেল ফটোগ্রাফি গুলো দেখে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া ঘোরাঘুরি মুহূর্ত এবং সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

অনেক অনেক ধন্যবাদ আপু। এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য।

 10 months ago 

বাহ সাথে দেখছি রকি ভাই কেউ দেখা যাচ্ছে, দুজন মিলে বেশ ভালোই ঘোরাঘুরি করেছেন বাইকে করে, এছাড়াও রেস্টুরেন্টে খাওয়া দাওয়া এবং খুব চমৎকার একটি সময় কাটিয়েছেন দেখে খুব ভালো লাগলো।

 10 months ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 10 months ago 

আসলে আপনি ঠিক বলেছেন ব্যস্ততার মাঝে কিছু সময় বের করে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করলে শরীর ভালো থাকে আবার মনটা অনেক ফ্রেশ লাগে। আপনারা দুজনে ঘুরতে গিয়ে নিশ্চয়ই খুব সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করেছেন। আপনার মুখে শুনে মনে হলো রেস্টুরেন্টের পরিবেশটা বেশ ভালই ছিল। রেস্টুরেন্টের পাশে যদি এরকম ফুল বাগান থাকে তাহলে পরিবেশটা কিন্তু বেশ দারুন লাগে। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

জি ভাই রেস্টুরেন্টের ভিতরের এবং বাইরে পরিবেশ খুবই চমৎকার। ধন্যবাদ আপনাকে এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য।

 10 months ago 

অনেক ব্যস্ততার মাঝেও নিজেকে সময় দেয়া খুব জরুরী।এতে অনেকটাই ভালো লাগা কাজ করে।আপনি রকি ভাইয়াকে নিয়ে মোটরসাইকেলে করে কুমিল্লা শহরের দিকে গেলেন। তারপর একটি রেস্টুরেন্টে বসে খাওয়া-দাওয়া ও করলেন।দুজনের সময়টা খুবই চমৎকার কেটেছে আশাকরি।খাওয়া -দাওয়া শেষ করে বেশকিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন।যা দেখতে ভীষণ সুন্দর লাগছে।আপনার অনুভুতিগুলো পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া শেয়ার করার জন্য।

 10 months ago 

আপনি ঠিকই বলেছেন, ব্যস্ততার মাঝেও নিজের জন্য সময় বের করে বাইরে ঘুরতে যাওয়া প্রয়োজন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করে শেয়ার করার জন্য।

 10 months ago 

কাজের ব্যস্ততার মধ্যেও মাঝে মাঝেই নিজেকে সময় দেওয়াটা খুবই জরুরি।তাতে কাজের প্রতি আরো বেশি মনোযোগী হওয়া যায়।আপনিও ব্যস্ততাকে দূরে সরিয়ে রকি ভাইয়ার সঙ্গে ঘুরতে বেরিয়ে ছিলেন জেনে ভালো লাগলো।তাছাড়া একটা কফির দাম ১৬০ টাকা,আসলেই দামটা অতিরিক্ত।যাইহোক দারুণ সময় পার করেছেন আশা করি, ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

জি আপু কফি দাম বেশি তাই আর খাওয়া হলো না। ধন্যবাদ আপনাকে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59452.12
ETH 2603.11
USDT 1.00
SBD 2.39