এই জীবনের যতো দুঃখ পাই নাই, তার থেকে বেশি দুঃখ পেয়েছি বাংলাদেশের খেলা দেখে।

in আমার বাংলা ব্লগlast year

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।আজ আমি আপনাদের, বাংলাদেশের খেলা নিয়ে আমার অনুভূতি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG_20231031_221338.jpg
screenshot credit from MS sports Facebook page

ক্রিকেট খেলা খুব বেশি ভালোবাসি? জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে রেডিওতে খেলা শুনতাম। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ধারাভাষ্যকার হলো জাফরুল্লাহ শারাফাত। তার কন্ঠ শুনে শুনে ক্রিকেট খেলাকে খুব বেশি ভালোবেসেছি। পরবর্তী বলে কি হবে? তা শোনার জন্য খুবই মনোযোগ দিয়ে রেডিও পাশে বসে থাকতাম। মনের ভিতরে টান টান উত্তেজনা কাজ করতে। বাংলাতে ধারাভাষকার প্রচার করা হতো। তখন খেলা বুঝতে তেমন বেশি অসুবিধা হতো না। ৩ থেকে ৪ বছর পার হওয়ার পরে সাদা-কালো টিভিতে খেলা দেখার আরম্ভ করছি। টিভিতে সরাসরি খেলা দেখার আনন্দটাই অন্যরকম ছিলো।

সাদা কালো যুগ পেরিয়ে রঙিন ২১ ইঞ্চি টিভির যুগে প্রবেশ করলাম। ২০১১ বিশ্বকাপের প্রতিটি ম্যাচের কথা এখনো মনে পড়ে। ফাইনালে শ্রীলংকা এবং ভারত সারা বিশ্বকে রোমাঞ্চকর ফাইনাল খেলা উপহার দিয়েছে। সে বিশ্বকাপে ভারত বিশ্বকাপ জিতেছিল। তারপর থেকে ২০১৮ সাল পর্যন্তই টিভিতে খেলা দেখতাম তারপর আবার প্রযুক্তির যুগের পরিবর্তন হয়েছে আমাদের মাঝে এসে পড়লো স্মার্ট এলইডি টিভি, প্রজেক্ট। ক্রিকেট খেলার মানে হৃদয়ের মাঝে অন্যরকম ভালোবাসা ভালোলাগার অনুভূতি। পাড়ার সবাই মিলে খেলা দেখার জন্য প্রজেক্ট লাগিয়ে দিতাম। আর নয়তো বাসায় একা একা টিভিতে খেলা দেখতাম।

তারপর থেকে মোবাইল ফোনে খেলা দেখার আরম্ভ করছি। হাটে বাজারে, গ্ৰাম গঞ্জে যেখানে থাকি না কেন মোবাইলে এমবি থাকলে খেলা দেখা কোন ভাবে মিস হবে না। পৃথিবীতে সব মানুষই নেশাগ্রস্ত। কে হয়তো টাকার নেশা বিভোর। কেউ হয়তো প্রেমের নেশায় অন্ধ। কেউ হয়তো নিজের ক্ষমতা প্রভাব বিস্তার করার মগ্ন থাকে। আমিও খেলা দেখার পাগল। যত গুরুত্বপূর্ণ কাজই হোক না কেন তা রেখে খেলা দেখার জন্য সময় বের করি। নিজের দেশের খেলা হলে তা দেখার জন্য হৃদয়ের মাঝে একটু বাড়তি আবেগ অনুভূতি কাজ করে। খেলার মুহূর্ত টানটান উত্তেজনা হৃদয়ের মাঝে অনুভব হয়।

চেষ্টা করি নিজের দেশের প্রতিটি ম্যাচ দেখার জন্য। যেহেতু ক্রিকেট খেলা দেখা আমার নেশা। জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে এখন অব্দি পর্যন্ত খেলা দেখে যাচ্ছি। দেশকে ভালোবেসে নিজের দেশের সকল ক্রিকেটারকে খুব বেশি ভালোবাসি । তবে এবারের বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেটার যে পারফরম্যান্স করেছে তা দেখে সত্যিই একজন বাঙালি হিসেবে আমি লজ্জা বোধ করি। একজন ক্রিকেট প্রেমী হিসেবে কোন ভাবে বাংলাদেশের খেলা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ এতো দুরবস্থা খেলতেছে আসলে তা বর্ণনা করা ক্রিকেট প্রেমী হিসেবে সুস্থ মস্তিষ্কে অন্ততপক্ষে বর্ণনা করা অসম্ভব।

বলা যায় যে এবারে বিশ্বকাপে বাংলাদেশের খেলোয়াড়েরা খেলতে যায় নাই ‌ তারা ভ্রমণে গিয়েছে। সবাই যার যার মনের মতো করে মাঠে ক্রিকেট খেলতেছে। প্রতিটি ম্যাচ তারা অত্যন্ত লজ্জাজনক ভাবে হারতেছে। তা আসলে কোনভাবেই গ্রহণযোগ্য নয়। চারপাশে সবাই বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে তামাশা করতেছে‌। । বাংলাদেশের হাজার হাজার ক্রিকেট প্রেমীদের আবেগ অনুভূতি নিয়ে তারা খেলতেছে। তাই এখন ভাবছি এই জীবনের যতো দুঃখ পাই নাই, তার থেকে বেশি দুঃখ পেয়েছি বাংলাদেশের খেলা দেখে। জীবনে অনেক বেশ ভুল করে ফেলেছি বাংলাদেশ ক্রিকেট দলকে ভালোবেসে এবং বাংলাদেশ দলকে সাপোর্ট করে।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 last year (edited)

ভাই আপনি অনেক সুন্দর একটা পোস্ট শেয়ার করেছেন। আমিও চেষ্টা করি বাংলাদেশের প্রতিটি ম্যাচ দেখার।তবে এই বিশ্ব কাপের প্রতিটি ম্যাচ দেখছি।আমরা বাংলা জাতিরা সব সময় আশায় থাকি বাংলাদেশ আজকে জিতবে।কিন্তু আমার আশা পূরন হয় না। আপনি ঠিকই বলেছেন এবারের বিশ্ব কাপ তারা খেলতে যায় নাই। তারা ভ্রমণে গেছে।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট করার জন্য।

 last year 

পোস্টটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভাই আপনার মতো আমিও ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার ভক্ত। ছোটবেলা থেকেই সবসময় ক্রিকেট খেলতাম এবং ক্রিকেট ম্যাচ হলে টিভির সামনে থেকে উঠতাম না। যাইহোক বাংলাদেশের খেলা দেখে আসলেই কষ্ট লাগে। ভেবে পাই না এতো বাজে খেলে কিভাবে। তরুণ ব্যাটসম্যানরা কি খেলছে প্রতিটি ম্যাচে কিছুই বুঝি না। আজকে খেলা দেখে আরও অবাক হলাম। আর দুটি ম্যাচ বাকি এবং এই ম্যাচ দুটিও হারবে। তাহলে মোট ৯ ম্যাচ খেলে মাত্র ১ টা জয় বাংলাদেশ দলের। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনি ঠিক বলেছেন ভাই, তরুণ ব্যাটসম্যানরা কি খেলছে প্রতিটি ম্যাচে কিছুই বুঝি না। এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

বাংলাদেশের ক্রিকেট খেলা আগে থেকেই আমি দেখা ছেড়ে দিয়েছি কারণ এখানে শুধু হতাশা রয়েছে টেনশন। এরা কোনদিন বিশ্বকাপ পাবে না আর বিশ্বকাপের কত দূরে থাক ভালো পারফরম্যান্স দেখাতে পারবেনা। কারণ ভালো প্লেয়ার গুলো যখনই জায়গা মত বাতিল হয়ে যায় সেখানে আর খেলা কিসের।

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই, পোস্টটি পড়ে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 last year 

আমি যত টুক খেলা দেখি বোঝার চেষ্টা করি। তবে এইবার বিশ্বকাপে বাংলাদেশ যেভাবে খেলতেছে মনে হয় তারা কোন ভুবনে আছে। তবে আপনি কথাটি ঠিক বলেছেন বাংলাদেশ মনে হয় এবার খেলা খেলতে যাই নাই ভবন করতে গেল। আমি নিজেও দেখেছি ছোটকালে সাদা কালো বা রেডিওতে খেলার ধারাভাষ্যকার খুব সুন্দর করে দিতেন। তবে এইবার বিশ্বকাপে মোটামুটি সব খেলা কম বেশি দেখেছি। আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট দল খেলা একদম ভুলে গেছে। সত্যিই এই হারগুলো অনেক কষ্ট লাগে। যাহোক খেলা দেখে কষ্ট পেয়ে আজকে এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আশা করি সামনে বাংলাদেশ আবার ভালো খেলবে।

 last year 

সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 last year 

আমি প্রায় ছোট থেকে ক্রিকেট খেলা দেখে আসতেছি। বর্তমান সময় বিশ্বকাপে বাংলাদেশের যে অবস্থা মনে হয় আগে কখনো ছিল না। সত্যি বলতে ক্রিকেট খেলা আমাদের রক্তের সাথে মিশে গেছে এই কারণে খেলা না দেখলে ভালো লাগে না। তবে বাংলাদেশের এই খেলা আমরা কখনো আশা করি না। তবে আপনার মত আমি নিজেও ছোটকালে যখন খেলা দেখতাম চৌধুরী জাফরুল্লাহ সারাফতের ধারাভাষ্যকার শুনতে অনেক ভালো লাগতো। আর ২০১১ বিশ্বকাপে সব খেলায় আমি যখন দেখলাম এখনো ফাইনাল খেলাটি আমার চুখের উপর ভাসে। এই বিশ্বকাপে বাংলাদেশের আশা ভরসা সব শেষ হয়ে গেল। তবে আপনার মত আমিও খেলা দেখে অনেক কষ্ট পেলাম। যাই হোক ক্রিকেট খেলা দেখার অনুভূতি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আমরা বাংলাদেশী হিসেবে এবারের বিশ্বকাপে অনেক ভালো একটা ফলাফল আশা করেছিলাম।
কিন্তু শেষ পর্যন্ত তারা বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের এতটা দুঃখ দিল এবং তরীটা ডুবিয়ে দিল আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না।
হয়তো আবার একদিন ঘুরে দাঁড়াবে কিন্তু বিশ্বকাপের মত এত বড় আসরে গিয়ে এভাবে ভরাডুবি কেউই মেনে নিতে পারছে না।

Posted using SteemPro Mobile

 last year 

নিশ্চয় আশা করবো বাংলাদেশে ঘুরে দাঁড়াবে‌। সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68668.50
ETH 2459.32
USDT 1.00
SBD 2.36