আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৫৭
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
আকাশে এখন মৃদুমন্দ হাওয়া,
বইছে যেনো মনের দোলা।
ভালোবাসার লোভে ছুটে শুধু চলা ,
দিনশেষে পথিক আমি যে একলা।
যারে খুঁজি তারে নাহি যে পাই,
যারে পাই তারে খুঁজি কি হায়!
যার জন সে শুধু খুঁজে বেড়ায়,
রাত্রি শেষ এ একলা সবাই।
লেখক
লেখক এর অনুভূতি:
ভালোবাসাটা কখনোই পাওয়া না পাওয়ার মাঝে সীমাবদ্ধ থাকেনা।হাজার না পাওয়ার মাঝেও মানুষ একটু পাওয়ার আশায় সবকিছু ছেড়ে শুধু ভালোবাসার মানুষটিকে পেতে চায়।কিন্তু বেশিরভাগ সময় ই দেখা যায় মানুষ হিসেবে সবাই একলা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আমি এক স্বপ্নের মায়াজালে আবদ্ধ,
মনকে করেছি কঠিন কারারুদ্ধ।
আমার লড়াই শুধুই ভালোবাসার জন্য,
কিন্তু ভালোবাসা এখন সস্তা বাজারের পণ্য।
আকাশের রং দিয়ে এঁকেছিলাম তোমার প্রতিবিম্ব,
কিন্তু মনে হয় যেন তুমি ছাড়া এ জীবন অন্তঃসারশূন্য!
তোমাকে নিয়ে ভাবতে ভাবতে আমি বড্ড ক্লান্ত,
চোখ মেলে দেখি আমি এক অসহায়,পরিশ্রান্ত।
থাকে না কেউ চিরদিন,
সবই শুধু ক্ষণিকের।
থাকতে হবে একাই,
সঙ্গী একাতিত্ব।
এরই মাঝে চাওয়া - পাওয়া,
আঘাত পাওয়া,ভালোবাসা।
ক্লান্ত এ মন চায় যে শুধুই,
একটু খানি ভালোবাসা।
হৃদেয়ের গহিনে এঁকেছি যারে হায়
কখনও কি তারে পাবো না এ ধরায়
রেখেছি গো তোমায় মনের সেই মনিকোঠায়
যেখানে আমার প্রেম গুলো সব রয়েছে তোমার প্রতিক্ষায়।।
তোমার বিরহ গুলো আজ হয়েছে মরুভূমি
ফুটিবে না আর কভু সেথায় কুসুম কলি
রাখিবো তোমায় চাঁদের আঙ্গিনায়
তবুও দাও গো দেখা আমায় হে প্রিয়তমা।।
ভালোবাসার শূণ্যতায় একলা হৃদয়
একাকিত্বের আঁধারে অন্ধকারাময়
কারো আশায় অপেক্ষায় হৃদয়
সিক্ত হওয়ার ভিষণ কামনায় ।
তাকে চাইলেও হবে না পাওয়া
অদৃষ্টের নির্মম নিয়তি
যাকে খুঁজি দেয় না সে ধরা
একাকিত্বের নিষ্ঠুর পরিনতি।
রাতের গহীনে তারা গোনা
সুখতারা হয়ে মনে দেয় হানা।
ভালোবাসার স্বপ্নে বিভোর আমি,
দিনশেষে সবটাই শুধু পাগলামি।
যারে খুঁজি মনের গহীনে সারাক্ষণ
লুকোচুরি করে সে করে জ্বালাতন
মনের মাঝে একি শুধু আস্ফালন
ভাঙ্গা স্বপ্নে কে পর কে আপন।
মৃদু হাওয়ায় দুলছে এ মন
চাইছে ভালোবাসা,
মনে মনে খুজি যারে
বুঝে সেকি ভাষা-?
একলা পথের পথিক আমি
একলা ছুটে যাই,
মনে মনে চাই যারে
কেন নাহি পাই-?♥♥
চারিদিকে ঘন কালো আধার রাত
বইছে বসন্তের শীতল হাওয়া,
প্রিয় তোমার জন্য রেখেছি আমি
আমার মনের সকল দরজা খোলা।
ভালোবাসার রঙে রাঙিয়ে তোমায়
দূর করে দিব মনের কালো ময়লা,
তোমায় খুজে ঘুম থেকে জেগে দেখি
আমি কিন্তু আজও একলা।।
ভালোবাসা হয়তো জীবন
হয়তো বা চাওয়া পাওয়া,
সীমাবদ্ধতা নেই কোন যার
ভালোবাসা অসীম পাওয়া।
জীবন জ্যোতির একলা লড়াই
তুমি আমি সবাই একা,
দিনশেষে ভালোবাসাটাই যদি
হতো একমাত্র পাওয়া!
তোমাকে খুঁজে ফিরি প্রিয় গান, প্রিয় কবিতায়;
শব্দের সুপ্ত কর্নিয়ায়।
তোমাকে খুঁজে ফিরি নীলাভ আকাশে,গোধূলি লগ্নে,নিস্তরঙ্গ জ্যোৎস্নায়।
মিশে থাকা শিরা-উপশিরা, রক্ত কণিকায়।
তোমাকে খুঁজে ফিরি আমার সমগ্র অস্তিত্বে;
পরম আরাধনায়,প্রেমের বিষন্ন তানপুরায়।
তোমাকে শুধু খুঁজেই ফিরি, পাইনি তোমার দেখা;
কেউ রাখেনি এই হতভাগার সামান্য আবদার।
সুখ যেন মরীচিকা,পিছে পিছে ঘুরি।
মাঝে মাঝে সুখ পেলে,বাতাসে আমি উড়ি।
সুখের ওই পদতলে,সবাই যেতে চায়।
মন থেকে সুখ পাখি,আমায় শুধু জ্বালায়।
সুখ যদি ধরা দিত,এসে আমার কাছে।
সযতনে রাখতাম তারে,আমার মনেরও মাঝে।
ভালোবেসে সুখী হতে,সবাইতো চায়।
কেউ কেউ থাকে আবার,দুঃখের কাঠগড়ায়।